ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট পরীক্ষার ফলাফল ২০২২, রিজাল্ট দেখার লিংক

মাহফুজুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট পরীক্ষার ফলাফল ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট পরীক্ষার ফলাফল ২০২২: গত ২৭ জুন ঢাবির খ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। ২৭ জুন ২০২১- ২০২২ শিক্ষাবর্ষের ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান দুপুর ১ টায় প্রকাশ করেন। ২০২২ সালের ঢাবির ফলাফল নিয়ে যাদের চিন্তা – কিভাবে জানবেন ঢাবির খ ইউনিটের ফলাফল? সে সব তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি। ঢাবির খ ইউনিটের ফলাফল দেখার লিংক নিচে উল্লেখ করা হল।

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট পরীক্ষার ফলাফল একনজরে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ।

শিক্ষাবর্ষ : ২০২১-২০২২
বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয়
ইউনিট : খ

  • পরীক্ষার্থী : ৫৬,৯৭২ জন
  • উত্তীর্ণ : ৫,৬২২ জন
  • সীট : ১,৭৮৮টি
  • পাসের হার : ৯.৮৭ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য কমপ্লিট গাইড A to Z ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নিয়মাবলী দেখতে ভিজিট করুন: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

ঢাবির খ ইউনিটের ফলাফল দেখার লিংক।

আপনি যদি ঢাবির খ ইউনিটে পরীক্ষা দিয়ে থাকেন,  তাহলে  নিচের লিংখ থেকে খ ইউনিটের ফলাফল দেখতে পাবেন। DU B ইউনিটের ফলাফল দেখার লিংক হলো

http://www.admission.eis.du.ac.bd/

কিভাবে ঢাবির “খ” ইউনিটের ফলাফল দেখবেন।

Du Kha ইউনিটের ফলাফল যেভাবে দেখবেন।

প্রথমে এই লিংকে http://www.admission.eis.du.ac.bd/ প্রবেশ করুন।
আপনার ভর্তি নম্বর দিন।
আপনার মাধ্যমিক রোল নম্বর দিন।
সবমিটে ক্লিক করুন।
আপনার DU B ইউনিটের  ফলাফল পেয়ে যাবেন।

ঢাবি খ ইউনিট রিজাল্ট দেখার নিয়ম

Sms এর মাধ্যমে ঢবি খ ইউনিটের ফলাফল দেখার নিয়ম।

প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। তরপর মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে-  DU<Space> KHA<Space> Your Roll এবার SMS টি সেন্ড করুন এই নাম্বারে 16321।

উদাহরণস্বরূপ  DU KHA 456770  Send  to 16321.

কিছুক্ষণ রিপ্লাই আসবে। আপনার Du Kha unite এর রেজাল্ট পেয়ে যাবেন।  এ প্রক্রিয়াটি কমবেশি সবার জানা

তাছাড়া ঢাবির খ ইউনিটের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ফলাফল সহ বিস্তারিত তথ্য পেতে এই লিংক প্রবেশ করুন। https://adma394c127769905e430433c93686fab3a.eis.du.ac.bd/bn/408b7c8ad06e4d9954fa2d948a01f508

ঢাবি খ ইউনিটের ১ ম মেধা তালিকা।

ঢাবি খ ইউনিটে ২ টি মেধা তালিকায় ফলাফল প্রকাশ করা হবে। ইতিমধ্যে ১ম মেধা তালিকার রিজাল্ট প্রকদশ করা হয়েছে ।  ১ম মেধা তালিকায় যারা উত্তীর্ণ হবে তারা ভর্তি হতে পারবেন।

১ম মেধা তালিকায় যারা পাস করতে পারবেন না, তার ২য় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে। ১ম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হবার পর ২য় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শুরু হবে।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।