জন্মদিনের হচ্ছে একজন মানুষের একটি স্পেশাল দিন। হোক সে ছোট বড় কিংবা ধনী-গরীব। সবার কাছেই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের এই গুরুত্বপূর্ণ দিনকে সম্মান করতে জন্মদিনের শুভেচ্ছা জানাই আমরা। একেক জন একেক ভাবে শুভেচ্ছা দিয়ে থাকে। কেউ আদর করে শুভেচ্ছা জানাই আবার কেউবা সম্মান দেখিয়ে। বন্ধু বান্ধবের জন্মদিনের শুভেচ্ছা তো আরো বেশি মজার হয়ে থাকে। জন্মদিনের শুভেচ্ছা না তো একটা হাসির রোল।
আগেকার যুগে মানুষ জন্মদিনের শুভেচ্ছা জানাতো মুখে মুখে। দূরে থাকলে বিভিন্ন চিঠির মাধ্যমে কবিতা, কৌতুক ইত্যাদি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠাতো। কিন্তু বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ এবং প্রযুক্তির ছোঁয়ায় আমরা আরো উন্নত হয়ে গেছি। বছরখানেক আগেও মোবাইল এসএমএস কিংবা ফোনের মাধ্যমে বার্থডে উইশ করতো। এখন সেই প্রচলনটাও চলে গেছে অনেকটা। কারণ এখনকার বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে এবং অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়াতে কাটায়। অনেকের জন্ম তারিখ না জানার কারণে তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যেত না। সোশ্যাল মিডিয়ার কারণে এখন তাদের অ্যাকাউন্ট থেকে জন্মদিনের তারিখ জানা যায়। যদি আপনি তাদের সাথে এড থাকেন তাহলে আপনি যদি জন্ম তারিখ নাও জানেন তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে আপনার বন্ধুর আজকে জন্মদিন। তারপর সে উঠার সাথে তাদেরকে মেসেজের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা কিংবা স্ট্যাটাস এর মাধ্যমে জানানো যায়।
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস: Happy Birthday Wishes Status
ঈদের শুভেচ্ছা পাঠাতে গিয়ে অনেকেই আবার দ্বিধা-দ্বন্দে পড়ে যায়। কারণ সবাইকে তো আর একইভাবে শুভেচ্ছা পাঠানো যায় না। বন্ধু-বান্ধবদেরকে একভাবে, বড়দেরকে অন্যভাবে, ছোটদের আরেকভাবে শুভেচ্ছা জানাতে হয়। আজকে আমরা আপনাদের কে জানাবো কিভাবে কাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে পারেন সে সকল স্ট্যাটাস নিয়ে।
শিক্ষকদের জন্মদিনের স্ট্যাটাস ২০২৩
শিক্ষকরা হচ্ছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। যেকোনো বয়সীর মানুষ তাদেরকে শ্রদ্ধা করে। তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা দিতে হলে অবশ্যই সম্মানের সহিত দিতে হবে।
১. হে আমার প্রিয় গুরুজন, শুভ জন্মদিন। প্রয়োজনে আপনি আমাদের শাসন করেছেন, আবার আদর করেছেন। মা-বাবার মত আমাদের শিক্ষা দিয়েছেন। আজকে আমরা জানাচ্ছি অগণিত শুভেচ্ছা।
২. আপনাকে আমরা পিতার রূপে দেখি, আপনার শাসনে আমরা ভুল পথ থেকে ফিরে আসতে বাধ্য। আমাদেরকে সেই সঙ্গে ভালোবাসা স্নেহ দেওয়ার জন্য চির কৃতজ্ঞ। শুভ জন্মদিন স্যার।
৩. শুধু আপনি একজন শিক্ষক নন , আপনি একজন দার্শনিক এবং আমাদের জীবন চলার গাইড। আমরা আপনার শিক্ষা পেয়ে ভাগ্যবান। আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন।
৪. আপনি আমাদের নতুন নতুন শিক্ষা দান করতেছেন। শিক্ষা কখনো শোধ করার মত নয়। কৃতজ্ঞতা সুরে আপনাকে ও মনের অন্তরের স্থল থেকে জানাই শুভ জন্মদিন।
৫. হে প্রিয় শিক্ষক, শুভ জন্মদিন। আজকে আমরা কেউ পড়া শিখিনি। আপনার জন্মদিন উপলক্ষে সেই খুশিতে আজকের পড়া মাফ করে দেন ।
Also read: নীরবতা নিয়ে উক্তি, ফেসবুক স্ট্যাটাস, বাণী ও ক্যাপশন
ভাই বোনের জন্মদিন স্ট্যাটাস
সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে নিজের ভাই বোন। যতই ঝগড়া হোক যাই হোক না কেন দিন শেষে একে অপরকে ছাড়া থাকা যায় না। তারা পৃথিবীতে এসে বসে বলে আমরা পরিবার আরো বেশি বুঝতে পারি। অবশ্যই তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো।
১. আমার কাছে সবচাইতে বেশি দাবী হচ্ছে তুমি, নিজেকে ভাগ্যবান করে আমি তোমার মত ভাই / বোন পেয়ে। মনের অন্তস্থল থেকে তোমার জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল শুভ জন্মদিন।
২. তুমি শুধু আমার ভাই / বোন নও আমার জীবনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তোমার প্রতি রইল অগণিত ভালোবাসা শুভ জন্মদিন আমার কলিজার টুকরা।
Facebook Stylish Bio: ফেসবুক স্টাইলিশ বায়ো ডিজাইন
৩. কখনো কোন কিছু শেয়ার করতে তোমার সাথে আমি পছন্দ করিনি। তোমার সাথে কাটানো সময় আনন্দের সাথে উপভোগ করতে পারি। আমার কাছে তুমি অনেক মূল্যবান। জন্মদিন আমার ছোটবেলার সঙ্গী।
৪. ওহে আবার ভাইয়া / আপু, তোমাকে পেয়ে আমি ধন্য। এভাবে সারা জীবন বিপদ-আপদের পাশে থাকতে পারি। শুভ জন্মদিন।
৫. ভাগ্যবান আমি তোমাকে পেয়ে, বাবা মার পরে তোমার স্থান আমার কাছে। এত যত্ন করে আমাকে রাখার জন্য চির কৃতজ্ঞ। তোমার জন্মদিন আমার অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন ভাইয়া / আপু।
৬. পরিবার এর খেয়াল রাখার দায়িত্ব ছিল তোমার, আজকে আমরা তোমার জন্মদিনে তোমার খেয়াল রাখতে চাই। শুভ জন্মদিন ভাইয়া / আপু
৭. তোমার মত পাগলাটে ভাই / বোন পেয়ে খুব বিরক্ত। কিন্তু আমি তোমার প্রতি অনেক আসক্ত। তুমি একটি দিন বাসায় না থাকলে মনে হয় জীবনটা অন্ধ। শুভ জন্মদিন ভাই / বোন।
Also Read: সময় নিয়ে উক্তি সময়ের মূল্য নিয়ে বিখ্যাত বাণী স্ট্যাটাস ২০২৩
বন্ধুদের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
সব বন্ধুরা হচ্ছে সময় অসময়ের বিপদাপদের সুখের সঙ্গী। বন্ধু মানে যা খুশি তাই করা, মনের সকল কিছু শেয়ার করা। বন্ধু মানে কোন সীমাবদ্ধতা নেই। রয়েছে চির ভালোবাসা। তাই তাদের জন্মদিনের শুভেচ্ছা ও হয় যেমন খুশি তেমন। এখানে কোন নিয়ম কানুন বাধা ধরা নেই।
১. কিরে, বন্ধু জানিস আজকে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। আজকে তোর জন্মদিন এটা আমার মনে আছে। শুভ জন্মদিন বন্ধু।
২. বয়স হয়ে গেছে অনেক, তোমার জন্মদিনের কথা মনে ছিল না আমার। হঠাৎ করে মনে পড়ল তাই আগে উইশ করে নেই। তা না হলে আবার ভুলে যাবো তোর জন্মদিন। শুভ জন্মদিন
৩. তোকে কখনো আমার বন্ধু মনে করে নি শুধু, নিজের ভাই মনে করে এসেছি। বিপদ আপদ এর সঙ্গে ছিলে একমাত্র তুই। তোর জন্মদিনে আজকে আবার অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা শুভ জন্মদিন।
৪. তোকে এতটাই অবহেলা করি, ফেসবুক থেকে আজকে নোটিফিকেশন না দিলে আজকে তোর জন্মদিন। কিন্তু আবার তোকে ছাড়া একদিনও চলতে পারি না। যাই হোক দোস্ত শুভ জন্মদিন।
৫. আজকে তোর জন্মদিনে শুধু মাখামাখি হবে বিকেল বেলায় প্রস্তুত থাকিস। কিরে মতলব কি তুই ভাবছিস কি, এই মাখামাখি সেই মাখামাখি নারে পাগলা। শুভ জন্মদিন পাগলা পোলা
৬. শুভ পয়দা দিবস, আজকে তোর জন্মদিন হয়েছে বলেই তোর মত ঘাড় ত্যারা বন্ধু পাইছি। সারা জীবন এই ভাবে ত্যারামি করে যা বন্ধু, শুভ জন্মদিন।
৭. তোর আজকে এর জন্মদিনে শুভেচ্ছা রইল, নবীন হয়ে বেঁচে থাক দীর্ঘ জীবন। তোর হায়াত আরো দীর্ঘ হোক। শুভ জন্মদিন।
স্বপ্ন নিয়ে উক্তি বিখ্যাতদের সেরা স্বপ্ন নিয়ে উক্তি
প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
আমরা যাদেরকে ভালবাসি, তাদের জন্মদিনটা সেলিব্রেট করতে চাই। তাদের এই দিনটা স্পেশাল করে রাখতে আমরা দাদা-দরদের চেষ্টা করি। বিশেষ করে রাত বারোটার পরে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাই অপেক্ষা করে। ভালোবাসার মানুষটাকে জন্মদিনের শুভেচ্ছা দিবেন যেভাবে
১. মহান সৃষ্টিকর্তা আমার জীবনে শ্রেষ্ঠ উপহার হিসাবে দিয়েছে তোমাকে। আজকে তোমার জন্মদিনে স্পেশাল করতে চাই এ দিনটাকে। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল শুভ জন্মদিন হে প্রিয়া।
২. আমার কাছে সবচেয়ে প্রিয় তোমার হাসি, তোমার হাসিতে আমার সুখ। আজকের এই দিনে তোমার আগমন ঘটেছে। এভাবেই প্রতিবছর সুখে ও সুন্দরভাবে দিন কাটাও। এই কামনা রইল তোমার প্রতি, শুভ জন্মদিন।
৩. তোমার আজকে সবচেয়ে খুশির দিন। এই খুশির দিনে আমার মন থেকে রইল অনেক শুভেচ্ছা এবং দোয়া। দীর্ঘজীবী হও বেঁচে থাকো সুখে শান্তিতে। শুভ জন্মদিন প্রিয় সঙ্গিনী।
৪. আমার প্রিয়তমার জন্মদিন। আজকে এ দিলে তুমি পৃথিবীতে এসেছ বলেই আমি তোমাকে এত ভালবাসতে পেরেছি। সারা জীবন এভাবেই ভালবেসে যেতে চাই একসঙ্গে। মনের গভীর থেকে ভালোবাসা জানাই শুভ জন্মদিন ।
৫. তোমার মুখের হাসি চিনির থেকেও মিষ্টি। তোমার মত এমন একজন মানুষ আমার জীবনে থাকার জন্য আমি ধন্য। এভাবেই যেন তোমার সাথে সারা জীবন তোমার এই দিনটি উপভোগ করতে পারি। শুভ জন্মদিন ডিয়ার সুইটহার্ট।
আমরা যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই না কেন একটি বিষয় খেয়াল রাখতে হবে যাতে অশ্লীল কোন ভাষা ব্যবহার করা না হয়। এতে করে উভয়ের সম্মানে আঘাত হানতে পারে।
happy birthday wishes,happy birthday wishes for friend,happy birthday wishes sister,happy birthday wishes for brother,happy birthday wishes sms,happy birthday wishes for sister,happy birthday wishes for best friend,happy birthday wishes bangla,happy birthday wishes for lover, happy birthday wishes. simple text,
১০০০+ ফেসবুক আইডির নাম (ছেলে ও মেয়েদের রোমান্টিক ফেসবুক নাম)