ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ১ম পত্র সাজেশন: অর্থনীতি সাজেশন ডিগ্ৰী প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য । অর্থনীতি বুঝার একটি বিষয় একটি বুজে বুজে পড়লে বিষয়গুলো অত্যন্ত সহজ মনে হবে আর আজ আপনাদের স্বার্থে শেয়ার করলাম অর্থনীতি সাজেশন ডিগ্ৰী প্রথম বর্ষ।
ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ১ম পত্র সাজেশন
ব্যাষ্টিক অর্থনীতি: আমি আপনাদের সাথে প্রথমে ব্যাষ্টি অর্থনীতির সিলেবাসটা শেয়ার করলাম কারন সিলেবাসটা প্রথমে একটু বুঝতে হবে তারপর সাজেশন।
- অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু……ব্যষ্টিক সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য।কতিপয় মৌলিক অর্থনৈতিক ধারনা সমূহ,বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাসমূহ, পুঁজিবাদ, সমাজতন্ত্র ও ইসলামী অর্থনীতি।
- চাহিদা ও যোগান……. চাহিদা ও যোগানের ধারনা ও তাদের নির্ধারকসমূহ,বাজার ভারসাম্য ও বাজার ভারসাম্যের স্থানান্তর,ভোক্তার উদ্ধৃত এবং উৎপাদকের উদ্ধৃত, চাহিদা ও যোগানের বিভিন্ন প্রকার স্থিতিস্থাপকতার ধারনা এবং তাদের পরিমাপকসমূহ।
- ভোক্তার আচরন তত্ত্ব…… উপযোগ,মোট উপযোগ,ও প্রান্তিক উপযোগ, সংখ্যা বাচক ও পর্যায়গত উপযোগ,ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি,সমপ্রান্তিক উপযোগের নীতিমালা।
- নিরপেক্ষ রেখা বিশ্লেষন…….. নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য সমূহ,ভোক্তার ভারসাম্য,আয় প্রভাব,বিকল্পন,পরিবর্তন প্রভাব ও দাম প্রভাব।
- উৎপাদন তত্ত্ব……. উৎপাদনের উপাদান সমূহ,মাত্রাগত পরিবর্তন , উৎপাদন অপেক্ষক,সম উৎপাদন ,সমখরচ, সমবায় রেখাসমূহ,উৎপাদকের ভারসাম্য।
- ব্যায় তত্ত্ব এবং আয়।
- ফার্ম তত্ত্ব।
- অলিগোপলি বাজার।
- উৎপাদন উপাদান সমূহের দাম নির্ধারণ।
এই হলো অর্থনীতি বা ব্যাষ্টিক অর্থনীতির অধ্যায়হমূহ।এবার সাজেশন টি শেয়ার করলাম । কেননা অনেক শিক্ষার্থী কিন্তু নিয়মিত ক্লাসে যায়না তাদের তথা সব ডিগ্ৰী ছাত্র-ছাত্রীদের জন্য সাজেশন টি খুবই গুরুত্বপূর্ণ ।
অর্থনীতি ডিগ্ৰী প্রথম বর্ষের সাজেশন ২০২২।
অর্থনীতি সাজেশন এর সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন।
- ব্যাষ্টিক অর্থনীতি কি?
- ধনতান্ত্রিক অর্থনীতি কি?
- ইসলামিক অর্থনীতির ধারনা?
- সমাজতান্ত্রিক অর্থনীতি কি?
- চলক বলতে কি বুঝ?
- অর্থনীতর জনক কে?
- চা ও কফি কোন ধরনের খাদ্য?
- চাহিদা বিধি কি?
- মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত?
- প্রান্তিক উপযোগ কাকে বলে?
- MRS কি নির্দেশ করে?
- MRS বলতে কি বুঝ?
- গিফেন দ্রব্য কি?
- আয় প্রভাব কাকে বলে?
- MRS এর পূর্ণরূপ কি?
- ক্রমবর্ধমান মাত্রা উন্নয়ন কি?
- ফার্মের সংজ্ঞা দাও?
- সমজাতীয় পণ্য কি?
- প্রকৃত মজুরি কি?
- সুযোগ ব্যায় কি?
ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন
ডিগ্রি ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশন
সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাজেশন ডিগ্রি ১ম বর্ষ
\ডিগ্ৰী প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য এই সাজেশন টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ডিগ্ৰী First Year পরীক্ষা খুবই নিকটে তাই অবহেলা না করে পোস্ট টি গুরুত্ব সহকারে পড়বেন
খ, বিভাগের আরো গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন:
- সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপতা কি?
- ব্যাষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কি?
- চাহিদা রেখা বলতে কি বুঝ?
- চাহিদার নির্ধারক গুলো লিখ?
- প্রান্তিক উপযোগ কি?
- চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় কেন?
- সমপ্রান্তিক উপযোগ বিধি কি?
- পরিমাণ গত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য কি?
- ভোক্তার উদ্ধৃত কি?
- নিরপেক্ষ মানচিত্র বলতে কি বুঝ?
- উৎপাদন কাকে বলে?
- স্বাভাবিক মুনাফা কি?
- নিরপেক্ষ রেখা ও অসম উৎপাদনের মধ্যে পার্থক্য ?
- স্বল্পকালীন গড় ব্যয় রেখা SAC কেন ইংরেজি U এর মতন হয়?
- একচেটিয়া বাজার বলতে কি বুঝ?
- মজুরি কি ,আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য?
ডিগ্ৰী প্রথম বর্ষের অর্থনীতি সাজেশন, রচনামূলক প্রশ্ন:
- অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বুঝ?
- সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা কর?
- মিশ্র অর্থনীতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা কর?
- একটি সরলাকৃতির চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে চাহিদর স্থিতিস্থাপকতা নির্ণয় কর?
- চাহিদার আয় স্থিতিস্থাপকতা কাকে বলে?
- সমালোচনাসহ সমপ্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা কর?
- নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর?
- ভোক্তার ভারসাম্য কাকে বলে?
- নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখা কর?
- উৎপাদনের উপাদানের সংক্ষিপ্ত বিবরণ দাও?
- মাত্রাগত উৎপাদন কি?
- স্থির ব্যায় ও পরিবর্তনশীল ব্যায়ের মধ্যে পার্থক্য?
- সমোলোচনাসহ রিকার্ডোর খাজনা তত্ত্বটি আলোচনা কর?
- কোন রেখাকে এনভেলাপ রেখা বলা হয় এবং কেন? চিত্রের সাহায্যে ব্যাখা কর?
- পূর্ণ প্রতিযোগীতামূলক বাজারে কোন অবস্থায় একটি ফার্ম ক্ষতি স্বীকার করে ও উৎপাদন চালিয়ে যায়?
- একচেটিয়া বাজারে কেন যোগান রেখা পাওয়া যায়না?
- পূর্ণ প্রতিযোগীতামূলক বাজার কাকে বলে?
- মুনাফার উপাদান সমূহ আলোচনা কর?
- দাম নেতৃত্ব কি? অলিগোপলি বাজারে বিজ্ঞাপন ব্যায় ব্যাখা কর?
- ডুয়োপলি বাজার কি? ডুয়োপলি বাজার ও অলিগোপলি বাজারের মধ্যে পার্থক্য আলোচনা কর?
ডিগ্ৰী প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য এই বিশেষ সাজেশন আশা করি এই সাজেশন টি থেকে ৯৯% কমন পড়বে ।তবে আপনাদেরকে অর্থনীতি বইটি ভালো করে খেয়াল করে পড়তে হবে অবশ্যই বেশি করে পড়লে ভালো রেজাল্ট আশা করা যায় । আমাদের এই ব্লগে অনেক বিষয়ের সাজেশন এবং সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি নিয়ে শেয়ার করা হয় আপনারা চাইলে শেয়ার করতে পারেন।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ফাইনাল সাজেশন ডিগ্রি ১ম বর্ষ