Indian Visa Application Online 2023 | ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, Indian Visa fee

ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম ( Indian Visa Application Online ) , ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ( Indian Visa check ) এবং কিভাবে ঘরে বসেই ইন্ডিয়ার ভিসা আবেদন করা যায় সে বিষয় সম্পর্কে আজকের আর্টিকেলে তুলে ধরা হচ্ছে। এ আর্টিকেল শেষ পর্যন্ত পড়লে একজন ব্যক্তি নিজে নিজেই ইন্ডিয়া ভিসা আবেদন করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

বাংলাদেশের অতি নিকটের একটি দেশ হচ্ছে ভারত। যাকে আমরা বলে থাকি প্রতিবেশী দেশ। যখন ইংরেজ শাসন আমল ছিল তখন এই দেশ আমাদের দেশ পুরো একটি ছিল। কিন্তু বেশ কয়েকটি কারণে এই দেশটি বিভক্ত হয়ে যায়। যা আমরা আলাদা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পেয়েছি। তবে ভারতের সাথে ঘনিষ্ঠতা আমাদের অনেক আগের থেকেই। প্রতিবছর বাংলাদেশ থেকে ভারতে বিশেষ করে কলকাতায় প্রচুর লোক যাতায়াত করে থাকে।

কেউ যাতায়াত করে থাকে জীবনের চাহিদা মেটাতে আবার কেউবা পড়াশুনা করতে। তবে সবচেয়ে বেশি যাতায়াত করে থাকে পড়াশোনার জন্য এবং ঘুরতে যাওয়ার ক্ষেত্রে। আমাদের দেশের প্রায় প্রত্যেক মানুষের ইচ্ছা থাকে একবার হলেও ভারত থেকে ঘুরে আসতে। বিশেষ করে কাশ্মীর, কলকাতা, দিল্লি ইত্যাদি দর্শনীয় স্থানগুলোতে।

অনেকেই মনে করে ভিসা করতে অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু বর্তমানে সময় তা নয়। এখন যে কোন সময় যেকোনো জায়গা থেকে আপনি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে না আপনার বিভিন্ন অফিস আদালতে দৌড়ঝাঁপ করা। বর্তমানে সবকিছু অনলাইন ভিত্তিক হওয়ার কারণে এখন যেখানে খুশি সেখান থেকেই একটি স্মার্ট ফোন কিংবা কম্পিউটার মাধ্যমে সকল কাজ করে নেওয়া যায়। ইন্ডিয়ান ভিসা আবেদন করবেন সে নিয়ম সম্পর্কে তুলে ধরা হলো।

ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম | Indian Visa Application Online

এখন আপনাদের সামনে তুলে ধরা হবে কিভাবে বাসায় বসে India Visa এর জন্য আবেদন করবেন। কারণ একটি ভিসা ব্যতীত কখনো ঐ দেশে ভ্রমণ করতে পারবেন না। এজন্য প্রথমে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। তাহলে নিচে থেকে দেখে নেই কিভাবে এই বিষয়ের জন্য আবেদন করবেন।

Step 1:

আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই Indian Visa Application ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েব সাইটটিতে প্রবেশ করার জন্য Indian Visa Apply এই লিংকে প্রবেশ করুন। প্রবেশ করার পর পরবর্তী ধাপটি দেখুন।

Step 2:

ওয়েবসাইটেতে প্রবেশ করার পর‌ সবার উপরের দিকে দেখতে পারবেন ‌Online Application অপশন। এই অপশনে প্রবেশ করার পর নিচের ছবির মত দেখতে পারবেন। তারপরে সেখানে প্রয়োজনীয় তথ্যগুলো বসাতে হবে।

Indian Visa Application Online | ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম
Indian Visa Application Online | ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম
  • প্রথমে বসাতে হবে আপনি কোন দেশ থেকে আবেদন করছেন।
  • কোন অফিস বরাবর আবেদন পাঠাতে চাচ্ছেন।
  • জাতীয়তা।
  • জন্ম তারিখ।
  • ইমেইল এড্রেস।
  • এরপর আপনি কোন ক্যাটাগরির ভিসা চাচ্ছেন সেটা বসাতে হবে।
  • কি পারপাসে‌ ভিসার জন্য আবেদন করছেন নির্বাচন করতে হবে।
  • এরপর ক্যাপচা পূরণ করে Continue বাটনে প্রেস করে পরবর্তীতে ধাপে যেতে হবে।

Step 3: Write Your name, date birth, and other qualifications

স্টেপ ৩ হচ্ছে ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম ( Indian Visa Application Online) এর গুরুত্বপূর্ন ধাপ এটি। এই ধাপে আবেদনকারীর পাসপোর্ট তথ্য, ব্যক্তিগত তথ্য, ঠিকানা সহ‌ শিক্ষাগত তথ্য দিতে হবে। নিচের ছবির মত অনেকগুলো অপশন দেখতে পারবেন। লাল মার্ক করা সকল অপশন গুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে।

Step 4: Save your Address for Indian Visa Application

সকল তথ্যগুলো সঠিকভাবে ইনপুট করার পর Save & Continue বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার নতুন একটি উইন্ডো ওপেন হবে। সেখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বসাতে হবে। একই সঙ্গে দিতে হবে ফ্যামিলি সম্পর্কে যাবতীয় তথ্যগুলো। এছাড়াও দিতে হবে আপনার বিবাহিত জীবনের তথ্য এবং প্রফেশনাল সকল ইনফরমেশন। তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পর আবার Save & continue বাটনে ক্লিক করতে হবে।

Indian Visa Application Online | ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম
Indian Visa Application Online | ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম

Step 5: Indian Visa Related Documents

এই ধাপে আপনাকে ভিসা সংক্রান্ত সকল তথ্যগুলো দিতে হবে। যেমন আপনি কোন ধরনের ভিসা চাচ্ছেন এবং কোথায় ভ্রমণ করতে চাচ্ছেন এ সকল বিষয় সম্পর্কে। একই সঙ্গে দিতে হবে আপনি কি মাধ্যমে সেখানে পৌঁছাতে চাচ্ছেন সে বিষয়। আর যদি আপনি গত ১০ বছরে অন্য কোথাও ভ্রমণ করে থাকেন তাহলে সে বিষয় সম্পর্কেও তথ্য ইনপুট করতে হবে।

Indian Visa Application Online | ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম
Indian Visa Application Online | ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম

Step 6: Upload Your Image according to Indian visa requirements.

সকল তথ্যগুলোর সঠিকভাবে ইনপুট করার পর আবার Save & continue বাটনে ক্লিক করতে হবে এবং পরবর্তী ধাপে আপনার ছবি আপলোড করতে হবে। ছবি ইনপুট করার পর পরবর্তী ধাপে আপনার যেকোনো একটি হোটেল অথবা হোটেলের অ্যাড্রেস নাম্বার সহ বেশ কিছু তথ্য ইনপুট করতে হবে। ইমপোর্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার সকল তথ্য রিভিউ দেখাবে। যদি তথ্যগুলো সঠিক থাকে তাহলে কন্টিনিউ বাটনে প্রেস করুন এবং অনলাইন ফর্ম ডাউনলোড করে সংরক্ষণ করে রাখুন।

Indian visa application photo size 2 inch x 2 inch(51 mm x 51 mm)

ব্যাস এভাবেই Indian Visa Application Online সম্পন্ন হয়। আমরা ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম জানার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য জানবো এ বিষয় সম্পর্কে। আসুন দেখে নেই কোন কোন বিষয় আমাদের আরো জানা দরকার হয়েছে।

ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ২০২৩

ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যা আপনাকে যা সাথে জমা দিতে হবে, ফরম পূরণ করার পর যখন উপরের নিয়ম অনুযায়ী তারপর আপনাকে এই ফরমটি ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে জমা দিতে হবে।

  • ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন ফরম
  • ওয়আর্ক পার্মিট এর পেপার, স্টুডেন্ট হলে অফার লেটার
  • টুরিস্ট ভিসা যদি হয় এক্ষেত্রে আপনাকে শিক্ষক হল আপনাকে শিক্ষক তে আপনি এটির একটি সার্টিফিকেট আপনার প্রতিষ্ঠান থেকে আনতে হবে আর যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড।
  • আপনার নামে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক অবশ্যই ২০ হাজার থাকতে হবে।

আপনি অনলাইনে ফরম পূরণ করার পর উপরের ডকুমেন্ট সহ অনলাইনে বই জমা দিয়ে আপনার নিকটস্থ Indian visa application center জমা দিয়ে দিবেন।

ভিসা করতে কত টাকা লাগে? How Much cost of Indian Visa?

ভিসা সংক্রান্ত খরচের ধারণা অনেকেরই নেই বর্তমান সময় পর্যন্ত। বিশেষ করে যারা দালাল অথবা এজেন্সির মাধ্যমে ভিসা করে থাকে তারা এটি নিয়ে বেশি ঝামেলায় পড়ে। তাদের থেকে মাত্র তিন হাজার টাকা দামের একটি ভিসা নিয়ে থাকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো। তবে বর্তমানে অনলাইন ভিত্তিক হওয়ার কারণে এখন সবাই এ বিষয়টি আস্তে আস্তে জানতে শুরু করছে। ‌ ভারতীয় ভিসা চার্জ হচ্ছে মাত্র ৬০০ টাকা, ট্রাভেল ট্যাক্স হচ্ছে মাত্র ৫০০ টাকা।

ভিসা করতে কি কি লাগে?

ছবি
পাসপোর্ট
জাতীয় পরিচয় পত্র
পেশাগতা প্রমাণপত্র
ব্যাংক স্টেটমেন্ট

বাংলাদেশ থেকে ভারতের ভিসা পেতে কত দিন সময় লাগে?

সবচেয়ে বেশি প্রশ্ন করে থাকে এটা নিয়ে। অনেকের চিকিৎসা এবং অন্যান্য জরুরি বিষয়ে ভারত ভ্রমণ করতে হয়। সাধারণত এই ভিসা পাওয়ার জন্য ১০ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম | Indian Visa tracking‌ | Indian Visa check

Indiaan Visa Application Online, ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম জানার পাশাপাশি আমরা এখন আমরা জানবো কিভাবে ইন্ডিয়ান ভিসা চেক করা হয়।

  • প্রথমে একটি ইন্টারনেট যুক্ত ডিভাইস দিতে হবে। এরপর এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • ওয়েব সাইটটিতে প্রবেশ করার পর আপনি কোন ধরনের ভিসা ব্যবহার করছেন সেটি নির্বাচন করতে হবে।
  • ভিসা ক্যাটাগরি সিলেক্ট করার পর পরবর্তী ধাপে Web file number পূরণ করে এবং ক্যাপচা সাবমিট করলে আপনার ভিসার তথ্যগুলো দেখতে পারবেন।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩ | Indian visa Check

আজকের এই আর্টিকেলের মাধ্যমে যে কেউ ঘরে বসে Indian Visa Application Online , ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছে। এরকম নতুন নতুন টিপস এবং ট্রিক্স শিখতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন।

How much Visa fee for India?

Tourist visa Fee 1 to 5 year 11050 Tk.

India open for BD tourist Visa?

Yes. It’s available.

How Time Bangladeshi can stay in India?

UpTo 90 Days.

How many people Bangladeshi people in India?

UpTo 3 Million people.

Which country has most Bengali people?

Most of the Bengali People live in India

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button