ইংরেজিতে চিটি লিখার সম্পূর্ণ নিয়ম | How to Write a Letter in English

সাহেদা জান্নাত

Now I am going to describe about letters . This post is very important for every students and every class . ইংরেজিতে letter লিখতে গিয়ে অনেক ছাত্র ছাত্রীদের অনেক ভুল ধরা পরে তারা সঠিক নিয়মে letter লিখতে পারেনা তবে প্রতিটি ছাত্র-ছাত্রীদের মনে রাখতে হবে ইংরেজি letter লিখার নিয়ম গুলো

ইংরেজিতে চিটি লিখার সম্পূর্ণ নিয়ম:

ইংরেজিতে চিটি লিখার সম্পূর্ণ নিয়ম জানতে হলে ইংরেজিতে letter এর প্রকারভেদ আছে তা জানতে হবে। প্রতিটি ছাত্র-ছাত্রীদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

চিঠিপত্র অনেক রকমের হতে পারে এদের মধ্যে উল্লেখযোগ্য প্রকারগুলো হলো।

1….. Private letters.( ব্যাক্তিগত পত্র)

2…… Business letters.( ব্যবসায়িক পত্র)

3…. Official letters.( সরকারি বা বেসরকারি অফিস সংক্রান্ত পত্র)

4….. Social letters.( সামাজিক পত্র)

5….. Public letter / Letter to the press.( খোলা চিঠি বা সংবাদপত্র সংক্রান্ত পত্র)

ইংরেজি চিঠিপত্রে সাধারণত ছয়টি অংশ থাকে যেমন ,

1…. The Heading.( শিরোনাম)

2…… Salutation or Greeting.

3…. The Body.

4…. Subscription.

5….. Singature .

6…. Address.

সাধারণত আমরা অনেকেই ইংরেজি letter লিখতে গিয়ে অনেক সমস্যা করি সঠিক নিয়মে লিখতে পারিনা তবে খেয়াল রাখতে হবে ইংরেজি letters এর নিয়মগুলো । অনেক সহজ ভাষায় একটি letter লিখলাম এই নিয়মে লিখলে অনেক সহজ হবে পড়তে লিখতে লিখতে ।

10 ,New Market , Dhaka

Date ,15,10,2023

My Dear Brother,

I got your letter yesterday .I am happy that you are well.Iam also fine.You will be glad to know that l have stood first in the Annual Examination. Our new class begin very soon.I shall buy some new books.For this I need one hundred taka.

Please send me the some money . With best regards to you and mother and love to the youngers.

Your loving sister

mumu

তারপর একটি ছক এঁকে stamp

From ……………To

mumu ……,……..mahir

Dhaka ..,………Sylhet

Also Read: HSC 2023 Guide PDF Download 2023

Also Read: SSC 2023 Guide PDF Download 2023

এভাবে আমি একটি letter এর নমুনা শেয়ার করলাম অতি সহজ ভাষায় এভাবে প্রতিটি লেটার লিখতে পারবেন ।

পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য এই সহজ পত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও আমাদের ব্লগে অনেক , paragraph রয়েছে যেকোন সময় পেতে একটু এমভি খরচ করে পাবেন হাতের নাগালে খুব সহজ ভাষায় letter , paragraph , tens , sentence , voice etc .

Also Read: প্রতিবেদন লেখার নিয়ম

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।