অনার্স কোর্স সম্পর্কে যাবতীয় তথ্য সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা অনেকেই অনার্স কোর্স সম্পর্কে তথ্য জানেন না অনেক জানতে চায় অনার্স কোর্স সম্পর্কে। আজকের এই পোস্ট টির মাধ্যমে অনার্স সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরা হলো।
অনার্স কোর্স সম্পর্কে যাবতীয় তথ্য :
এসএসসি ফলাফল পাওয়ার পর অনেকেই সিদ্ধান্ত নেন কিসে ভর্তি হবেন আবার অনেকেই এর আগেও সিদ্ধান্ত সঠিক করেন আমি এসএসসি ফলাফল পাওয়ার পর পাশ হলে ভালো রেজাল্ট করলে অনার্স এ ভর্তি হবো তবে অনেকেই অনার্স সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চান।
অনার্স সম্পর্কে জানার আগে জানতে হবে ডিগ্ৰী সম্পর্কে কেননা অনার্স ও ডিগ্ৰি সম্পর্কে জানলে আপনি বুঝতে পারবেন আমি অনার্স নিব না ডিগ্ৰি পাস নেব তাই অনার্স ও ডিগ্ৰি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরলাম।
অনার্স ও ডিগ্ৰির মধ্যে পার্থক্য ২০২৩:
অনার্স ও ডিগ্ৰির মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমন, অনার্স হচ্ছে স্নাতক সম্মান এবং ডিগ্ৰি হচ্ছে কেবল স্নাতক। অনার্স চার বছর মেয়াদি এবং ডিগ্ৰি তিন বছর মেয়াদি। অনার্স এ একটি সাবজেক্ট নিতে হয় এবং এই একটি বিষয়ের উপর অনেক পড়ানো হয় এবং এই বিষয়ের উপর অনেক দক্ষ হয়ে উঠেন শিক্ষার্থীরা আর ডিগ্ৰিতে আলাদা ভাবে কয়েকটি বিষয়ের উপর পড়ানো হয়। ডিগ্ৰির ছাত্র-ছাত্রীরা তাদের পঠিত কয়েকটি বিষয়ে জ্ঞান লাভ করেন এবং অনার্স এ একটি বিভাগে এই বিষয়ে অনেক জ্ঞান লাভ করেন ছাত্র ছাত্রীরা যদিও অনার্স এর সার্টিফিকেট এর মান ডিগ্ৰির সার্টিফিকেট এর মানের বেশি তথাপি শিক্ষা অর্জন জ্ঞান অর্জন সকল বিভাগে সম্ভব ।
স্নাতক অনার্স ডিগ্ৰির সংশোধিত রেগুলেশন ২০০৯_২০১০ .
২০০৯-২০১০ শিক্ষাবর্ষ থেকে কার্যকর।
১ প্রোগ্ৰামের মেয়াদ :
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর ( অনার্স) ডিগ্ৰি প্রোগ্ৰামে প্রতিটি বিষয় ৪ বছর মেয়াদি সমন্বিত কোর্স হিসেবে বিবেচিত হবে।
- কোর্সসমূহকে চারটি একাডেমিক বর্ষে বিভক্ত করে পাঠদান সম্পন্ন করা হবে, প্রথম বর্ষ , দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ , চতুর্থ বর্ষ।
- সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাসে অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে ক্লাস শুরুর পর মোট ৩০ সপ্তাহ পাঠদান ,৪ সপ্তাহ পরীক্ষার প্রস্তুতি,৬ সপ্তাহ বার্ষিক পরীক্ষা কার্যক্রম চলবে। অবশিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রতি বর্ষের পরীক্ষা শেষ হওয়ার দুই সপ্তাহ পর পরবর্তী বর্ষের পাঠদান শুরু হবে এবং এজন্য ছাত্রছাত্রীদের কলেজে নতুন বর্ষের জন্য প্রবেশনাল ছাত্র হিসেবে তালিকাভুক্ত হতে হবে।
- বার্ষিক কোর্স ভিত্তিক পরীক্ষা এবং গ্ৰেডিং ও ক্রেডিট পদ্ধতিতে এই প্রোগ্ৰাম পরিচালিত হবে।
- গ্ৰেডিং ও ক্রেডিট পদ্ধতিতে জিপিএ ও সিজিপিএ হিসেবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ।
২. ডিগ্ৰি( অনার্স ) প্রোগ্ৰাম ও বিষয়সমূহ:
- বিষয়ভিত্তিক চারটি শাখায় ব্যাচেলর অনার্স প্রোগ্ৰামে যথাক্রমে ব্যাচেলর অব আর্টস( বিএ) অনার্স।
- ব্যাচেলর অব সোশাল সায়েন্স ( বিএসএস ) অনার্স।
- ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন ( বিবিএ) অনার্স।
- ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) অনার্স ডিগ্ৰি প্রদান করা হবে।
ডিগ্ৰি অনার্স তথ্য ভান্ডার জানতে এই পোস্ট টি শেয়ার করুন এবং দেখুন ।
বিভিন্ন ব্যাচেলর (অনার্স) প্রোগ্ৰামের অন্তর্ভুক্ত বিষয়সমূহ নিম্মরূপ
ক. বিএ ( অনার্স ) Bachelor of Arts:
বাংলা , ইংরেজি,আরবি,পালি, সংস্কৃত , ইতিহাস, দর্শন , ইসলামী শিক্ষা,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, লাইব্রেরী ও তথ্য বিজ্ঞান,বিএড।
খ. বিএসএস অনার্স Bachelor Social Science :
অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান , নৃবিজ্ঞান।
গ. বিবিএ ( অনার্স) Bachelor of Business Administration :
ব্যবস্থাপনা,ফিন্যান্স এন্ড ব্যাংকিং , মার্কেটিং, হিসাববিজ্ঞান।
ঘ. বিএসসি অনার্স Bachelor of science :
রসায়ন , পদার্থ বিজ্ঞান,গনিত , পরিসংখ্যান,উদ্ভিদবিজ্ঞান ,প্রানিবিজ্ঞান ,প্রাণ রসায়ন,ভূগোল ও পরিবেশ,পরিবেশ বিজ্ঞান , মনোবিজ্ঞান,মৃত্তিকা বিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান।
৪. অনার্স রেজিস্ট্রেশন:
ক. পূর্ণকালীন ছাত্র-ছাত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী একজন শিক্ষার্থী কেবলমাত্র একটি বিষয়ে ভর্তি হতে পারবেন।
খ. একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ সাত শিক্ষাবর্ষের মধ্যে ব্যাচেলর অব অনার্স কোর্স সম্পন্ন করে ডিগ্ৰি অর্জন করতে হবে।
অনার্স এর সকল অনলাইন কোর্স
অনার্স ও ডিগ্ৰি পাস সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন এছাড়াও ডিগ্ৰি প্রথম বর্ষের এবং ডিগ্ৰি সকল বর্ষের সকল বিষয়ের সাজেশন আমাদের ব্লগে ইতোমধ্যে শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন। আমাদের ব্লগে অনার্স এর সকল ইয়ারের সিলেবাস দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন এবং আমাদের আয়োজন আপনাদের জন্য যদি মঙ্গলজনক হয় তাহলে শেয়ার করুন এবং কমেন্টে জানান ।
Honours All Years Suggestions 2023
Honours 1st Year Suggestions 2023
Honours 2nd Year Suggestions 2023