দিনাজপুর বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | HSC Result Dinajpur Board 2023

        দিনাজপুর বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজকে। এই বোর্ডে পাসের হার হচ্ছে ৭৯.০৬%. মোট জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। এ বোর্ড বরাবরই মিড লেভেল রেজাল্ট করে থাকলেও বেশ কয়েক বছর ধরে অনেক ভালো রেজাল্ট করে আসছে। যদিও এ বোর্ডে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছিল এবং পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল। আবার পুনরায় পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদেরকে সুযোগ দিয়েছে।

        দোটানা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করতে পেরেছে এটাই শিক্ষার্থীদের জন্য আনন্দ বিষয়। সেই সঙ্গে অভিভাবক নাও এবারের ফলাফলে অত্যন্ত উপযোগী বলে জানিয়েছে। আমাদের দেশের শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর হাত দিয়েই প্রথম ফলাফলের উদ্বোধন করা হয়। বিভিন্ন বোর্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দেওয়া হয় সেখান থেকে ফলাফল চালানো হয়েছে। ‌

        তাছাড়া যারা ফলাফল শিক্ষা প্রতিষ্ঠান হতে জানতে পারেনি আমাদের কনটেন্টটি অনুসরণ করুন তাহলেই খুব সহজেই মোবাইল থেকে দিনাজপুর বোর্ড এইচএসসি পরীক্ষার রেজাল্ট খুব দ্রুত পেয়ে যাবেন। নিয়মটা অন্যবারের মতো এবারও একই। পরীক্ষার ফলাফল অনলাইনে দেখার কোন পরিবর্তন ঘটেনি। চলো দেখে নেই আজকের দিনাজপুর বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট।

        • মোবাইলের এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফলাফল বের করা
        • অনলাইনের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল বের করা

        এসএমএসের মাধ্যমে দিনাজপুর বোর্ডের রেজাল্ট দেখুন

        আমরা যারা শিক্ষার্থী তাদের কাছে এন্ড্রয়েড ফোন অনেকেরই নেই কিন্তু বাটন ফোন অনেকেরই আছে। খুব সহজে এই বাটন ফোন দিয়ে এসএমএস এর মাধ্যমে আপনার রেজাল্টটি বের করে নিতে পারবেন। তার জন্য বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হবে। স্টেপ গুলো হচ্ছে-

        প্রথমে আপনার হ্যান্ডসেটটি হাতে নিল এবং মেসেজ অপশনে ঢুকেন

        মেসেজ অপশনে প্রবেশ করার পর সেখানে Write Message লেখা দেখতে পারবেন। সেখানে প্রবেশ করুন।

        ‌ Write Message এ প্রবেশ করার পর লিখবেন HSC তারপর আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর বড় হাতের, রোল নাম্বার এবং কত সাল। উদাহরণস্বরূপ: HSC DIN 0000 2022.

        এরপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে এবং সাথে সাথে আপনার মোবাইলে একটি ম্যাসেজ আসবে সেখানে ফলাফল দেখতে পারবেন।

        দিনাজপুর এইচএসসির রেজাল্ট দেখবেন যেভাবে

        যাদের কাছে স্মার্টফোন কিংবা কম্পিউটার ডিভাইস রয়েছে তারা অনলাইনের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন। ‌ তার জন্য সর্বপ্রথম যেতে আপনার ডিভাইস থেকে যেকোনো একটি অনলাইন ব্রাউজারে। ব্রাউজারটিতে https://eboardresults.com গিয়ে এই লিংকটি কপি পেস্ট করে দিন।

        দিনাজপুর বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল

        উপরের লিংকটিতে ঢোকার পরে একটি ফরম আসবে। ফরমটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করতে হবে। তথ্যগুলো হচ্ছে:
        ° পরীক্ষার নাম
        ° পাশের সাল
        ° রেজিস্ট্রেশন নম্বর
        ° রোল নাম্বার
        এবং ক্যাপচা পূরণ ‌
        এই কয়েকটি তথ্য দিয়ে সাবমিট করলেই আপনার রেজাল্ট কয়েক সেকেন্ডের মধ্যে হাতে পেয়ে যাবেন মার্কশিট সহ। কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তাও দেখতে পারা যাবে। প্রিন্ট অপশনে ক্লিক করলে মার্কশীট প্রিন্ট হয়ে যাবে।

        উপরের আর্টিকেল গুলো ধাপে ধাপে অনুসরণ করুন এবং সঙ্গে সঙ্গে দিনাজপুর এইচএসসি রেজাল্ট ২০২৩ হাতে পেয়ে যান। অন্যান্য বোর্ডের রেজাল্ট জানতে নিচের অপশন গুলোতে ঢুকুন।

        এইচএসসি রেজাল্ট HSC Result 2023 with Marksheet

        ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

        কুমিল্লা বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম HSC Result Cumilla Board

        সিলেট বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম HSC Result Sylhet Board

        যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

        Jahid Hasan

        I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *

        Back to top button