এইচএসসি হিসাব বিজ্ঞান ফাইনাল সাজেশন ২০২৩ | HSC Accounting Short Suggestion 2023

সাহেদা জান্নাত

এইচএসসি হিসাব বিজ্ঞান সাজেশন: এইচএসসি হিসাব বিজ্ঞানের শর্ট সাজেশন, আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম হিসাব বিজ্ঞানের শর্ট সাজেশন প্রথম ও দ্বিতীয় পত্র দুইটা, আজ তোমাদের জন্য তোমরা নিশ্চয়ই নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করে রেখেছো এখন কেবল রিভিশন দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা ।

এইচএসসি হিসাব বিজ্ঞান ফাইনাল সাজেশন ২০২৩

হিসাব বিজ্ঞান ১ম পত্র: বিষয় কোড…….২৫৩

হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন আসবে …১১ টি উঃ করতে হবে ৪ টা মার্ক থাকবে CQ অংশের মার্ক হচ্ছে ৪০ ………সময় ……১.৪০ মিনিট।

হিসাব বিজ্ঞান ১ম পত্রের MCQ থাকবে 30 টা উঃ করতে হবে ১৫ টা মার্ক থাকবে…..১৫..সময় থাকবে ….২০ মিনিট।

  • হিসাব বিজ্ঞানের পরিচিতি।
  • হিসাবের বই সমুহ।
  • ব্যাংক ও সমন্বয় বিবরণী।
  • রেওয়ামিল।
  • কার্যপত্র।
  • দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ।
  • আর্থিক বিবরণী।

এই হল হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস এই পাঠগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ গুলো হচ্ছে যেগুলো থেকে must be আপনারা পরীক্ষায় পাবেন সেগুলো একটু শেয়ার করলাম।

হিসাবের বইসমূহ:

এই অধ্যায় থেকে আপনারা করবেন, সাধারণ জাবেদা,খাতিয়ান,নাগধান,একখরা ,দুইখরা,ক্রয় জাবেদা,বিক্রয় জাবেদা,নগদ প্রাপ্তি জাবেদা,

এই হিসাবের বইসমূহ এই অধ্যায় থেকে must be আপনারা করবেন, টেবিলের ছক/ বিবরণী এক,নগদ প্রাপ্তি প্রদান জাবেদা,ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এই topic গুলো ভালো ভাবে পড়লে আপনারা ইনশাআল্লাহ পরীক্ষায় গিয়ে দুটো সৃজনশীল পাবে ।

এইচএসসি ২০২২ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের A+ পাওয়া এবারে খুবই সহজ একটু খেয়াল করলেই তোমরা অবশ্যই পারবে।

তারপর ব্যাংক সমন্বয় এই অধ্যায় থেকে ,….একক জের পদ্ধতি 90% শিয়র পরীক্ষায় ইনশাআল্লাহ পাবে ।

এছাড়া ও রেওয়ামিল অধ্যায় ও খুবই সহজ কেবল মাত্র একটি সূত্র জানা থাকলে সবকটি পারবে।

এইচ এসসি পরীক্ষার্থী তোমাদের MCQ এর জন্য 2019 এবং 2021 এর বোর্ড হলো করবে এবং এমনকি MCQ সবগুলো পড়ে নিও ইনশাআল্লাহ common পড়বে।

হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র , বিষয় কোড…..254

হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এর যেসব অধ্যায় তোমরা মনোযোগ সহকারে পড়বে সেগুলো শেয়ার করলাম .

  • অংশীদারী ব্যবসায় হিসাব।
  • যৌথমূলধনী কোম্পানির মূলধন।
  • যৌথ মূলধনী ও কোম্পানির আর্থিক মূলধন।
  • আর্থিক বিবরণী বিশ্লষন।
  • উৎপাদন ব্যায় হিসাব‌।
  • মজুদ পন্যের হিসাব রক্ষণ পদ্ধতি।

এইচএসসি ইংরেজি ১ম পত্র ফাইনাল সাজেশন

হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এর গুরুত্ব পূর্ণ অধ্যায় হলো যেগুলো থেকে must be common পড়বে…… দ্বিতীয় , তৃতীয় , চতুর্থ অধ্যায় বেশি বেশি করে পড়বেন,

  • এইচ এসসি পরীক্ষার্থী এর আপনারা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এর যৌতুক মূলধন/ কোম্পানির মূলধন/ শেয়ার ইস্যু / জাবেদা এই সব খুব ভালো করে খেয়াল করে দেখবেন ।
  • হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এর আর্থিক বিশ্লেষন /অনুপাত বিশ্লেষণ ,মাত্র 12 টি সূত্র ভালো করে খেয়াল করে পড়বেন ।এখান থেকে 10 মার্ক তুলা খুবই সহজ কেবল একটু মনোযোগ সহকারে বিষয় টি পড়বেন ।

মজুদ পন্যর হিসাব থেকে Lifo /FIFO এগুলো মনযোগ সহকারে পড়বে , ইনশাআল্লাহ পরীক্ষায় তোমরা , common পাবে।

এইচএসসি সকল গাইড বই পিডিএফ ডাউনলোড

এইচএসসি সকল গাইড পিডিএফ ডাউনলোড করতে ভিজিট করুন

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।