আইপিএল লাইভ খেলা দেখার নিয়ম ২০২৩

শুরু হয়ে গেছে জমজমাট ক্রিকেট আসর আইপিএল। অনেকেই আইপিএল লাইভ খেলা দেখার নিয়ম সম্পর্কে জানতে চান। ‌ এটি ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বড় আসর। ‌মনে করা হয় ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট হচ্ছে আইপিএল। ‌সত্যিই তাই, এখানে একটি খেলোয়ারকে কয়েক কোটি টাকা দিয়ে কেনা হয়ে থাকে। ‌

আর এই খেলোয়ার কেনা হয় আইপিএল নিলামের মাধ্যমে। ‌ মূলত এটি একটি বাজারের মতো। ‌যে খেলোয়াড়ের জন্য যে টিম বেশি টাকা ব্যয় করবে সেই পাবে ওই খেলোয়ারকে। ‌এবারের আসরে মোট দশটি টিম খেলবে। ইতিমধ্যে কয়েকটি ম্যাচ শেষ হয়ে গেছে। যারা আইপিএল ২০২৩ সময়সূচি দেখতে ইচ্ছুক তারা আমাদের আর্টিকেলের নিচের অংশে দেখুন। ‌সেখানে আইপিএল পয়েন্ট টেবিল সহ সকল তথ্য দেওয়া রয়েছে।

আইপিএল লাইভ খেলা দেখার নিয়ম ২০২৩

কিভাবে আইপিএল লাইভ স্কোর দেখবেন

প্রায় প্রত্যেক ক্রিকেটে প্রেমীর ইচ্ছা থাকে আইপিএল লাইভ উপভোগ করার। ‌বিভিন্ন ধরনের স্পোর্টস চ্যানেলগুলোতে বিশেষ করে ইন্ডিয়ান চ্যানেলে লাইভ দেখানো হয়। ‌ কোন কারনে ব্যস্ততার তা সরাসরি দেখা হয় না। ‌ খেলা তো দেখতেই হবে সেটি আবার লাইভ।‌ যদি আপনার একটি স্মার্ট ফোন কিংবা ইন্টারনেট সংযুক্ত ডিভাইস থাকে তাহলে খুব সহজেই এ খেলাগুলো লাইভ দেখতে পারবেন। ‌কিভাবে আইপিএল খেলা লাইভ দেখা যায় সেই সম্পর্কে নিচে বিস্তারিত তুলে ধরা।

আইপিএল লাইভ খেলা কোন কোন চ্যানেলে দেখা যাবে
যারা টিভিতে খেলা দেখেন তাদের অনেকেই আবার জানেন না কোন কোন চ্যানেলে এই ম্যাচ সরাসরি দেখানো হয়। ‌ এখন এ সকল টিভি চ্যানেলের নাম উল্লেখ করা হলো যেগুলোতে আইপিএল সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে। এগুলো সব ইন্ডিয়ান চ্যানেল। এই সকল চ্যানেলগুলো বাংলাদেশের প্রত্যেকটি স্যাটেলাইটেই রয়েছে। ‌ টিভির মাধ্যমে যারা সরাসরি খেলা উপভোগ করতে চান তাদের জন্য চ্যানেলগুলোর নাম নিম্নরূপ:

  • Star sports 3
  • Star sports HD
  • Star sports Hindi
  • Star sports select
  • Star sports 2 HD

অ্যাপসের মাধ্যমে আইপিএল লাইভ খেলা দেখার নিয়ম
আপনার হাতে যদি একটি স্মার্ট ফোন থাকে এবং ইন্টারনেট যুক্ত হয় তাহলে অবশ্যই অ্যাপসের মাধ্যমে খেলা দেখতে পারবেন। কাজের কিংবা অন্যান্য কারণে ঘরের বাইরে থাকি। তাই লাইভ ম্যাচ গুলো টিভির মাধ্যমে দেখতে পারি না। আমাদের হাতে মোটামুটি সবারই একটি করে স্মার্ট ফোন থাকে এবং ইন্টারনেট রয়। আপনাদের সামনে এমন কিছু অ্যাপস নিয়ে তুলে ধরা হচ্ছে যেগুলোর মাধ্যমে IPL live match উপভোগ করতে পারবেন।

  • Hoster official app
  • Jiocinema
  • Viacamo18

এইগুলো হচ্ছে ইন্ডিয়ান অ্যাপ। যারা বাংলাদেশে বসবাস করে তারা বাংলাদেশী অ্যাপের মাধ্যমেও খেলা উপভোগ করতে পারবে। বাংলাদেশে বসে থেকে আইপিএল ২০২৩ লাইভ খেলা দেখার উপায়;

  • Toffee apps
  • Rabbthhold

এ দুটি অ্যাপ এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এবং স্বল্প ইন্টারনেট খরচে লাইভ খেলা উপভোগ করতে পারবেন। ‌ দুটি অ্যাপের সাহায্যে ক্রিকেটের পাশাপাশি ফুটবল বিশ্বকাপ লাইভ খেলা উপভোগ করা যায়। ‌

ওয়েবসাইটে আইপিএল লাইভ খেলা দেখার মাধ্যমে
টিভি চ্যানেল এবং মোবাইল অ্যাপস ব্যতীত ওয়েবসাইটের মাধ্যমে লাইভ আইপিএল স্কোর দেখা যাবে। ‌ এর জন্য শুধুমাত্র ইন্টারনেট সংযুক্ত একটি ডিভাইস হলেই হবে। ‌ তারপর নিচের দেওয়া এড্রেসগুলোতে প্রবেশ করলে সরাসরি লাইভ স্কোর দেখতে পারবেন।

এছাড়াও গুগলে আইপিএল লাইভ খেলা দেখা লিখে সার্চ করলে টেক্সট ফরম্যাটে স্কোর দেখতে পারবেন। এছাড়াও এর মধ্যে আরো অনেক ওয়েবসাইট আসবে যেগুলোর মাধ্যমে সরাসরি খেলা উপভোগ করা যায়। ‌ কিছু কিছু থার্ড পার্টি অ্যাপ এবং ওয়েবসাইট থেকে এড়িয়ে যেতে হবে। গ্রাহকের তথ্য চুরি করে এবং খেলা দেখার কোন সুযোগ থাকে না।‌

আইপিএল ২০২৩ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
আইপিএলের পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ‌ প্রথম ম্যাচ শুরু হয়েছে ৩১ শে মার্চ ২০২৩। খেলাটি আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট টিম বোর্ড। মোট ৫৮ দিনব্যাপী এই খেলাটি চলমান থাকবে ‌ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে ২০২৩।

  • মোট ওভার সংখ্যা: ২০
  • মোট ম্যাচ সংখ্যা: ৭৪ টি
  • খেলার পদ্ধতি: পয়েন্ট টেবিল

আইপিএলের সময়সূচি এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানতে নিচের লিংকগুলো দেখুন।

আইপিএলে এবারে বাংলাদেশের কোন কোন খেলোয়াড় রয়েছে?

সাকিব আল হাসান এবং লিটন দাস

সাকিব আল হাসান এবার আইপিএল খেলবে কি?

প্রথম ম্যাচ তিনি খেলতে পারেননি পরবর্তী ম্যাচ খেলবে কিনা তা এখনো জানা যায়নি।‌

আইপিএল পয়েন্ট টেবিল কত?

নিচের লিংক থেকে সরাসরি দেখতে পারবেন।

আইপিএল ফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?

২৮ মে ২০২৩ তারিখে।

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button