Honours 4th year Approaches and Methods of Language Teaching suggestion 2023

মাহফুজুর রহমান
Honours 4th year Approaches and Methods of Language Teaching suggestion 2023

আমাদের আজকের আর্টিকেলের আলোচনার বিষয় হচ্ছে Honours 4th year Approaches and methods of language teaching suggestion 2023. এই আর্টিকেলের মাধ্যমে একজন শিক্ষার্থী উক্ত বিষয়ের পরিপূর্ণ একটি সাজেশন পেয়ে যাবে। একই সঙ্গে পাবে একটি শর্ট সিলেবাস। যার বিষয় কোড হচ্ছে ২৪১১১৯.

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। চলমান রয়েছে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা। আর খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে এ বিষয়ে পরীক্ষাটি। যে সকল শিক্ষার্থীরা ইংরেজী ডিপার্টমেন্টে পড়াশোনা করে তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আর্টিকেলে আলোচনা করা হচ্ছে উক্ত বিষয়ের শর্ট সিলেবাস এবং প্রশ্ন ব্যাংকগুলো। যখন একজন শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে ইচ্ছে পোষণ করে তখন তার অবশ্যই সাজেশন গুলো দেখতে হয়।

একজন শিক্ষার্থীর যতই পাঠ্যপুস্তক বই পড়ুক না কেন পাশাপাশি তাদের অবশ্যই সাজেশন করা দরকার। কেননা পাঠ্যপুস্তক বই সম্পূর্ণভাবে শেষ করা অনেকের পক্ষে সম্ভব হয় না। যার কারণে অনেক কমন প্রশ্নগুলো শিক্ষার্থীরা মিস করে ফেলে। আর পরীক্ষায় সে সকল প্রশ্ন আসলে অনেকেই উত্তর দিতে পারে না। যার কারণে ফলাফলের দিক থেকে শিক্ষার্থী অন্যদের তুলনায় পিছিয়ে থাকে।

Honours 4th year Approaches and methods of language teaching suggestion 2023

অনেকে বলে থাকে সাজেশন হচ্ছে শুধুমাত্র যারা পড়াশোনায় ভালো না তাদের জন্য। এটি মোটেই সঠিক কথা নয়। সাজেশন হচ্ছে সকল ক্যাটাগরি শিক্ষার্থীদের জন্য। যেমন আমাদের এই সাজেশনে রয়েছে বিভিন্ন অধ্যায় থেকে কমন কমন প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন। যা একজন শিক্ষার্থীর শর্ট সিলেবাস হিসেবে পড়তে পারে।

অর্থাৎ একজন শিক্ষার্থীর যদি সকল অধ্যায়গুলো পড়তে না পারে তাহলে যদি সে সকল অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে তাহলে তার পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে। একজন শিক্ষার্থীর পক্ষে সব সময় সম্ভব হয় না প্রত্যেক অর্ধে থেকে কমন প্রশ্নগুলো বের করার। সাজেশন এর মাধ্যমে একজন শিক্ষার্থী সেটি খুব সহজেই পেরে যায়।

আবার এর মধ্যে বিগত সালের প্রশ্ন থাকার কারণে মেধাবী শিক্ষার্থীরা প্রশ্ন ব্যাংক আকারে পড়ে নিতে পারে। এত করে তার মেধা যাচাই হবে। অর্থাৎ সে বুঝতে পারবে তার কোন কোন অংশ পড়া বাদ রয়েছে অথবা কোন কোন বিষয়ে দুর্বলতা রয়েছে।

Approaches and methods of language teaching suggestion

ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। এটি সহজ ভাষা হিসেবে ধরা হয়ে থাকে তবুও অনেকের কাছে বেশ জটিল মনে হয়ে থাকে। যারা এ বিষয়ে দুর্বল রয়েছে তাদের অবশ্যই সাজেশন গুলো পড়ে নেওয়া দরকার। এতে করে তাদের প্রিপারেশন সব সময় অন্যদের তুলনায় এগিয়ে থাকবে।‌ আমরা এখন আপনাদের সামনে যে সাজেশন গুলো তুলে ধরছি এর সাজেশন গুলো মূলত ছবি আকারে দেওয়া রয়েছে। আপনারা ছবি ডাউনলোড করে সংরক্ষণ করে মোবাইলে যে কোন সময় যেকোনো জায়গায় বসে পড়ে নিতে পারবেন।

Approaches and methods of language teaching suggestion
Approaches and methods of language teaching suggestion

উপরের ছবিগুলো ডাউনলোড করে তা প্রিন্ট আউট করে উপরে নিতে পারেন। প্রয়োজনে বন্ধু বান্ধবের সাথে যেকোনো সময় শেয়ার করতে নিতে পারেন। ফ্রিতে আমাদের এই সাজেশন গুলো নিজে পড়ুন এবং অন্যদেরকে পড়ার সুযোগ করে দিন। তাহলে সবাই একসাথে ভালো ফলাফল করার একটি সুযোগ পেয়ে যাবে।

Honours 1st year Odd to the west wind Bangla Summery suggestion

Approaches and methods of language teaching suggestion ছাড়াও আরো অন্যান্য ইংরেজি বই গুলো পেতে আমাদের অনার্স চতুর্থ বর্ষ ক্যাটাগরি দেখুন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে সকল শ্রেণীর বইগুলো পিডিএফ আকারে দেওয়া রয়েছে। সেগুলো আমাদের পিডিএফ ক্যাটাগরি থেকে দেখে নিবেন। আর হ্যাঁ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।

Honours 4th year Introduction Literary Criticism suggestion 2023

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।