ইহরাম বাঁধার নিয়ম: কেউ যদি হজ্জ করতে চাই তাহলে যে কাজ করতে হয় তা হলো ইহরাম বাধা। হজ ও উমরার আমলগুলোর মধ্যে সর্বপ্রথম আমল হচ্ছে ইহরাম বাঁধা। তাই হজ ও উমারা ইহরাম বাধা ফরজ। এই ফরজ কাজ সম্পাদন করা তাই খুব গুরুত্বপূর্ণ।
ইহরাম বাঁধার নিয়ম।
- ইহরাম বাঁধার পূর্বে সর্বপ্রথম নখ, গোফ, চুল ও নভির নিচের ও বগলের লোম পরিষ্কার করতে হবে।
- গোসল অবশ্যই করতে হবে। মহিলার জন্য মুস্তাহাব।
- গোসল করার পর সুগন্ধি ব্যবহার করা।
- তারপর সেলাইহীন কাপড় পরা। ইজার ও লিফাফা।
- ইজারা দিয়ে লুঙ্গি। আর লিফাফা দিয়ে চাদর।
- মীকাতের নির্ধারিত স্হানে পূর্বে ইহরামের নিয়ত করতে হবে।
- নিয়ত করে দুই রাকাত নফল নামজ আদায় করতে হবে। এই দুই রাকাত নামজ সুরা কাফিরুন ও ইখলাস দিয়ে আদায় করা মুস্তাহাব।
- নামাজ শেষে আর টুপি পরিধান করা যায় না।
তারপর নিয়ত করতে হবে। নিয়ত হলো
اَللَّهُمَّ اِنِّي اُرِيْدُ (العُمْرَةَ – الْحَجَّ) فَيَسِّرْهُ لِيْ وَ تَقَبَّلْهُ مِنِّمِنِّى
নিয়ত করার পর তালবিয়া পাঠ করা। চার শ্বাসে তালবিয়া পাঠ করা।
এই হলো ইহরাধ বাধার নিয়ম। আর হজ আদায় করার পর পর্যন্ত ইহরামকারীর জন্য হালাল কাজও হারাম।
ইহরাম অবস্হায় বেশি বেশি তালবিয়া ও যিকির করুন। সবধরনের পাপ কাজ থেকে বিরত থাকুন। আর তালবিয়া যেন ঠুটে লেগে থাকে।
ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ
ইহরাম অবস্থায় যে সব কাজ করা নিষিদ্ধ ভিজিট করে দেখে নিন
হজ্জ পালন করার নিয়ম ও কিভাবে হজ্জ পালন করবেন
হজ্জ করার নিয়ম ও কিভাবে হজ্জ পালন করবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে।