ঈদ মোবারক ব্যানার ডিজাইন করুন ২০২৩ | ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন | Eid Mubarak Banner design 2023

আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈদ মোবারক ব্যানার ডিজাইন করুন ২০২৩ এবং ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন ২০২৩ কিভাবে করবেন সে বিষয় সম্পর্কে। অর্থাৎ আজকের আর্টিকেলটি পড়লে আপনি নিজে নিজেই ঈদ মোবারক পিকচারগুলো তৈরি করতে পারবেন। ‌ তাই যারা আগ্রহী তারা আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিন। ‌

ব্যানারগুলো ঈদ উপলক্ষে অনেকে ডিজাইন করতে চান। ‌কারণ এতে করে নিজের পরিচিতির পাশাপাশি সবাইকে শুভেচ্ছা জানানোর একটি সুযোগ থেকে যায়। বিশেষ করে যারা রাজনীতিতে যুক্ত তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‌ ঈদের সময় তারা তাদের ছবি দিয়ে ব্যানার তৈরি করে সবাইকে শুভেচ্ছা বার্তা দিয়ে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়। ‌এই পদ্ধতি তাদের মহা সুযোগ।

আজকে আপনাদের সামনে এমন কিছু ব্যানার ডিজাইন করার পদ্ধতি তুলে ধরবো যেগুলো দেখে, ঈদ পোস্টার ডিজাইন ছাড়াও অন্যান্য যেমন নববর্ষের শুভেচ্ছা ইত্যাদি পোস্টার ডিজাইন করতে পারবেন। ‌অর্থাৎ এখান থেকে আপনি পরিপূর্ণভাবে কিভাবে পোস্টার ডিজাইন করা হয়।

Table of Contents

ঈদ মোবারক ব্যানার ডিজাইন করুন ২০২৩ | eid mubarak banner design

এই ধরনের ডিজাইন করার জন্য প্রথমে আপনার কিছু স্বাভাবিক ধারণা এবং একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থাকতে হবে। ‌যদি কম্পিউটার থাকে তাহলে আরো সহজ হয়ে যাবে বিষয়টি। একটি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করার জন্য প্রয়োজন হবে কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস অথবা কম্পিউটার সফটওয়্যার। ‌কোন কোন সফটওয়্যার ডিজাইনের জন্য ভালো তার নিচে ধরলে ধরা হলো।

সেরা পোস্টার ডিজাইন অ্যান্ড্রয়েড অ্যাপ

  • Canva
  • Adobe
  • Poster maker
  • Creative poster maker
  • Post lab
  • Flyer maker
  • pics art

সেরা ব্যানার ডিজাইন কম্পিউটার সফটওয়্যার

  • Adobe Photoshop
  • Canva
  • Adobe illustrator
  • Adobe spark
  • Colilodra
  • photo scape

এই অ্যান্ড্রয়েড অ্যাপ এবং কম্পিউটার সফটওয়্যার গুলো ফ্রি এবং বিনামূল্যে উভয় ব্যবহার করে ঈদ মোবারক ব্যানার ডিজাইন করুন ২০২৩ করতে পারবেন।

ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন ২০২৩ করব কিভাবে?

উপরের যে কোন ধরনের সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজেই যেকোন ধরনের পোস্টার এবং ব্যানারগুলোতে ডিজাইন করতে পারবেন। তবে ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। ‌ যেমন

  • অবশ্যই ঈদ মোবারক লেখা ( বাংলা অথবা ইংরেজিতে ),
  • ঈদ অথবা ইসলামিক লোগো,
  • কিছু শুভেচ্ছা বার্তা এবং
  • আপনার ছবি। ‌

এগুলো হলেই আপনি আপনার একটি ডিজাইনের সকল বিষয়গুলো পূরণ করতে পারবেন। ‌ আর যদি কোন ধরনের রাজনৈতিক পোস্টার তৈরি করতে চান সে ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিবর্গের ছবি সংযুক্ত করতে পারেন। ‌‌

ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ এবং স্ট্যাটাস এর জন্য ভিজিট করুন

রেডিমেট ঈদ মোবারক ব্যানার ডিজাইন করুন ২০২৩ এবং ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন ২০২৩ করবেন যেভাবে।

আমরা আর্টিকেলের নিচের দিকে রেডিমেড টেমপ্লেট তৈরি করে দিয়েছি আপনাদের জন্য।‌ সেখান থেকে টেমপ্লেটগুলো ডাউনলোড করে শুধুমাত্র ছবি এডিট করেই আপনি একটি সুন্দর পোস্টার তৈরি করতে পারবেন। ‌নিচে ডেমোগুলো দেয়া হলো।

ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন png & ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন psd

ঈদ মোবারক ব্যানার ডিজাইন করুন ২০২৩ | ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন ২০২৩
ঈদ মোবারক ব্যানার ডিজাইন করুন ২০২৩ | ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন ২০২৩

রাজনৈতিক ঈদের শুভেচ্ছা পোস্টার

ঈদ মোবারক ব্যানার ডিজাইন করুন ২০২৩ ও ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন ২০২৩
ঈদ মোবারক ব্যানার ডিজাইন করুন ২০২৩ ও ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন ২০২৩

এখানে আপনার নিজের ছবি কিংবা অন্য কারো ছবি বসাতে অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। সেক্ষেত্রে সবচেয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ভালো একটি মাধ্যম হচ্ছে remove bg.

কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন

আপনি পোস্টার অথবা যে কোন কাজের ক্ষেত্রে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না কেন সে ক্ষেত্রে সবচেয়ে ভালো মাধ্যম কি এখন আমরা নিচে ধাপে ধাপে তুলে ধরছি। ‌

  • প্রথমে মোবাইল অথবা কম্পিউটারে ইন্টারনেট সংযুক্ত করে একটি ব্রাউজার ওপেন করুন।
  • এরপর এই লিংকে প্রবেশ করুন
  • লিংকটিতে প্রবেশ করার পর Upload image নামের একটি অপশন দেখতে পারবেন। ‌উক্ত অপশন এ ক্লিক করে ছবিটি আপলোড করুন।
  • এরপর অটোমেটিক ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। ‌ ডাউনলোড অপশন থেকে ছবিটি ডাউনলোড করে নিন। ‌

ছবিটি ডাউনলোড করার পর যেকোনো ধরনের পোস্টার এডিট কিংবা ব্যানার এডিটর সফটওয়্যার দিয়ে তা প্লেস করুন। এভাবেই মূলত ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়।

উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করলে খুব সহজেই ঈদ মোবারক ব্যানার ডিজাইন করুন ২০২৩ ( ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন ২০২৩ ) করতে পারবেন। ‌

ঈদুল ফিতর ২০২৩ কবে?

মূলত এটি চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়। ‌ ২৯ রোজার পরবর্তী দিন অথবা ৩০ রোজার পরবর্তী দিনে হয়ে থাকে। ‌ তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সম্ভাব্য সময় আগামী শনিবার। ‌এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোন কিছু বলা যাচ্ছে না। ‌তাই আপডেট জানতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন।

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩

আমরা ঈদের সময় প্রিয় জন এবং বন্ধু-বান্ধবদের শুভেচ্ছা স্ট্যাটাস এবং ঈদ মোবারক মেসেজ দিয়ে থাকি। ‌ অনেক সময় কিভাবে তাদেরকে এই মেসেজ বা স্ট্যাটাস গুলো পাঠাবো তা বুঝতে পারি না। ‌ এরকম ঈদ মোবারক স্ট্যাটাস পেতে আমাদের আর্টিকেলের নিচের অংশে দেখুন। এখানে রেডিমেড ফেসবুক স্ট্যাটাস এবং ছবিগুলো দেওয়া রয়েছে। ‌ কপি পেস্ট করে আপনি তা শেয়ার করতে পারবেন।

Read moe: ঈদের শুভেচ্ছা মেসেজ & ঈদ মোবারক পিকচার ২০২৩

পোস্টার ডিজাইন করার জন্য সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ কোনটি?

Pics Art হচ্ছে সবচেয়ে সেরা পোস্টার ডিজাইন অ্যান্ড্রয়েড অ্যাপ।

খুব সহজে ব্যানার ডিজাইন করা যায় কোন সফটওয়্যার এর মাধ্যমে?

Canva হচ্ছে সেরা কম্পিউটার সফটওয়্যার এবং সহজেই এডিট করার জন্য অনলাইন প্লাটফর্ম পোস্টার তৈরীর জন্য এবং ছবি এডিটিং এর জন্য।

ঈদুল ফিতর ঈদ ২০২৩ কবে হবে?

সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভরশীল। তবে সম্ভাব্য হচ্ছে আগামী শনিবার।

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button