এইচএসসি পরীক্ষা ২০২৬ বাংলা প্রথম পত্র সাজেশন | HSC Bangla 1st Paper Suggestion

এইচএসসি পরীক্ষা ২০২৬ বাংলা প্রথম পত্রের সাজেশন আজ শেয়ার করলাম ইনশাআল্লাহ এই সাজেশন ফলো করলে তোমরা ৯৯% কমন পাবে বলতে গেলে ১০০% তবে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে।

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী ২০২৬ তোমরা যারা ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ গদ্য কবিতা আমি শেয়ার করলাম।

তবে একটি বিষয় অত্যন্ত গুরুত্বের সহিত খেয়াল করতে হবে প্রথম পত্রের সকল গদ্য ও কবিতা এবং সহপাঠ ভালো করে পড়তে হবে। বাংলা আমাদের মাতৃভাষা তবে এই মাতৃভাষা যেমন তেমন লিখলে পরীক্ষা খাতায় পাস করা অসম্ভব মুখের ভাষা হলে কি হবে খাতায় লিখতে হবে শুদ্ধ সাবলীল এবং যুক্তিসঙ্গত।

বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নের জন্য সহপাঠ পড়তে হবে এবং নিচের গদ্য ও কবিতাগুলো বেশি করে পড়তে হবে।

বাংলা প্রথম পত্রের গদ্য ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জন্য:

1. বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতি নিবেদন।
2. সাহিত্য খেলা
3. বিলাসী

4. অর্ধাঙ্গী

5. যৌবনের গান

6. নেকলেস

বাংলা প্রথম পত্রের কবিতা অংশ:

১. বিভীষণের প্রতি মেঘনাদ

২. বিদ্রোহী

৩. সুচেতনা

৪. প্রতিদান

৫. আমি কিংবদন্তির কথা বলছি

৬. প্রত্যাবর্তনের লজ্জা

সুপ্রিয় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছো এখন থেকেই তোমরা বাংলা সহপাঠ খুব ভালো করে পড়বে প্রতিটি অক্ষরে অক্ষরে বুঝবে প্রতিটি বাক্যে বাক্যে কি লেখা আছে তোমরা তা বুঝবে খাতায় এখন আবোল তাবোল লিখলে আর চলবে না খুবই সুন্দর করে যুক্তিসঙ্গত লেখা খাতায় থাকতে হবে যদি ভালো রেজাল্ট করতে হয়। এই কবিতা ও গদ্যগুলো ভালো করে পড়বে ইনশাআল্লাহ এই সাজেশন থেকে তোমাদের পরীক্ষায় থাকবে। এছাড়াও বাংলা দ্বিতীয় পত্র সাজেশন আমাদের এই ব্লগে শেয়ার করা হবে অতি দ্রুত।

সাহেদা জান্নাত

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button