হজ্জ ২০২২ ও এবছরে হজ্জের যাত্রী কতজন – ২০২২ হজ্জের সর্বশেষ খবর নিয়ে আজকের পোস্টটি।
২০২২ সালে হজ্জ যাত্রী কত জন।?
করোনা মহামারীর কারণে হজ্জের মানুষ সমাগমে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে হজ্জ ২০২১ এ মাত্র ৫৮ হাজর হজ্জী হজ্জ করেন।
এ বছর সারা বিশ্বের মোট ১০ লক্ষ্য মুসলিম হজ্জ করতে পারবেন। সৌদি আরব এটা নিশ্চিত করেছে। বাংলাদেশ থেকে কত জন মুসলিম হজ্জে যেতে পারবেন? বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৮৫৬ জন হজ্জে যেতে পারবেন।
বাংলাদেশের হজ্জ যাত্রী ২০২২ কতজন?
বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৮৫৬ জন হজ্জে যেতে পারবেন।
হজ্জে যাবার শর্ত।
বাংলাদেশ থেকে হজ্জে যেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। এশর্তগুলো না থাকলে আপনি হজ্জে যেতে পারবেন না।
- ২০২২ সালের হজে ৬৫ বছরের হতে পাসপোর্ট অনুযায়ী
- যাঁদের জন্মতারিখ ১ জুলাই ১৯৫৭ খ্রিষ্টাব্দ তারা পারবেন।
- কম বয়সী ব্যক্তিই শুধু হজ পালনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
- ১৪৪১ হিজরি বা ২০২০ সালে সব নিবন্ধিত হজযাত্রী
- ১৪৪৩ হিজরি সনে হজে যাওয়ার সুযোগ পাবেন।
- এ ছাড়া ২০২০ সালে ৬৫ বছরের ঊর্ধ্বে নিবন্ধিত বয়স্ক হজ্জ করতে পারবেম।
- কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে ব্যক্তির পরিবারের মধ্যে থেকে কেউ হজ্জে যেতে পারবেন।
এটা ছিল হজ্জের সর্বশেষ উপডেট। আমরা সামনে হজ্জ প্যাকেজ নিয়ে আলোচনা করব। ২০২২ সালে হজ্জে প্যাকেজ কত। কত টাকা খরচ লাগবে। কত টাকা খরচ হবে তা নিয়ে আলোচনা করব।