এইচএসসিতে অটোপাসের কি সিদ্ধান্ত আসতে পারে?

সাহেদা জান্নাত

এইচএসসিতে অটোপাসের সিদ্ধান্ত ও আসতে পারে। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের এইচএসসি স্থগিত পরীক্ষা গুলো দিতে অনিচ্ছুক পরীক্ষার্থীরা তাদের দাবি হচ্ছে তারা আর স্থগিত পরীক্ষা গুলো দেবে না এবং তাদের পরীক্ষার ফলাফল এসএসসি পরীক্ষার ফলাফল এর ভিত্তিতে যেন দেওয়া হয়।

এইচএসসি ২০২৪ এর স্থগিত পরীক্ষা আর দিতে অনিচ্ছুক পরীক্ষার্থীরা এজন্য তারা ঢাকাসহ নানান জায়গায় মানববন্ধন করেছে এবং তাদের এই অনিচ্ছা এবং মানববন্ধন এর ভিত্তিতে এইচএসসি ২০২৪ এর স্থগিত পরীক্ষা গুলো আর হবে না তবে ফলাফল কিভাবে কোন প্রেক্ষিতে দেওয়া হবে তা এখনো কোন নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নতুন পরীক্ষা গুলো ১১ সেপ্টেম্বর নেয়ার কথা ছিল তবে এই রুটিন ও সময় বাতিল করা হলো এবং স্থগিত পরীক্ষা গুলো আর নেওয়া নাও হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডা,শেখ আব্দুর রশিদ জানান নতুন রুটিন বাতিল হবে এবং কিভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তা পরে সিদ্ধান্ত নেয়া হবে।

এইচএসসি ২০২৪ এর স্থগিত পরীক্ষা না দেওয়ার জন্য দিনভর বিক্ষোভ করে শিক্ষার্থীরা এবং তাদের এই বিক্ষোভ প্রমান করে তাদের পরীক্ষায় অংশগ্ৰহন করার ইচ্ছা নেই। শুধু রুটিন বাতিল নয় বরং শিক্ষার্থীদের আরো যেসব দাবি দাওয়া রয়েছে সেগুলো ও প্রধান উপদেষ্টার কাছে জানানো হবে এবং তাদের এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে হবে তা প্রধান উপদেষ্টা ও সচিব স্যাররা মিটিং করে পরামর্শ করে একটা সিদ্ধান্তে উপনীত হবেন এবং তারপর জানানো হবে এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে হবে অটোপাস দেওয়া হবে নাকি অন্য কোন ভাবে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড তাই যাই হোক না কেন জাতির মেরুদণ্ড যাতে আরো মজবুত হয় এবং বিশ্বের বুকে বাঙালি জাতি যেন উচ্চশিক্ষত জাতি হিসেবে পরিচিত লাভ করে এই কামনা।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।