London Ramadan timetable 2023 | লন্ডনের রমজানের ক্যালেন্ডার ২০২৩

মাহফুজুর রহমান
London Ramadan timetable 2023 | লন্ডনের রমজানের ক্যালেন্ডার ২০২৩

প্রিয় লন্ডন মুসলিমবাসীদের জন্য নিয়ে এসেছি London Ramadan timetable | লন্ডনের রমজানের ক্যালেন্ডার নিয়ে। ‌এই ক্যালেন্ডার দেখে লন্ডনবাসীরা নির্দিষ্ট সময়ে সেহরি এবং ইফতার করতে পারবেন। যারা প্রবাসী বাঙালি ভাই ও বোনেরা রয়েছে তাদের জন্য মূলত আমাদের আজকের এই সময়সূচীর আর্টিকেলটি। ‌ তারা সঠিক সময়ে আল্লাহ তায়ালার ইবাদত করতে সক্ষম হয়।

লন্ডন হচ্ছে ইউনাইটেড কিংডম এর রাজধানী। এদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের মুসলিমরা বসবাস করে। তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে বাঙালি মুসলমান। তারা আমাদের মত সেখানে রমজান পালন করে। ‌নির্দিষ্ট সময়ের মধ্যে সেহরি খাওয়ার প্রয়োজন হয় এবং ইফতার গ্রহণ করতে হয়। তাই অনেকে লন্ডনের রমজান ক্যালেন্ডার খুজে থাকে। ‌ যারা ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছে তারা তাদের দেশের অনুসারে খাবার খেতে পারেন না। ‌ এজন্য ওই দেশের ভৌগোলিক অবস্থান অনুসারে সূর্য উদয় এবং সূর্য অস্তের সময়ের উপর নির্ভর করে ইফতার এবং সেহরি খেতে হয়।

London Ramadan timetable 2023 | লন্ডনের রমজানের ক্যালেন্ডার ২০২৩

London Ramadan timetable 2023

প্রত্যেকটির দেশে এবং ঐ দেশের অঞ্চল অনুসারে এ সময়সূচি ভিন্ন হয়ে থাকে। যারা লন্ডনে বসবাস করে এবং তার আশেপাশের অঞ্চলে অবস্থান করছে তাদের জন্য মূলত উপরের এই ক্যালেন্ডার। ‌তবে আপনি পৃথিবীর যেখানে অবস্থান করেন না কেন সিয়াম পালনের পাশাপাশি অবশ্যই অন্যান্য ইবাদত বন্দগি করতে হবে। যেমন বেশি বেশি দান সদকা করা, মানুষদেরকে ইফতার করানো ইত্যাদি। ‌ আরো অন্যান্য দোয়া বেশি বেশি পাঠ করবেন এবং কোরআন তেলাওয়াত করবেন। অনেকে ব্যস্ততার কারণে কোরআন তেলাওয়াত করার সুযোগ পায় না। তাই রমজানের সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। ‌রমজান মাসের জন্য একটি খতম দিতে পারেন। ‌London Ramadan timetable অনুসারে নিজের একটি রুটিন তৈরি করে নিন।

বাংলায় সেহরি এবং ইফতারের দোয়া

ইফতারের দোয়া – বিসমিল্লাহি – “ আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু ”
সেহরির দোয়া- “ নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আংতাস সামিউল আলিম। ”

উপরে আমরা লন্ডনের রমজানের ক্যালেন্ডার দেখেছি। ‌এখন লন্ডন ব্যতীত আরো অন্যান্য দেশের রমজানের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি জানতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য কন্টেন্ট ফলো করুন। ‌

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।