মোটরবাইক চালাতে কোন ছেলে বা না পছন্দ করে। প্রত্যেক ছেলের স্বপ্ন থাকে একটি করে মোটরসাইকেল কেনা। তারা অনলাইনে Hero motorcycle price in Bangladesh অথবা হিরো মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানতে আগ্রহী হয়। আজকের আলোচনা হচ্ছে মূলত হিরো মোটরসাইকেলের দাম সম্পর্কে। এখানে তুলে ধরা হচ্ছে হিরো বাইক ১০০ সিসি, হিরো বাইক ১২৫ সিসি সহ এরা বাইকগুলোর স্পিসিফিকেশন সম্পর্কে। নিচে থেকে এ বাইকগুলো সম্পর্কে জেনে নেই।
বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে হিরো। যুব সমাজ থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সব বয়সের লোকেরা এই ব্র্যান্ডটি পছন্দ করে। এই মোটরসাইকেলগুলো দেখতে যেমন ইউনিক চালিয়েও ইঞ্জিনের ভালো পারফরম্যান্স পাওয়া যায়। যাদের সাধ্যের মধ্যে মোটরসাইকেল কেনার প্রয়োজন তারা এই ব্রান্ডের মোটরসাইকেলগুলো নিতে পারেন। গ্রাহকদের বাজেটের মধ্যে এরা সর্বোচ্চ পারফরমেন্সের গাড়িগুলো দিয়ে থাকে। বাংলাদেশের অনেক শোরুম রয়েছে যেগুলো হিরো হোন্ডা কিস্তিতে দিয়ে থাকে। এর জন্য নির্দিষ্ট শর্ত রয়েছে।
হিরো মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৩ | Hero motorcycle price in Bangladesh 2023
এখন আমরা হিরো ব্র্যান্ডের এমন কিছু মোটরসাইকেল স্পেসিফিকেশন দেখব যেগুলো আপনার মনে কেনার একটি আগ্রহ জন্মাবে। তাহলে এই সকল স্টাইলিশ বাইকগুলো দেখে নেই।
২০২৩ সালে হিরো মোটরসাইকেলের দাম দেখুন
Hero Thriller 160R
- Speedometer Category : Digital
- Trip Meter Availability : Digital
- Type of Seat : Split
- Pass Switch Availability : Yes
- Body Type : Sports Naked Bikes
- Starting Method : Kick and Self Start
- Fuel Warning : Yes
Hero Thriller 160R price in bd 215000 Tk
Hero Hunk
- Wheel base : 1338 mm
- Max net power : 14.1 Bhp
- Kerb weight : 149 Kg
- Length, Width, Height : 1995 mm, 778 mm, 1072 mm
- Displacement : 149.2 cc
- Fuel tank capacity : 12 litres
- Max net torque : 12.6 NM @ 6500 RPM
- Ground clearance : 167 mm
Hero Hunk Hero motorcycle price in Bangladesh 204000 Tk
Hero Hunk 150R DD হিরো মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ
- Length, Width, Height : 1995 mm, 778 mm, 1072 mm
- Ground clearance : 167 mm
- Wheel base : 1338 mm
- Fuel tank capacity : 12 litres
- Kerb weight : 149 Kg
Hero Hunk 150R DD price in BD 194000 Tk
মোটরসাইকেল কিস্তিতে কেনার নিয়ম
একবারে সম্পূর্ণ অর্থ দিয়ে হিরো মোটরবাইক ২০২৩ কেনার সামর্থ্য নেই তারা খুব সহজেই কিস্তিতে এখান থেকে নিতে পারবে। এজন্য সর্বনিম্ন প্রথমে ২৫ হাজার টাকা জমা দিতে হবে। এরপর ১৮ কিস্তির মাধ্যমে তা পরিশোধ করে নিতে হয়। এক্ষেত্রে ১.৫% হারে সার্ভিস চার্জ দিতে হয়।
উপরে আপনারা দেখলেন হিরো মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২ লক্ষ টাকার উপরে। এখন আমরা দেখব লক্ষ টাকার নিচে সকলে হিরো ব্র্যান্ডের মোটরসাইকেলগুলো। যেগুলো ১১০ সিসি থেকে ১৫০ সিসির বাইক।
Hero Passion Xpro Xtec
- Top Speed : 95 Kmph ( approx )
- Engine : 110 cc ( air-cooled )
- Mileage : 45 Kmpl
Hero Passion Xpro Xtec Hero motorcycle price in Bangladesh 136000 Tk
Hero Ignitor 125 (Techno)
- Engine : 124.7 cc ( air-cooled )
- Top Speed : 100 Kmph ( approx )
- Mileage : 62 Kmpl
Hero Ignitor 125 (Techno) হিরো মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ 128500 tk
Hero Passion Xpro
- Engine : 109.2 cc ( air cooled )
- Mileage : 60 Kmpl ( average )
- Top Speed : 90 Kmph ( approx )
Hero Passion Xpro Price in 114740 tk
Splendor iSmart Plus
- Engine : 113.2 cc ( air cooled )
- Top Speed : 100 Kmph ( approx )
- Mileage : 80 Kmpl (average)
Splendor iSmart Plus Hero motorcycle price in Bangladesh Price in bd 118990 tk
Hero Splendor Plus IBS
- Engine : 97.2 cc air-cooled
- Top Speed : 90 Kmph approx
- Mileage : 60 Kmpl average
Price in Bd : 113490 tk
Hero bike price in Bangladesh
আজকের আর্টিকেলে আপনারা হিরো মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ অথবা Hero motorcycle price in Bangladesh সম্পর্কে জানলেন। আরো অন্যান্য ব্র্যান্ডের মোটরসাইকেলের দাম সম্পর্কে জানতে নিচের লিংকগুলো দেখুন।
হিরো মোটরসাইকেল সহ অন্যান্য ব্র্যান্ডের বাইক সেকেন্ড হ্যান্ড কিনে থাকে। এই ধরনের বাইক কেনার পূর্বে অবশ্যই সতর্ক থাকবেন। ইঞ্জিন সহ অন্যান্য গাড়ির যন্ত্রাংশ ভালোভাবে চেক করে নিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি কোন ধরনের এক্সপার্ট মেকানিক্স দ্বারা দেখানো হয়। মোটরসাইকেলের যাবতীয় কাগজপত্র দেখে নিতে হবে। সেগুলোর মেয়াদ আছে কিনা এবং অরজিনাল কিনা। সবসময় চেষ্টা করবেন পুরাতন বাইক শোরুম থেকে কেনার জন্য। বাংলাদেশে এখন বিভিন্ন জেলাতে এই ধরনের শোরুম রয়েছে। এতে করে সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যেতে পারেন।
হিরো মোটরসাইকেল কিস্তিতে নেওয়া যায়?
হ্যাঁ নেওয়া যায় এর জন্য সর্বনিম্ন ২৫ হাজার টাকা জমা দিতে হয়।
হিরো বাইক ১০০ সিসি দাম কত?
এর মূল্য সাধারণত ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে মডেল অনুসারে।
হিরো বাইক ১১০ সিসি দাম কত ২০২৩ সালে?
এর মূল্য সাধারণত এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত হয়।
হিরো মোটরসাইকেলের শোরুম কোথায়?
হিরো মোটরসাইকেলের শোরুম প্রতিটি জেলায় অবস্থিত। আরো জানতে গুগল ম্যাপে দেখে নিতে পারেন।
হিরো হোন্ডা স্প্লেন্ডার কি ২০২৩ এভেলেবেল আছে?
হ্যাঁ এখন পর্যন্ত এভেইলেবল আছে শোরুম গুলোতে। ( Hero motorcycle price in Bangladesh )