এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | HSC Results Check with Marksheet 2023

HSC Result প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ নিয়ম সম্পর্কে আলোচনা করব। এইচএসসি রেজাল্ট এর জন্য বাংলাদেশের সকল শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন যে কখন HSC Results প্রকাশ হবে তারপর ইউনিভার্সিটির জন্য আবেদন করবেন। www.educationboard.gov.bd hsc result 2023

তবে এই পোস্টটির মাধ্যমে মাত্র ১ মিনিটেই আপনারা দেখতে পারবেন বাংলাদেশের যেকোনো বোর্ড এর এইচএসসি রেজাল্ট। এইচএসসি রেজাল্ট চেক করার জন্য আমরা তিনটি নিয়মে রেজাল্ট চেক করতে পারব এবং এই নিয়ম গুলো অনুসরণ করে বছরের যেকোনো সময় আপনি মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট চেক করতে পারবেন।

If you want to check your hsc results 2023 this article complete for you, we will share all ways to hsc results checking and how you will check hsc result online with marksheet 2023.

এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ম ২০২৩

আমাদের আজকের আর্টিকেলে আপনি এইচএসসি ২০২৩ রেজাল্ট জানতে পারবেন তিনটি নিয়মে যেমন:-

  1. অনলাইনের মাধ্যমের।
  2. মোবাইলে SMS এর মাধ্যমে।
  3. মোবাইলে Apps এর মাধ্যমে।

অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ

এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩
এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩

খুবই সহজে এবং অল্প সময়ে এইচএসসি রেজাল্ট চেক করতে বা দেখতে পারবেন অনলাইন পদ্ধতিতে। শুরুতেই নিচের দেওয়া ওয়েব সাইটে ভিজিট করতে হবে আপনাকে। www.educationboard.gov.bd hsc result 2023

  • ওয়েব সাইটে প্রবেশ করার পরেই পরীক্ষার নাম সিলেক্ট করে দিবেন যেমনঃ HSC/Alim
  • এরপর পরীক্ষার বছর দিবেন যেমনঃ 2023
  • এরপর বোর্ড সিলেক্ট করবেন যেমনঃ Dhaka
  • এরপর আপনার পরীক্ষার রোল নম্বর লিখবেন যেমনঃ 103045
  • এরপর আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর যেমনঃ 1030356801
  • এরপর একটি সহজ যোগফল করবেন যেমনঃ 8+7= 15
  • সব তথ্য সঠিক ভাবে দেওয়ার পর সর্বশেষ কাজ হলো Submit বাটনে ক্লিক করবেন। এভাবেই আপনার ফলাফল আপনি অনলাইনে খুবই সহজ নিয়মে দেখে ফেলতে পারবেন।

(নোট:- বাকি সকল বোর্ডের রেজাল্ট দেখবেন একি নিয়মে শুধু বোর্ডের নাম চেঞ্জ হবে বাকি সব নিয়ম ঠিক থাকবে।

এই মাধ্যমেটির মাধ্যমে আমরা বেশিরভাগ শিক্ষার্থীদেরকে দেখেছি এইচএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে তবে এই মাধ্যম ছাড়াও আরোও দুটি মাধ্যম‌ রয়েছে এইচএসসি রেজাল্ট চেক করার জন্য HSC Results Check করতে আপনি এস এম এস এর মাধ্যমে এবং বিভিন্ন Apps এর মাধ্যমে ও HSC Results চেক করতে পারবেন আমরা উভয় নিয়মটি নিচে শেয়ার করব সাথেই থাকুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩

মোবাইল থেকে SMS এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম

SMS এর মাধ্যমে আপনি যদি এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখতে চান প্রথমেই আপনার মেসেজ অপশনে প্রবেশ করতে হবে এরপর একটি বার্তা লিখতে হবে যেমন- এইচএসসি স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষরের নাম স্পেস রোল নম্বর স্পেস পরীক্ষার বছর লিখে পাঠিয়ে দিবেন ১৬২২২ এই নম্বরে।

[ উদাহরণ স্বরুপঃ HSC DHA 123457 2022 Sent To 16222 ]

SSC Result Check Korar niom

আপনাদের সুবিধার্থে বাংলাদেশের সকল বোর্ডের প্রথম তিন অক্ষর নিচে দেওয়া হলোঃ-

  1. Dhaka​​–DHA
  2. Rajshahi–RAJ
  3. Comilla–COM
  4. Jezzore–JES
  5. Chittagong–CHI
  6. Barisal–BAR
  7. Sylhet–Syl
  8. Dinajpur–DIN
  9. Madrasha–Mad
  10. Techinical–TEC

মোবাইলের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

উপরের দেওয়া মাধ্যমেটি দিয়ে এইচএসসি পরীক্ষার রেজাল্ট মোবাইলে দিয়ে ও চেক করতে পারবেন আরোও সহজে আপনাদেরকে বুঝানোর সার্থে বাংলাদেশর সরকারি একটি রেজাল্ট চেক এর অ্যাপসের মাধ্যমে এইচএসসি পরীক্ষা রেজাল্ট মোবাইল থেকে দেখতে পারবেন। Apps এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখতে হলে নিচের দেওয়া লিংকে ভিজিট করুন প্রথমে। https://eboardresults.com/app or click this https://eboardresults.com/app

মোবাইলে Apps এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
মোবাইলে Apps এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম

লিংকে ঢুকার পর এরকম একটি পেইজ আসবে সেখানে প্রতিটি অপশনের ব্যাপারে বিস্তারিত নিচে দেওয়া হলো।

Individual Result: এই অপশন দিয়ে একজন শিক্ষার্থীর রোল নম্বর এবং বছর নির্বাচন করে সহজেই ফলাফল পেতে পারেন।

Institutional Result: প্রতিটি প্রতিষ্ঠানের একটি EIIN নম্বর আছে। EIIN নম্বর দিয়ে আপনি সেই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর HSC ফলাফল ডাউনলোড করতে পারবেন খুব সহজে এবং অল্প সময়ে।

Center Result: এই অপশনের মাধ্যমে একটি কেন্দ্রের এইচএসসি ফলাফল ডাউনলোড করা যাবে।

District Result: জেলার পূর্ণ ফলাফল।

Institution Analytics: এটি বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাফ বার এবং ডেটা দেখায়। যা আপনাকে ফলাফল খুঁজে পেতে সাহায্য করে

Board Analytics: এটি প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ এর মতোই।

BUET Admission Circular 2022-2023 | buet.ac.bd admission

প্রতিটি বোর্ডের জন্য আলাদা আলাদা ওয়েব সাইট রয়েছে যার মাধ্যমেও এইচএসসি রেজাল্ট

এছাড়াও প্রতিটি বোর্ডের জন্য আলাদা আলাদা ওয়েব সাইট রয়েছে যার মাধ্যমেও এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন খুবই সহজে। নিচে সকল বোর্ডের লিংক দেওয়া হলো।

www.educationboard.gov.bd hsc result 2023 this is official website for hsc result 2023

১.Sylhet Board website: http://www.sylhetboard.gov.bd/

২.Dhaka Board website http://www.dhakaeducationboard.gov.bd/

৩.http://www.dinajpureducationboard.gov.bd/

৪.http://www.comillaboard.gov.bd/

৫.http://www.barisalboard.gov.bd/

৬.http://www.rajshaieducationboard.gov.bd/

৭.http://www.jessoreboard.gov.bd/

৮.http://www.bise-ctg.gov.bd/

৯.http://www.bteb.gov.bd/

১০. http://www.bmeb.gov.bd/

এইচএসসি রেজাল্ট ২০২৩ পাশের হার ৯৩.৫৮% শিক্ষা মন্ত্রণালয় জানালো এইচএসসি পাশের হার ২০২৩

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button