যুক্তিবিদ্যা নৈব্যক্তিক ফাইনাল সাজেশন এইচএসসি ২০২৩ | HSC Logic Final Suggestion 2023

সাহেদা জান্নাত

এইচএসসি যুক্তিবিদ্যা নৈব্যক্তিক ফাইনাল সাজেশন বা MCQ: প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা যুক্তিবিদ্যা অনেক সহজ একটি বিষয় যুক্তিবিদ্যা কেবল মাত্র একটু বুঝে বুঝে ধীরস্থির হয়ে পড়তে হয় ,তোতা পাখির মতো কেবল মুখস্থ করলে হবে না আজ আমি আপনাদের সাথে যুক্তিবিদ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক বা MCQ শেয়ার করলাম ।

HSC Logic Final Suggestion 2023

যুক্তিবিদ্যার প্রথমে প্রশ্ন এবং পরে উঃ শেয়ার করলাম।

  • ‘A system of logic ‘ গ্ৰন্থটির রচয়িতা………মিল।
  • পাশ্চাত্য যুক্তিবিদ্যার জনক………. এরিষ্টটল।
  • যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে,……… অনুমান।
  • যুক্তিবিদ্যার জনক………. এরিষ্টটল।
  • যুক্তিবিদ্যা কোন বিষয়টির কারনে আর্দশনিষ্টবিজ্ঞান……… সত্য।
  • কোনটিকে সব বিজ্ঞানের মূল বিজ্ঞান বলা হয়…….. যুক্তিবিদ্যা।
  • যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান…….আর্দশনিষ্টবিজ্ঞান।
  • ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়…….. যুক্তিবিদ্যা।
  • উত্তম ও অধম পদ দুটি কোন ধরনের পদ ……….বিপরীত।
  • কোনো পেন্সিল নয় কলম এ বাক্যের প্রতীক কোনটি………E.
  • ব্যক্ত্যর্থ হলো পদের ……..সংখ্যার দিক।
  • ছাত্র শিক্ষক কোন ধরনের পদ……… সাপেক্ষ পদ।
  • কোনটি বস্তুবাচক পদ ……..মানুষ।
  • যে পদ তার অর্থের জন্য অন্য পদের উপর নির্ভরশীল………সাপেক্ষ পদ।
  • যুক্তিবিদ্যায় বাক্য বলতে কি বুঝায়…….. preposition.
  • একটি যুক্তিবাক্যের অপরিহার্য অংশ কয়টি…….৩ টি ‌।‌‌
  • ব্যাকরনগত বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করতে কোনটি গুরুত্বপূর্ণ উপাদান……..সংযোজক।
  • লোকটি বাসে অথবা ট্রেনে যাবে…… বৈকল্পিক ।‌‌
  • নিচের কোন যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য…….E.
  • ব্যাপ্যতা বলতে বুঝায় ……পদের‌ প্রসারতা।
  • ঢাকা হয় বাংলাদেশের রাজধানী A যুক্তিবাক্যে এখানে A যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় হলো ……. ব্যাপ্য ও অব্যাপ্য।
  • As EblnOp সূত্রটি কিসের সাথে সম্পর্কিত……..ব্যাপ্যতার সাথে।
  • অনুমানে প্রদত্ত বাক্যগুলোকে কি বলে…..যুক্তিবাক্য ।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই MCQ গুলো খুবই গুরুত্বপূর্ণ প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো করে খেয়াল করে রিভিশন দিবেন এবং বিভিন্ন বোর্ড গুলোর নৈব্যক্তিক গুলো অর্থাৎ MCQ গুলো ও রিভিশন দিবেন।

  • সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে কি পদ বলা হয়…..প্রধান।
  • সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে ……প্রধান পদ।
  • মিশ্র সহানুমানের প্রকার কয়টা……তিনটা।
  • একটি নিরপেক্ষ সহানুমান কয়টি পদ দ্বারা গঠিত……তিনটি।
  • দ্বিকল্প সহানুমান কোন ধরনের অনুমান…..মিশ্র সহানুমান।
  • কারনকে বিশ্লেষন করলে কোন ধরনের শর্ত পাওয়া যায় …..সর্দথক ও নঞর্থক শর্ত।
  • কারন হলো …..কার্যের পূর্ববর্তী ‌‌‌ঘটনা।
  • কারন ও কার্য পরস্পর ……..সাপেক্ষ পদ।
  • হাইড্রোজেন ও অক্সিজেনকে নির্দিষ্ট অনুপাতে তড়িৎক্ষনের ফলে পানি উৎপন্ন হয় এরূপ কার্যসংমিশ্রনকে কি বলে.….. ভিন্ন জাতীয় কার্যসংমিশ্রন।

এইচএসসি সকল গাইড বই পিডিএফ ডাউনলোড

HSC all guide PDF Download করতে ভিজিট করুন

যুক্তিবিদ্যার ১০০ ,% কমন প্রশ্ন প্লিজ এগুলো মোটেই এড়িয়ে যাবেন না মনোযোগ সহকারে রিভিশন দিবেন।

যুক্তিবিদ্যার জনক কে?.

Logos শব্দের অর্থ কী ?

  • কলা কি।
  • যুক্তিবিদ্যা কাকে বলে।
  • অনুমান কি?
  • বিজ্ঞান কি?
  • আবরোহ কি?
  • বিধেয় কি?
  • উদ্দেশ্য কি?

এইছিল এইচএসসি ২০২২ এর যুক্তিবিদ্যার ফাইনাল সাজেশন প্রিয় পরীক্ষার্থী খুবই গুরুত্বপূর্ণ সবগুলো খেয়াল করলেই ইনশাআল্লাহ ভালো result করতে পারবেন।

http://scholarsme.com/hsc-logic-1st-2nd-suggestion/

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।