ভারত বনাম পাকিস্তান লাইভ ম্যাচ | Live Match India vs Pakistan Live Score

ভারত বনাম পাকিস্তান লাইভ ম্যাচ মানেই উত্তেজনায় ভরপুর। এই খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে ভারত বনাম পাকিস্তান লাইভ স্কোর খেলা দেখার জন্য। আমাদের আজকের আর্টিকেলে আপনারা Live Match India vs Pakistan Live Score দেখার সুযোগ পাবেন।

সারা বিশ্বজুড়ে যতগুলো খেলা রয়েছে তার মধ্যে অন্যতম একটি খেলা হচ্ছে ক্রিকেট। আর এই ক্রিকেটের জন্মস্থান হচ্ছে ইংল্যান্ড। বহু আগে থেকেও ক্রিকেট খেলা হলে এখানে বেশ পরিমার্জিত করা হয়েছে। এ খেলায় রয়েছে নির্দিষ্ট নিয়ম এবং আইন কানুন। বাইরে চলে যায় তাহলে সে খেলার নিয়ম থেকে বঞ্চিত হওয়ার অপরাধে দণ্ডিত হবেন।

ক্রিকেট খেলাই মানে উত্তেজনায় ভরপুর। এর প্রতি বলে বলে রয়েছে একেক ধরনের উচ্ছ্বাস। সারা বিশ্বজুড়ে এর জনপ্রিয়তা থাকলেও দক্ষিণ এশিয়ায় এর জনপ্রিয়তা আরো বেশি। এখানকার মানুষরা ফুটবল এর দিক থেকে এগিয়ে না থাকলেও ক্রিকেটের দিক থেকে রয়েছে শীর্ষ স্থানে। যেমন প্রতিবছর এখানে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের টুর্নামেন্ট। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করতেছি ভারত বনাম পাকিস্তান লাইভ ম্যাচ সম্পর্কে।

পাকিস্তান বনাম ভারত লাইভ ম্যাচ | Live Match India vs Pakistan

এমন ভাবেও আয়োজন করা হয় বিভিন্ন ধরনের দেশীয় ক্রিকেট টুর্নামেন্ট। যেমন আইপিএল, বিপিএল ইত্যাদি। এ সকল টুর্নামেন্টের আয়োজন করা হলেও বিশ্বকাপ সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট প্রাঙ্গনে। আবার অন্যদিকে এশিয়া মহাদেশের যে সকল দেশ ক্রিকেট খেলায় ভালো পারদর্শী তাদেরকে নিয়ে আরেকটি টুর্নামেন্ট তৈরি করা হয়। যাকে বলা হয় এশিয়া বিশ্বকাপ। এই বিশ্বকাপে পাকিস্তান বনাম ভারত খেলবে আজকে। ভারত পাকিস্তান খেলা মানেই টানটান উত্তেজনা। পূর্বে থেকে এদের সম্পর্ক হচ্ছে সাপের নেউলের মত। যেকোনো ধরনের টুর্নামেন্টের যদি এই দুইটি দেশ একসাথে খেলায় অংশগ্রহণ করে তার মানে বড় একটি ধামাকা চলছে। শক্তিশালী দল দুটি কেউ কাউকে ছাড় দেওয়ার মতো নয়। এবারের এশিয়া কাপে সেটি আরো নয়।

প্রতিটি লাইভ ম্যাচ দেখার জন্য এক এক ম্যাচে ভিজিটর থাকে তার কয়েকগুণ ভিজিটর থাকে যখন পাকিস্তান এবং ভারত খেলা অনুষ্ঠিত হয়। এখন আমরা এ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব।

ইন্ডিয়া বনাম পাকিস্তান লাইভ

ভারত বনাম পাকিস্তান লাইভ ম্যাচ দেখার নিয়ম

আজকে বেশিরভাগ মানুষ এখন এই ক্রিকেট উপভোগ করবে। সেটি যদি হয় এই দুটি দেশের মধ্যে তাহলে কথাই নেই। কত কাজের ব্যস্ততা থাকুক না কেন এক নজরে সে ক্রিকেটের স্কোরগুলো দেখে নেবে। কিন্তু অনেক আগে এই স্কোর দেখার জন্য বিভিন্ন ধরনের রেডিও অথবা ফোনে সাহায্য নেওয়া হতো। নাগরিক টিভি এবং জিটিভিতে সহজেই দর্শকরা এই খেলাটি উপভোগ করতে পারবে। অন্যদিকে যারা বিভিন্ন ব্যস্ততার কারণে টিভির কাছে থাকতে পারবেনা তারাও খেলাটি উপভোগ করতে পারবে। এইজন্য মাই জিপিতে প্রবেশ করুন এবং সেখান থেকে এশিয়া কাপ সিলেক্ট করে তারপর লাইভ দেখুন।

এছাড়াও টফিতে এবং গুগলের সার্চ করেও দেখতে পারবেন। এখন কথা হচ্ছে যারা এভাবেও দেখতে পারবেন না তাহলে আমাদের আর্টিকেল থেকে আপনারা সরাসরি খেলার প্রতিনিয়ত আপডেট দেখতে পারবেন। দেখতে পারবেন কোন দেশ কত রান করেছে এবং কত রানে জিতেছেন। এছাড়াও আমাদের ভারত বনাম পাকিস্তান লাইভ ম্যাচটিতে উপভোগ করতে পারবেন সকল খেলোয়াড়ের যাবতীয় সকল তথ্যগুলো।

India Vs Pakistan Live match Score

India Is batting 266/8 (48.5)

ভারতের টিম স্কোয়ারড তালিকা এশিয়া কাপ

  • কেএল রাহুল,
  • হার্দিক পাণ্ড্য ,
  • রবীন্দ্র জাদেজা,
  • শুভমান গিল,
  • রোহিত শর্মা (অধিনায়ক),
  • বিরাট কোহলি,
  • শ্রেয়স আইয়ার,
  • সূর্যকুমার যাদব,
  • অক্ষর প্যাটেল,
  • শার্দুল ঠাকুর,
  • তিলক ভার্মা,
  • ঈশান কিষাণ,
  • যশপ্রীত বুমরাজ,
  • প্রসিদ্ধ কৃষ্ণ,
  • সঞ্জু স্যামসন
  • মহম্মদ শামি,
  • মহম্মদ সিরাজ,
  • কুলদীপ যাদব,

পাকিস্তানের টিম স্কোয়ারড তালিকা এশিয়া কাপ

  • মহম্মদ ওয়াসিম জুনিয়র,
  • নাসিম শাহ,
  • শাহীন আফ্রিদি,
  • সৌদ শাকিল,
  • ফখর জামান,
  • ইমাম-উল-হক,
  • সালমান আলী আগা,
  • ইফতিকার আহমেদ,
  • মহম্মদ রিজওয়ান,
  • তৈয়ব তাহির
  • আজম
  • আবদুল্লাহ শফিক,
  • হারিস,
  • উসামা মীর,
  • শাদাব খান,
  • মহম্মদ নওয়াজ,
  • ফাহিম আশরাফ,
  • হারিস রউফ,

এশিয়া কাপ সময়সূচি ২০২৩

ভারত বনাম পাকিস্তান লাইভ ম্যাচ দেখতেছেন কিন্তু আমাদের মধ্যে অনেকেই এখন পর্যন্ত সময়সূচী হাতে পাননি। খেলা দেখার ক্ষেত্রে অবশ্যই এ সময়সূচি সম্পর্কে জানা দরকার। কারণ এই সময়সূচি অনুসারে আপনি সঠিক সময় খেলা উপভোগ করতে পারবেন। নিচে থেকে আসুন দেখে নেই এটি

৩০ আগস্টপাকিস্তান বনাম নেপালবিকেল ৩টা ৩০ মিনিটে
৩১ আগস্টবাংলাদেশ বনাম শ্রীলংকাবিকেল ৩টা ৩০ মিনিটে
১ লা সেপ্টেম্বরপাকিস্তান বনাম ভারতবিকেল ৩টা ৩০ মিনিটে
২ সেপ্টেম্বরবাংলাদেশ বনাম আফগানিস্তানবিকেল ৩টা ৩০ মিনিটে
৫ সেপ্টেম্বর ‌আফগানিস্তান বনাম শ্রীলংকাবিকেল ৩টা ৩০ মিনিটে
Live Match India vs Pakistan

ফেসবুকে এশিয়া কাপ লাইভ দেখার নিয়ম

আপনারা যদি ফেসবুকে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটি এখন সুন্দর করে শেষ পর্যন্ত পরের দিন। ফেসবুকে যদি লাইভ ম্যাচ দেখতে চান তাহলে অবশ্যই আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ফেসবুক একাউন্টে প্রবেশ করার পর সেখানে সার্চ বক্সে লিখবেন Live Match India Vs Pakistan। সার্চ করলে বিভিন্ন ভিডিও দেখতে পারবেন লাইক দেখার জন্য। যেকোনো একটি ভিডিওতে প্রবেশ করুন আর দেখুন লাইভ।

কোন কোন চ্যানেল পাকিস্তান ভারত খেলা লাইভ দেখাবে?

বাংলাদেশ সহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে লাইভ দেখানো হয় এশিয়া কাপ। তার মধ্যে বেশ কয়েকটি টিভি চ্যানেলগুলো হচ্ছে জিটিভি, স্পোর্টস ক্রিকেট, বিটিভি, সনি স্পোর্টস ইত্যাদি।

ভারত বনাম পাকিস্তান লাইভ ম্যাচ দেখার পাশাপাশি আরো অন্যান্য খেলার লাইভ স্কোর এবং খেলা দেখতে আমাদের খেলা দেখুন। এছাড়াও শিক্ষামূলক সকল তথ্য এবং স্কলারশিপ আপডেট পেতে আমাদের হোম পেজ দেখুন।

Also Read: এশিয়া কাপ‌ সময়সূচি ২০২৩ 

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button