আপনি কি সিভি লেখার নিয়ম পিডিএফ খুজতেছেন কিন্তু পাচ্ছেন না তাহলে আমাদের আর্টিকেলটি পড়ুন এবং নিজে নিজেই সিভি লেখার নিয়ম সম্পর্কে জানুন। আপনি তাহলে যে কোন চাকরির ইন্টারভিউ এর জন্য নিজের সিভি নিজেই তৈরি করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে এই বিষয়টি দেখে নেই।
আমাদের দেশের সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে সিভি লেখার সমস্যা। কোন ধরনের সিভি লিখবে এটি অনেকেরই ধারণা নেই বা কিভাবে লিখতে হয় সে বিষয়ে জানা নেই। আমাদের দেশের অনেক শিক্ষার্থী রয়েছে যারা অনার্স পাস করে মাস্টার্সে পড়াশোনা করছে তারাও নিজের সিভি নিজে লিখতে পারে না। আপনি আমাদের আর্টিকেলটি পড়ুন তাহলে খুব সহজেই নিজের সিভিগুলো নিজেই লিখতে পারবেন।
তখন খুব সহজেই অন্যের সাহায্য ছাড়া নিজের কাজগুলো করতে পারবেন এবং অন্যের কাজগুলো করে দিতে পারবেন। এখন আমরা মূল প্রসঙ্গে চলে যাই।
সিভি লেখার নিয়ম?
আমরা যারা বাংলাদেশে বসবাস করি সে দেশ অনুসারে আমাদের এই নির্দিষ্ট কিছু পদ্ধতিতে সিভি লিখতে হবে। সকল দেশের বিভিন্ন ধরনের পদ্ধতিতে বা ফরমেটে লেখা হয়ে থাকে। এখন আমরা দেখে নেব কিভাবে সিভির ফরমেট সুন্দর ভাবে লিখবেন। আগে আমরা প্রথমে বলবো সিভিতে কোন কোন বিষয়ে সংযুক্ত করা আবশ্যিক।
ছবি ব্যবহার
যে দেশের এবং যে ফরমেটে সিভি তৈরি প্রথমে আপনাকে ছবি ও সংযুক্ত করতে হবে। আর ছবির ক্ষেত্রেই সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় এখানে। ছবিটি কোন ধরনের সেলফি বা বাঁকা ছবি হওয়া যাবে না। সব সময় ফরমাল ছবি ব্যবহার করার চেষ্টা করতে হবে। যাতে করে স্পষ্ট করে বোঝা যায় আপনার বর্তমান সময়কার ছবি এটি। ছবি যুক্ত করার সময় অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন।
You can Read: Brac NGO Job Circular
ব্যক্তিগত তথ্য এবং ঠিকানা
যখন আপনি সিভি লেখার নিয়ম খুঁজবেন তখন অবশ্যই এই ভেতরে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকবে এর নাম এবং ব্যক্তিগত তথ্যগুলো। কারণ এই অপশন গুলোর মাধ্যমে আপনার পরিচয় এবং যাবতীয় সকল তথ্যগুলো খুঁজে পাবেন। যে বিষয়গুলো অবশ্যই দিবেন সে বিষয়গুলো হচ্ছে:
- নিজের নাম
- পিতা মাতার নাম
- জন্ম সাল
- ধর্ম
- জাতীয়তা
- বর্তমান ঠিকানা
- স্থায়ী ঠিকানা
- মোবাইল নম্বর
- ইমেইল এড্রেস
উপরের এই তথ্যগুলো ব্যতীত আপনি চাইলে আরো অন্যান্য তথ্যগুলো দিতে পারবেন। এই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পর আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে। আর এই তথ্যগুলো আপনার সার্টিফিকেট এবং জাতীয় পরিচয় পত্র অনুসারে দিবেন।
শিক্ষাগত যোগ্যতা
সিভি তৈরি করার মধ্যে সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই শিক্ষাগত যোগ্যতা। কেননা আপনি যেখানেই সিভি প্রদর্শন করেন না কেন শিক্ষাগত যোগ্যতা তাদের প্রথম আকর্ষণ করবে। সুন্দরভাবে প্রতিটি শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ পরীক্ষার ততগুলো দিবেন পর্যায়ক্রমে। যেমন পরীক্ষার নাম, পাশের সাল, ডিপার্টমেন্ট এবং ফলাফল সহ অন্যান্য তথ্যগুলো।
অভিজ্ঞতা
যদি আপনি চাকরির জন্য সিভি লেখার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা সম্পর্কে লিখতে হবে। যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলেই অভিজ্ঞতা লিখতে হবে। আর যদি না থাকে তাহলে সেটা লিখতে হবে না। অবশ্যই অভিজ্ঞতার ক্ষেত্রে পদের নাম এবং কোন কোম্পানিতে চাকরি করছেন সেটি কোথায় অবস্থিত এ বিষয়গুলো উল্লেখ করবেন।
দক্ষতা
বর্তমান সময় হচ্ছে তথ্যপ্রযুক্তির যুগ। সবসময় কম্পিউটারে দক্ষ থাকা সবার এই জরুরী। যদি আপনার কম্পিউটারের দক্ষতা পাশাপাশি আরও যদি অন্য কোন দক্ষতা থাকে সেগুলো এখানে অবশ্যই উল্লেখ করবেন। কারণ এতে করে আপনার চাকরিপ্রার্থী হিসেবে অন্য প্রার্থীর তুলনায় এগিয়ে থাকবেন।
রেফারেন্স
বর্তমান সময়ে রেফারেন্স বিষয়টি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে আসছে। রেফারেন্স এর ক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ এবং পরিচিত মানুষের ব্যবহার করবেন। এতে করে আপনার সুবিধা হবে চাকরির ক্ষেত্রে। এখন প্রাইভেট কোম্পানিগুলোতে এবং এনজিও প্রতিষ্ঠানগুলোতে রেফারেন্স বেশি চেয়ে থাকে।
স্বাক্ষর
সিভি লেখার নিয়ম এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই স্বাক্ষর। অবশ্যই আপনার নিজের হাতের লেখার একটি স্বাক্ষর দিতে হবে এখানে। তবে স্বাক্ষরের সাথে আপনি তারিখও দিতে পারেন। তবে এই স্বাক্ষরটি অবশ্যই স্পষ্ট এবং স্বচ্ছ হতে হবে।
ডিস্ক্রিপশন
কি করতে পছন্দ করেন এবং কোম্পানিকে আপনি কোন ধরনের সার্ভিস দিয়ে তাদের সন্তুষ্ট করতে পারবেন সে সম্পর্কে একটি ছোট ডিসক্রিপশন লিখবেন। এর মাধ্যমে যেন নিয়োগ কর্মকর্তার আপনার সম্পর্কে পজেটিভ আইডিয়া পেয়ে যায়।
সিভি লেখার ফরমেট ডাউনলোড পিডিএফ | Bangla CV Format Download
অনেকে সিভি লিখতে পারলে কিন্তু কোন ফরমেটে কিভাবে লিখলে ভালো হবে সে বিষয়টি অনেকেরই জানা নেই। তবে এখন আমরা আপনাদের সামনে তুলে ধরব বেশ কিছু ফরম্যাট গুলো যেগুলো ব্যবহার করে আপনারা নিজের মতো করে সাজিয়ে লিখতে পারবেন আধুনিক সিভি।
চাকরির জন্য সিভি লেখার নিয়ম
উপরে যে ফরমেট দেওয়া রয়েছে সেটি হচ্ছে চাকরি ক্ষেত্রে সিভি লেখার নিয়ম। তবে চাকরির ক্ষেত্রে প্রফেশনাল ভাবে এই সিভি লিখতে হবে যাতে করে কর্মকর্তা আপনার প্রতি সঠিক তথ্য গুলো খুব সহজে বুঝতে পারে।
ইংরেজিতে সিভি লেখার নিয়ম পিডিএফ
যে পদ্ধতিতে উপরে সিভি লেখা রয়েছে। একই পদ্ধতিতে আপনারা ইংরেজিতে সিভি লিখতে পারবেন। উপরে বাংলা লেখার সিভি থাকলেও সেটি আপনারা ফরমেট একই রেখে শুধু ইংরেজিতে লিখলেই চলবে। সুতরাং নিজে নিজেই লিখে ফেলুন বাংলা এবং ইংরেজিতে সকল ধরনের সিভি।
Also read: সাপ্তাহিক চাকরির পত্রিকা