সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই জানি যেকোন পরীক্ষায় কিন্তু সাধারণ জ্ঞান থাকে , নিবন্ধন , বিসিএস , প্রাইমারি নিয়োগ পরীক্ষায় কিন্তু সাধারণ জ্ঞান আসে ,তাই অত্যন্ত গুরুত্বের সহিত এই সাধারন জ্ঞান পড়তে হবে।আমি কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান সবার স্বার্থে শেয়ার করলাম ইনশাআল্লাহ যেকোন নিয়োগ পরীক্ষায় এগুলো থেকে common পড়বে।
সাধারণ জ্ঞান ২০২৩ General Knowledge Questions and Answers:
- এক মানব দেহ থেকে অন্য মানব দেহে রোগ জীবাণু বহনকারী প্রানীকে বলা হয়………ভেক্টর।
- শক্তি পরিমাপের আন্তর্জাতিক একক…………..জুল ।
- আচার সংরক্ষণ এ ব্যবহার করা হয় ……… ভিনেগার বা এসিটিক এসিড ।
- করোনাভাইরাস এর কারনে হওয়া রোগের আনুষ্ঠানিক নাম ………..কোভিড ১৯.
- ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি………..কাইটিন দিয়ে।
- সবচেয়ে সক্রিয় অধাতু ……….ফ্লোরিন ।
- এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা …….১১৮ টি ।
- প্রকৃতিতে পাওয়া যায় …..৯৮ টি , বাকি গুলো গবেষণাগারে তৈরি।
- সুষম খাদ্যে শর্করা ,আমিষ,ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত……..৪:১:১ ।
- নীল আলোর বিক্ষেপন অপেক্ষাকৃত বেশি হওয়ায় ……..আকাশ নীল দেখায়।
- সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে …..বিকিরণ পদ্ধতিতে।
- অগ্নিনিরোধক খনিজ পদার্থ হল ………. এসবেসটস।
- থার্মোমিটারে পারদ ব্যবহার করে কারন পারদ অল্প তাপে …… বেশি বৃদ্ধি পায়।
- ক্রোমপ্লাস্ট এর জন্য …………পুস্প রঙিন ও সুন্দর হয়।
- ফেসবুক চালু হয় ……২০০৪ সালে।
- টুইটার….. ২০০৬ সালে।
- ট্রাফিক লাইটে আলোকক্রম…. লাল- হলুদ- সবুজ- হলুদ – লাল।
- লাল- stop, সবুজ – go, হলুদ wait.
- সবচেয়ে ভারী তরলপদার্থ ……পারদ।
- দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য …….৪০০- ৭০০.
- ঘর্ষন,তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমানু থেকে নির্গত হয় ……. ইলেকট্রন।
- প্রথম ফিজিকাল computer ….. MARK -1.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারন জ্ঞান
General knowledge Questions with Answers
প্রাইমারি নিয়োগ, শিক্ষক নিবন্ধন , প্রভাষক নিবন্ধন প্রিলিমিনারি এমনকি প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি করে যে, যত বেশি সাধারণ জ্ঞান সম্পর্কে অবগত থাকবে সে ততবেশী জানবে পারবে ,তাই সকলের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- মানব কল্যাণে জীবের প্রযুক্তিগত ব্যবহারকে বলে ………. জৈব প্রযুক্তি বা বায়ো টেকনোলজি।
- ইথানয়িক এসিড এর ৪%ও -১০% দলীয় দ্রবনকে বলা হয়…….. সিরকা বা ভিনেগার।
- পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় ……সাড়ে চারগুণ বেশি।
- চাঁদে বায়ুমণ্ডল নেই বলে শব্দ করলে ও সেখানে শুনা যায় না।
- মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম ………সেরিব্রাম ( মস্তিষ্কের ওজন এর ৮০%).
- দিয়াশিলাইয়ের কাঠির মাথায় থাকে ……….. লোহিত ফসফরাস।
- কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রনকে বলে …….ওয়াটার গ্যাস।
- চোখের পানির উৎস……….ল্যাক্রিমাল গ্ৰহ্নি।
- সমানতাপমাত্রা দিলে দুধ পানি অপেক্ষা আগে ফুটে …..কারন দুধের তাপগ্ৰহিতা বেশি।
- নিদ্রাহীন জনিত রোগকে বলে …… ইনসোমনিয়া।
- আমারা প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া গ্ৰহন করি ……. দইয়ের সাথে।
- প ……ঃঃঃঃ
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
সাধারন জ্ঞান সবার জানা দরকার , কেননা যেকোন সময় আমরা যেকোন প্রশ্নের সহজে সমাধান দিতে পারি।সুতরাং General Knowledge, অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে যে ধাতু ব্যবহৃত হয়……নাইক্রোম।
- ধাতু হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ……লোহা।
- পরমশূন্য তাপমাত্রায় ……….গ্যাসের আয়তন শূন্য হয়।
- বিশ্বের প্রথম ক্লোন মানব শিশুর নাম…….. ইভ।
- লেবুর রস…… সাইট্রিক এসিড।
- পাকা আনারস …….ইথাইল এসিটেট।
- কাঁচা কলা ……এমাইল এসিটেট।
- টমেটো /আপেল ……ম্যালিক এসিড।
- দুধ / বোরহানি দই ……….ল্যাকটিক।
- তেঁতুল/ আঙুর ………টারটারিক।
- কমলা / কামরাঙা…………এসকরিক এসিড।
- মরিচ / ক্যাপসিন/ ডাবা…….. পটাশিয়াম।
- সিরকা ………….এসিটিক।
- কচুশাকে থাকে ……..লৌহ।
- কচু থাকে ……. পটাশিয়াম।
- পেয়ারা ………..এসকরবিক।
সাধারন Knowledge আমাদের সবার জানা দরকার ,প্রতি student এমনকি প্রতি অভিভাবক এর ও জানা দরকার কেননা যখন আপনার সন্তান ছোট একটা প্রশ্ন করে বা জানতে চাইল বলতো মা/ বাবা আমরা যে পেয়ারা খাব তবে কেন খাব যদি জানা থাকে তাহলে বলতে কি কষ্ট হবে ,তাই আমাদের সবার সাধারণ জ্ঞান কে গুরুত্ব দিতে হবে।
- Email আবিষ্কৃত হয় …….১৯৭১ সালে।
- Google আবিষ্কৃত হয় ……১৯৯৮ সালে।
- YouTube আবিষ্কৃত হয়……..২০০৫ সালে ।
- বিশ্বের ইন্টারনেট চালু হয়……১৯৬৯ সালে।
- বাংলাদেশ এ ইন্টারনেট চালু হয় …….১৯৯৬ সালে ।
- বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ওয়াইম্যাক্স চালু হয়……. June 2009.
- প্রথম ওয়াই পাই নগর ………… সিলেট।
- সাইবার সিটি ………. সিলেট।
বিশ্বকাপ ফুটবল নিয়ে সাধারণ জ্ঞান
সবশেষে একথা বলতে চাই General Knowledge is very important for every student ,তাই খুব মনোযোগ দিয়ে পড়লে ইনশাআল্লাহ কাজে লাগবে।আমি আরো গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ ।যদি কোন ভূল থাকে comment করবেন।
৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান
বাংলা বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যেকোন নিয়োগ পরীক্ষার জন্য