আজকের সোনার দাম কত বাংলাদেশ? জুলাই ২০২৫

সোনার দাম বাংলাদেশে আপনারা সবাই জানেন যুগযুগ ধরেই অন্যান্য সব কিছুর তুলনায় অনেক বেশী থাকে। আর ওয়ার্ল্ডের প্রায় সকল দেশেই অন্যতম দামী এবং মূল্যবান বস্তু হল সোনা তাই সোনার দাম আজ কত বাংলাদেশে তা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে এই পোস্টে। স্বর্ণের নতুন খবর অনুযায়ী ২২ ক্যারেটের আজকের সোনার দাম বাংলাদেশী টাকায় কত?
আজকের সোনার দাম কত বাংলাদেশে ২০২৫?
আমরা সব সময় সোনার দাম পরিবর্তন হওয়ার সাথে সাথেই এই পোস্টটির সোনার দাম আপডেট করে থাকি তাই নির্দিধায় এই পোস্টটি সম্পূর্ণ পড়তে পারেন এবং আপনি শেয়ারও করতে পারেন।
তাই সকল দেশের লোকদের মতো বাংলাদেশের মানুষের ও সোনার দাম কত, এটা পতে ঘাটে বাজারে বন্দরে আমরা একে অন্যেকে জিঙ্গাসা করে থাকি, এবং আমাদের সকলের মধ্যে এটির দাম নি জানার অনেক আগ্রহ থাকে এটি আপনি সব সময় সবার কাছে শুনতে পাবেন।
১৭ জুলাই থেকে সর্বশেষ কার্যকর হলো সোনার দাম নতুন দাম বিস্তারিত রয়েছে এই পোস্টটিতে।
আজ আপনাদের সামনে সকল ধরনের সোনার ধরন এবং দাম আপনাদের সাথে সঠিকটি শেয়ার করব। দেখুন যেভাবে বিটকয়েনের দাম বাড়ে এবং কমে এবং এর প্রতি আমরা সবাই লক্ষ্য রাখি ঠিক তেমনি ভাবে সোনার দাম ও কমে এবং বাড়ে।
আজকের নতুন দাম হিসেবে ২২ ক্যারেটের স্বর্ণের দাম হচ্ছে ১,৭০,৫৫১ টাকা। টাকা।
২২ ক্যারেট | সোনার দাম বাংলাদেশি টাকায় |
---|---|
১ আনা সোনার দাম | ১০,৬৫৯.৪৪ টাকা |
২ আনা সোনার দাম | ২১,৩১৮.৮৮ টাকা |
৩ আনা সোনার দাম | ৩১,৯৭৮.৩১ টাকা |
৪ আনা সোনার দাম | ৪২,৬৩৭.৭৫ টাকা |
৫ আনা সোনার দাম | ৫৩,২৯৭.১৯ টাকা |
৬ আনা সোনার দাম | ৬৩,৯৫৬.৬৩ টাকা |
৭ আনা সোনার দাম | ৭৪,৬১৬.০৬ টাকা |
৮ আনা সোনার দাম | ৮৫,২৭৫.৫০ টাকা |
৯ আনা সোনার দাম | ৯৫,৯৩৪.৯৪ টাকা |
১০ আনা সোনার দাম | ১,০৬,৫৯৪.৩৮ টাকা |
১১ আনা সোনার দাম | ১,১৭,২৫৩.৮১ টাকা |
১২ আনা সোনার দাম | ১,২৭,৯১৩.২৫ টাকা |
১৩ আনা সোনার দাম | ১,৩৮,৫৭২.৬৯ টাকা |
১৪ আনা সোনার দাম | ১,৪৯,২৩২.১৩ টাকা |
১৫ আনা সোনার দাম | ১,৫৯,৮৯১.৫৬ টাকা |
১ ভরি বা ১৬ আনা সোনার দাম | ১,৭০,৫৫১ টাকা |
বর্তমানে স্বর্ণ শুধু মহিলাদের সাজসজ্জা বা মনের ইচ্ছাকে পূরণ করে না বরং স্বর্ণ অসময়কালে মানুষের সঙ্গীও হয়ে থাকে। চলুন তাহলে জানা যাক সোনার দাম কত?
আজকের সোনার দাম (২২ ক্যারেট এবং ২১ ক্যারেট ১৮ ক্যারেট সোনার দাম আমরা ধারাবাহিক ভাবে আপনাদের কাছে নিচে শেয়ার করেছি সাথে সাথে ভরির হিসাব সম্পর্কেও এখানে জানতে পারবেন।
২২ ক্যারেট সোনার দাম বাংলাদেশে আজ কত?
বাংলাদেশ ২২ ক্যারেটের স্বর্ণ বেশি কেনাবেচা হয় এবং সারা বিশ্বে এই প্রকারের সোনা খুব বেশি জনপ্রিয়। ২২ ক্যারেটের স্বর্ণের পিউরিটি 91.60% বাজারে। আপনারা জানেন স্বর্ণের দাম প্রতিনিয়ত ভাড়ে কমে সর্বশেষ যে দাম যেটি হয় এ দাম অনুসারে ক্রয় বিক্রিয় হয় তাই বর্তমানে এই ক্যারেটের সোনার দাম, ১,৭০,৫৫১ টাকা। আজকের নতুন দাম হিসেবে ২২ ক্যারেটের স্বর্ণের দাম হচ্ছে ১,৭০,৫৫১ টাকা।
২১ ক্যারেট সোনার দাম কত বাংলাদেশে?
এই ক্যারেটের সোনা ২২ ক্যারেটের সোনার চেয়ে একটু কম তবে ২১ ক্যারেটের সোনাও অনেক ভালো এবং এর পিউরিটি হচ্ছে ৮৭.৫০% এবং এই ধরনের সোনার দাম ১,৬২,৭৯৪ বাংলাদেশি টাকা। বর্তমানে বাজারে ২১ ক্যারেট সোনার দাম অনেক কমেছে আর এই ২১ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে ১,৬২,৭৯৪ টাকা। আপনাদের যাদের বাজেট একটু কম তারা ২১ ক্যারেট এর সোনা কিনতে পারেন অবশ্যই অনেক ভালো হবে।
১৮ ক্যারেট সোনার দাম বাংলাদেশ ২০২৫?
এই প্রকারের সোনা সবাই কেনার মোটামুটি ক্ষমতা থাকে কারণ আমাদের মাঝে অনেকেই আছে 22,21,24, ক্যারেটের সোনা কেনা অনেক কস্টকর তাদের জন্য ১৮ ক্যারেটের সোনা কেনা অনেক সহজ হবে এবং এই প্রকারের সোনার মান অনেক ভালো এবং এর পিউরিটি মোটামুটি ৭০% আর এই ক্যারেট স্বর্ণের দাম পড়বে, ১,৩৯,৫৪৮ বাংলাদেশী টাকায়। এই প্রকারের সোনা সনাতন পদ্ধতিতে মাধ্যমে বিক্রি করা হয় থাকে সনাতন পদ্ধতিতে সোনার দাম হবে ১,৩৯,৫৪৮ টাকা। বর্তমানে বাজার মূল্য হিসেবে ১৮ ক্যারেট স্বর্ণের পিউরিটি হচ্ছে ৭০.০০% এবং ১৮ ক্যারেট সোনার দাম ১,৩৯,৫৪৮ টাকা।
আজকের সোনার দাম কত বাংলাদেশে ২০২৫
সাধারণত মানুষ সব সময় সুযোগ সুবিধার জন্য অপেক্ষা করে থাকে এবং কোন সময় সোনার দাম কমতেছে এটার প্রতি লক্ষ্য রাখে। তাই একে অন্যকে সব সময় বলতে থাকে যে আজকে সোনার দাম কত? কারো জানা থাকলে বলে থাকেন না হয় মোবাইল হাতে নিয়ে সার্চ করে থাকেন গুগলে। তাই সংক্ষেপে একটি কথা আজকের সোনার দাম গত বছরের এবছর অনেক বেশি। কারন প্রতি ভরি স্বর্ণালংকারের দাম অনেক বাড়ছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সর্বশেষ আপডেট (সোনার দাম)
সব সময়ই বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম সম্পর্কে বিস্তারিত আপডেট দিয়ে থাকে, BAJUS (Bangladesh Jewellers Samity) সর্বশেষ সোনার দাম যেটি প্রকাশ করেছে BAJUS তা নিম্নে দেওয়া হলঃ
BAJUS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি পিডিএফ ফাইল প্রকাশ হয়ে থাকে সবসময় সোনার দাম কত টাকা বর্তমানে, তাহলে নিচে পিডিএফ ফাইল এর screenshot দেখে নিন।
বিদ্রঃ এই পোস্টের সোনার দাম সব সময় আপডেট হয় তাই আপনি যদি সোনার দাম বাংলাদেশে বাড়ছে না কমতেছে দেখতে চান তাহলে আমাদের এই আর্টিকেলটি বুকমার্ক করে রাখতে পারেন কারণ সব সময় আমরা সবার প্রথমে বাংলাদেশের সোনার দাম ১ ভরি সোনার দাম কত? ২২ ক্যারেট সোনার দাম কত সব তথ্য এই একটি পোস্টে পেয়ে যাবেন!
১৭ জুলাই ২০২৫ সর্বশেষ সোনার দাম আপডেট:
২২ ক্যারেট সোনা | ১,৭০,৫৫১ টাকা |
২১ ক্যারেট সোনা | ১,৬২,৭৯৪ টাকা |
১৮ ক্যারেট সোনা | ১,৩৯,৫৪৮ টাকা |
Gold price in Bangladesh today (English)
সোনা কয় ধরনের হয়ে থাকে।
বাংলাদেশে ক্যারেট অনুযায়ী লোকেরা সোনার দাম জিজ্ঞেস করে থাকে। আর এই ক্যারেট অনুযায়ী স্বর্ণের দামও হয়ে থাকে যদিও আমরা ভরি হিসেবে দাম করে থাকি আর সোনা ভরি হিসেবে আমাদের দেশে বেশি প্রচলিত। এবং সোনার সর্বমোট চার ধরনের ক্যারেট হয়ে থাকে।
- ২৪ ক্যারেটের সোনার
- ২২ ক্যারেটের সোনার
- ২১ ক্যারেট সোনার
- ১৮ ক্যারেট স্বর্ণের
আমাদের দেশে ভরি হিসেবে বেশী কেনাবেচা হয় স্বর্ণ। আর ২২ ক্যারেটের সোনা বাংলাদেশের মধ্যে বেশি চলে থাকে। তবে সবচেয়ে মূল্য বেশি হল ২৪ ক্যারেটের সোনার এ প্রকারের সোনার মধ্যে কোন প্রকার খূত পাবেন না। আমাদের দেশে যেহেতু ২২ ক্যারেট বেশি চলে তাই তা নিয়ে আলোচনা করব।
এক নজরে সোনার দাম আজ কত ২০২৫
এক নজরে আজকের সোনার দাম কত বাংলাদেশে।
- ২২ ক্যারেটের সোনার দাম = ১,৭০,৫৫১ বিডি টাকা।
- ২১ ক্যারেটের সোনার দাম = ১,৬২,৭৯৪ বিডি টাকা
- ১৮ ক্যারেটের সোনার দাম = ১,৩৯,৫৪৮ বিডি টাকা
১ ভরি সোনার দাম কত?
1 Vori Gold Price Bangladesh স্বর্ণ ভরি হিসাবে যেহেতু বাংলাদেশের মধ্যে অনেক পরিচিত তাই আমাদের সোনার দাম ভরি হিসাবে ও জানা উচিত নিচে ভরি হিসাবে সোনার দাম কত দেওয়া হল।
- ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি = ১,৭০,৫৫১ টাকা টাকা।
- ২১ ক্যারেটের সোনার প্রতি ভরি = ১,৬২,৭৯৪ টাকা।
- ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরি = ১,৩৯,৫৪৮ টাকা।
সোনার হিসাব কিভাবে করে?
সোনার একদম সঠিক ভাবে হিসাব আমাদের মাঝে কেউ জানে না তাই একটু হিসাব টি জেনে নিন।
বাংলাদেশে এ হিসেব ব্যবহার করা হয়-
- এক ভরি = ১৬ আনা
- এক ভরি = ৯৬ রতি
- এক আনা = ৬ রতি
বাহিরে দেশের মানুষেরা যেভাবে স্বর্ণের হিসাব করে আউন্স হিসেবে করে থাকে।
- এক আউন্স = ২.৪৩০৫ ভরি
- এক আউন্স = ২৮.৩৪৯৫ গ্রাম
- এক ভরি = ০.৪১১৪৩ আউন্স
- এক ভরি = ১১.৬৬৩৮ গ্রাম
অনেকে ১০ গ্রাম সোনার দাম কত? জিজ্ঞেস করে থাকন।
১১,৬৬৪/১০ = ১১৬৬.৪ ভরি।
বিস্তারিত সোনার দাম লাইভ দেখুন Bangladesh Gold Price Live
রুপার দাম কত?
সোনার কথা আসলে সাথে সাথেই রুপার দাম ও চলে আসে তাই এক নজরে রুপার দাম দেখে নিন আজকের বাজার মূল্য হিসাবে।
- ২২ ক্যারেটের রুপা = প্রতি ভরি ১,৫১৬ টাকা
- ২১ ক্যারেটের রুপা = প্রতি ভরি ১,৪৩৫ টাকা
- ১৮ ক্যারেটের রুপা = প্রতি ভরি ১,৪৩৫ টাকা
- রুপার মূল্য ৯৩৩ টাকা সনাতন পদ্ধতিতে।
সোনার দাম কত করে পিডিএফ ফাইল ডাউনলোড করুন
FAQ About Gold Price in Bangladesh:
১ ভরি সোনার দাম কত?
সোনার প্রতি ভরি = ১,৭০,৫৫১ টাকা
২২ ক্যারেট সোনার দাম কত
ভরি হিসাবে ১,৭০,৫৫১ টাকা
আজকের সোনার দাম ২০২৫ বাংলাদেশ?
১ ভরি সোনার দাম আজকে বাজার মূল্য বাংলাদেশ ১,৭০,৫৫১ টাকা
১ আনা সোনার দাম কত বাংলাদেশে?
১ আনা সোনার দাম কত বাংলাদেশে আজকে টাকায় ২২ ক্যারেট সোনার ১ আনার মূল্য ৪৬৮৭ টাকা ২১ ক্যারেট সোনার ১ আনার মূল্য ৪৪৭৯ টাকা ১৮ ক্যারেট সোনার ১ আনার ৩৮৬৩ মূল্য টাকা এবং পুরাতন সোনার ১ আনার মূল্য ৩২০০ টাকা মাত্র .
আজকের সোনার দাম, আজকের সোনার দাম কত, সোনার দাম আজ কত, বাংলাদেশ, সোনার দাম বাংলাদেশ, সোনার দাম বাংলাদেশ, ২২ ক্যারেট সোনার দাম, সোনার দাম কত আজকে, ২১ ক্যারেট সোনার দাম, সোনার দাম বাংলাদেশ, আজকের স্বর্ণের, Gold Price in Bangladesh,