মাসকট কি? কাতার বিশ্বকাপ ২০২২ মাসকট কি? মাস্কট হল একটি ডিজাইন বা নকশা, যা আয়োজনকারী দেশের একটি বৈশিষ্ট্য তুলে ধরা।
বিশ্বকাপে মাস্কট কখন থেকে চালু হয়।
কাতার বিশ্বকাপের মাস্কট লায়িব। এখন অনেকের মনে প্রশ্ন জাগছে মাস্কক পদ্ধতি কখন থেকে চালু হয়। মাস্কট চালু হয় ১৯৬৬ বিশ্বকাপ থেকে।
কাতার বিশ্বকাপের মাসকট নাম কি? FIFA World Cup official mascots
কাতার বিশ্বকাপ ২০২২ এর মাস্কটের নাম লায়িব।
কাতার বিশ্বকাপ সময়সূচি দেখতে ভিজিট করুন ফিফা বিশ্বকাপ সময়সূচি ২০২২
বিশ্বকাপের মাস্কটগুলোর নাম কি?
- ইংল্যান্ড ১৯৬৬ এর বিশ্বকাপের মাস্কটের নাম ছিল বিশ্বকাপ উইলি
- মেক্সিকো ১৯৭০ এর বিশ্বকাপের মাস্কটের নাম ছিল “জুয়ানিটো”
- পশ্চিম জার্মানি ১৯৭৪ এর বিশ্বকাপের মাস্কটের নাম ছিল “টিপ এবং ট্যাপ”
- আর্জিণ্টিনা ১৯৭৮এর বিশ্বকাপের মাস্কটের নাম ছিল গুয়াসিটো (Gauchito)
- স্পেন ১৯৮২ এর বিশ্বকাপের মাস্কটের নাম ছিল নারানজিটো (Naranjito)
- মেক্সিকো ১৯৮৬ এর বিশ্বকাপের মাস্কটের নাম ছিল পিকুই (Pique)
- ইতালি ১৯৯০ এর বিশ্বকাপের মাস্কটের নাম ছিল সিয়াও (Ciao)
- মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪ এর বিশ্বকাপের মাস্কটের নাম ছিল Striker, the World Cup Pup
- ফ্রান্স ১৯৯৮ এর বিশ্বকাপের মাস্কটের নাম ছিল Footix
- জার্মানি ২০০৬ এর বিশ্বকাপের মাস্কটের নাম ছিল Goleo VI Sidekick: Pille
- দক্ষিণ আফ্রিকা ২০১০ এর বিশ্বকাপের মাস্কটের নাম ছিল Zakumi
- ব্রাজিল ২০১৪ এর বিশ্বকাপের মাস্কটের নাম হলো ফুলেকো (Fuleco
- আর রাশিয়া ২০১৮ এর বিশ্বকাপের মাস্কটের নাম হবে TBA