এইচএসসি পরীক্ষা বাংলা ২য় পত্র মানবন্টন ২০২২ | প্রশ্ন কীভাবে থাকবে?

এইচএসসি পরীক্ষা বাংলা ২য় পত্র মানবন্টন: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি পরীক্ষা ২০২২ এর বাংলা দ্বিতীয় পত্র এর প্রশ্ন কীভাবে থাকবে এবং তার মানবন্টন কিভাবে করা হবে তার ধারনা এই পোস্ট টির মাধ্যমে জানতে পারবে । তোমাদের পরীক্ষা পূর্বের সিলেবাস অনুযায়ী হবে না , নতুন সিলেবাস অনুযায়ী হবে , পূর্বে যে ১০০ মার্ক এর পরীক্ষা হয়েছে তা হবে না , নতুন সিলেবাস অনুযায়ী ৫০ মার্ক পরীক্ষা হবে। আপনারা একটু মনোযোগ সহকারে বিষয় গুলো সম্পর্কে জানবে কেননা প্রশ্ন কেমন হবে তার পূর্ণমান কেমন থাকবে তা প্রথমে জানবে ।প্রশ্ন সম্পর্কে যত বেশি ধারণা থাকবে ততই প্রশ্নের উত্তর দিতে সহজ লাগবে ।

HSC Bangla 2nd Paper Manbonton 2022

বাংলা দ্বিতীয় পত্র এইচএসসি ২০২২

  • বিষয় কোন : ১০২
  • পূর্ণমান :৫০
  • সময় ২ ঘন্টা।

বাংলা দ্বিতীয় পত্র,ব্যাকরণ অংশ: ৩ টি প্রশ্নের উত্তর দিতে হবে

মার্ক থাকবে :১৫

নির্মিত অংশ থেকে ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে: মার্ক থাকবে : ৩৫.

মোট ৭ টি প্রশ্নের উত্তর দিতে হবে

পরীক্ষার্থী বন্ধুরা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বাংলা দ্বিতীয় পত্র এ নৈব্যক্তিক থাকবে না পুরোটাই রচনামূলক প্রশ্ন থাকবে।

১ নং প্রশ্ন উত্তর ………… মার্ক থাকবে ০৫

  • (ক,)এ,অ,ব,ম,য ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরন সহ লিখ। অর্থাৎ প্রশ্ন এ থাকবে যেকোন একটি ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লিখ।

আমি আপনাদের বুঝার স্বার্থে কয়েকটি ধ্বনি দিলাম আপনারা সবগুলো শিখলে যেকোন টির উত্তর দিতে সহজ হবে।

অথবা ,

(খ) বানান এর নিয়ম :

  • প্রমিত বাংলা বানান এর পাঁচটি নিয়ম।
  • ণ- ত্ব ও ষ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম।
  • তৎসম শব্দ বানান এর পাঁচটি ভাষা।
  • ই কার ব্যাবহার এর পাঁচটি নিয়ম।
  • অর্ধ তৎসম শব্দ বানান এর পাঁচটি নিয়ম।
  • বাংলা বানান এর বিদেশী শব্দ বানান এর পাঁচটি নিয়ম।

বাংলা দ্বিতীয় পত্র ,এ বানান শুদ্ধ করন থাকবে ,আপনারা বিগত সালের প্রশ্নগুলো পড়বেন ভালো করে তা থেকে ইনশাআল্লাহ কমন পড়বে।

২ নং প্রশ্ন…….মার্ক থাকবে :০৫

(ক), শব্দের ব্যাকরনিক শ্রেণি:

  • বিশেষ্য পদের শ্রেনী বিভাগ।
  • সংজ্ঞা সহ ব্যাকরনিক শব্দের প্রকরভেদ আলোচনা কর।
  • বিশেষন কাকে বলে ? বিশেষন‌ পদের শ্রেনী বিভাগ আলোচনার কর?
  • আবেগ কাকে বলে? আবেগ শব্দের শ্রেণীবিভাগ আলোচনা কর?.

বাংলা দ্বিতীয় পত্র ,২ নং প্রশ্ন এর অথবা,

( খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর?

৮ টি থাকবে ৫ টি দিতে।

পরীক্ষার্থী বন্ধুরা সমাস নির্ণয় সবগুলো পড়বেন বিশেষ করে বিগত সালের সবগুলো প্রশ্ন দেখবেন ইনশাআল্লাহ Common পড়বে।

৩নং প্রশ্ন বাক্যতত্ত্ব মার্ক থাকবে ……০৫।

  • সার্থক বাক্যের গুনাবলী।
  • গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ।
  • অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ ।

৩ নং প্রশ্ন এর অথবা ,(খ),

  • বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ।
  • ৮ টি ভূল বাক্য শুদ্ব করতে হবে ৫ টি।
  • পদক্রম কি? উদাহরণ সহ পদক্রম এর পাঁচটি নিয়ম।
  • ৫ টি বাক্যে একটি অনুচ্ছেদ থাকবে শুদ্ধ করতে হবে।

বিগত সালের সবগুলো প্রশ্ন দেখবেন ইনশাআল্লাহ কাজে লাগবে ।আর যারা একটু দূর্বল অর্থাৎ যাদের পড়লে হয়তো কম মনে থিকে তোমাদের জন্য বলছি তোমরা কিন্তু সাজেশন Follow করবে ।

বাংলা দ্বিতীয় পত্র ২০২২

৪ নং প্রশ্ন মার্ক থাকবে ….০৫

(ক) , পারিভাষিক শব্দ যেকোন পাঁচটি লিখতে হবে।

(খ), একটি অনুচ্ছেদ থাকবে ইংরেজিতে বাংলায় অনুবাদ করতে হবে।

এই প্র্শ্ন তে ও আপনারা বিগত সালের সবগুলো প্রশ্ন দেখবেন।

বাংলা দ্বিতীয় পত্র ২০২২.নির্মিত অংশ তে থাকবে ….৩৫ নম্বর।

৫ নং প্রশ্ন …. মার্ক থাকবে ১০

(ক) আবেদন পত্র:

অধ্যক্ষ বরাবর ,

  • বিনা বেতন এ পড়ার আবেদন।
  • শিক্ষা সফরে যাওয়ার আবেদন।
  • ছুটি চেয়ে আবেদন ।
  • দারিদ্র্য তহবিল থেকে আবেদনের।
  • ইত্যাদি আরো বিষয় গুলো পড়লে ভালো হব।

বাংলা আমাদের মাতৃভাষা এ ভাষা বলা যতটা সহজ পড়তে , লিখতে ততটা সহজ নয় , অনেকেই ভাবেন বাংলা পড়ার দরকার নাই এমনিতেই পাশ করা যাবে কিন্তু তা ভূল ধারণা । বাংলা কিন্তু ভালোকরে পড়তে হবে।

চাকরির আবেদন পত্র:

  • সহকারি শিক্ষক পদে চাকরির আবেদন।
  • অফিসার, বিপণন কর্মকর্তা,ম্যানেজার পদে আবেদন।

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য আবেদন।

  • তোমার এলাকায় রাস্তা সংস্কার এর জন্য আবেদন।
  • আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির………
  • বৃক্ষরোপণ এর প্রয়োজনীয়তা……….
  • দ্রব্ মূল্য এর উর্ধগতি……..
  • তোমার এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ……

অথবা,খ, প্রতিবেদন,

প্রতিবেদন এর জন্য তোমাকে প্রতিবেদন লেখার নিয়ম জানতে হবে , বিষয় একটু খেয়াল করলেই পারবেন।

  • কলেজ সংক্রান্ত,যেমন, কলেজ গ্ৰন্থাগার, কলেজ ছাত্রাবাস, স্বাধীনতা দিবস ,বিজয় দিবস ইত্যাদি।
  • সাময়িক বিষয়: যেমন, করোনা পরিস্থিতি, খাদ্য দ্রব্যের ভেজাল, দ্রব্ মূল্য এর উর্ধগতি ইত্যাদি।

বাংলা দ্বিতীয় পত্র ২০২২

৬ নং প্রশ্ন উত্তর মার্ক থাকবে……..১০.

  • ক, এ থাকবে সারাংশ ও সারর্মম থাকবে ।পাঠ্যবই এর সবগুলো পড়বেন।

অথবা , ভাবসম্প্রসারণ, আসবে ,

  • সুশিক্ষিত লোক মাত্রই ….
  • অর্থ অনর্থের….
  • দূর্জন …….. ইত্যাদি।

আমাদের দেয়া বিগত যে সাজেশনস তাতে ভাবসম্প্রসারণ দেয়া আছে আপনারা দেখতে পারবেন।

বাংলা দ্বিতীয় পত্র ৭ নং প্রশ্ন মার্ক থাকবে ….১০

,(ক) থাকবে সংলাপ :

দুই বন্ধুর মধ্যে সংলাপ যেমন,

  • মোবাইল এর অপব্যবহার।
  • পরীক্ষার প্রস্তুতি।
  • উচ্চ শিক্ষা লাভ ।
  • করোনা পরিস্থিতি।
  • নববর্ষ উদযাপন।
  • বৃক্ষরোপণ এর প্রয়োজনীয়তা।

দুইজন অভিভাবকের সংলাপ

শিক্ষক শিক্ষার্থীর সংলাপ

মনে রাখবে সংলাপ এর বিষয় গুলো কিন্তু এক তবে কখনো দুই বন্ধুর মধ্যে , আবার শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে , আবার দুইজন‌ অভিভাবক এর মধ্যে হতে পারে।

বাংলা দ্বিতীয় পত্র ২০২২

৭ নং প্রশ্ন অথবা,

খুদে গল্প,

খুদে গল্পের সাজেশন হয়না ।

  • নাম দেয়া থাকতে পারে।
  • ইঙ্গিত দেয়া থাকতে পারে ।
  • অংশবিশেষ থাকতে পারে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্নের মানবন্টন , তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে।প্রশ্ন কিন্তু বুঝতে হবে আর পূর্বের সাজেশন টি খেয়াল করবেন । আরো বিষয় গুলোর সাজেশন এবং প্রশ্নের মানবন্টন শেয়ার করব ইনশাআল্লাহ ।

এইচএসসি পরীক্ষা 2022 এর বাকি সাবজেক্ট গুলোর সাজেশন

Leave a Comment