ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশ ২০২৩ | Drone price in bd

প্রযুক্তির আলোচনার বিষয়ে আজকে রয়েছে ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশে এ বিষয় নিয়ে। বর্তমানে ড্রোন ব্যবহারের চাহিদা প্রচুর বৃদ্ধি পেয়েছে। ‌ বিশেষ করে ২০২৩ সালে প্রায় সকলের ব্যক্তিগত কাজে এখন গ্রহণ ব্যবহার করতে ইচ্ছুক হচ্ছেন। ‌ হতে পারে সেটি ফটোশুটের কারণে কিংবা প্রোডাক্ট ডেলিভারির কাজে।

আজ থেকে প্রায় ১০ বছর আগে ড্রোনের চাহিদা এত ছিল না। ‌ কিন্তু প্রযুক্তির উন্নয়নের ফলে সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও উন্নত হচ্ছে। ‌এখন আমার ভিডিও ধারণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফটোশুট এর মাধ্যমে করা হয়। উন্নত দেশগুলোতে খাবার ডেলিভারি কিংবা প্রোডাক্ট ডেলিভারির কাজে ড্রোন ব্যবহার করলেও আমাদের দেশে এখনো পরিপূর্ণভাবে চালু হয়নি। তবে আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে খুব দ্রুত চালু হয়ে যাবে। বাজারে ছোট-বড় অনেক ধরনের ড্রোন এখন পাওয়া যায়। ১০০০ টাকার ড্রোন থেকে শুরু করে ১ লক্ষ টাকার মধ্যে পাওয়া যায়।

ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশ ২০২৩ সম্পর্কে

ড্রোন ক্যামেরা কি
ড্রোন জ্বরের দাম জানার পূর্বে আমরা তার আগে আমরা জানবো ড্রোন ক্যামেরা কি এবং কিভাবে কাজ করে থাকে। ‌ এটি হচ্ছে এক ধরনের উড়ন্ত ইলেকট্রিক যন্ত্র। ‌যা ব্যাটারির সাহায্যে ইলেকট্রিক পাওয়ার, মোটর এবং পাখার মাধ্যমে ব্যালেন্স করে বাতাসে ভেসে থাকে। ‌কিছু কিছু ড্রোনের মধ্যে ক্যামেরা লাগানো থাকে। আবার কিছু ড্রোনে ক্যামেরা লাগিয়ে নিতে হয়।‌ এগুলো সাহায্যে সিনেমার শুটিং থেকে শুরু করে ব্যক্তিগত ছবিও তোলা যায়। যে সকল রোগ শক্তিশালী সেগুলোর মাধ্যমে ভারী জিনিসও তোলা সম্ভব। তবে এগুলোর মূল্য তুলনামূলকভাবে একটু বেশি। তবে আজকে আমরা আপনাদের সামনে বাড়ির ড্রোনের দাম থেকে শুরু করে, ১০০ টাকার ড্রোন, ৫০০ টাকার ড্রোন এবং ড্রোন ক্যামেরার পিকগুলো নিয়ে আলোচনা করব।

ড্রোন ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ

উপরে আমরা ড্রোন ক্যামেরা সম্পর্কে জানলাম এখন আমরা ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশ সে সম্পর্কে জানব। বিভিন্ন ধরনের ড্রোন ক্যামেরার মডেল এবং দাম দেওয়া হল।

998 – Micro foldable wide angle price on bd 4200 Tk

CameraHD Video
Flight Time12 Minutes
Video TransmitterWiFi FPV
BatteryController Battery
Drone MovementUp / Forward, Down / Turn Left, Backward / Right, Flight
Top Speed3 Level Flight
LightLED Light

E99 RC Drone With 4K ( Dual ) price in bd 5200 Tk

Camera4k Dual
Flight Time25 minutes
Video TransmitterWiFi FPV
Charging Battery70 minutes (1800 Lithium Battery)
Drone MovementUp / Forward, Down / Turn Left, Backward / Right, Flight
Top Speed3 Level Flight
LightYes

ড্রোন ক্যামেরা দাম কত ২০২৩

Best drone under 10000 tk 2023

  • ZFR F185 Pro (4K Dual) camera drone pice 7500 Tk
  • SJRC F11S (4K Pro) GPS drone Combo price 30000 Tk
  • E88 WiFi (4K drone) price 5600 Tk
  • RS537 RC (4K drone) with dual camera price 6000 tk
  • Traveller 3 drone with (4k) camera price 7999 tk

কম দামে ড্রোন ক্যামেরা

উপরে আপনারা যে সকল ড্রোন ক্যামেরা দাম কত দেখলেন সেগুলো তুলনামূলকভাবে একটু বেশি। এখন আপনাদের সামনে তুলে ধরব ২০০ টাকার ড্রোন থেকে শুরু করে সকল কম দামের গুলোর সম্পর্কে। ‌ সাধারণত এর ড্রোন গুলো বাচ্চাদের খেলার কাজে কিংবা ছোটখাটো কাজকর্মের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যদি ভারী প্রয়োজনের ব্যবহার করতে চান তাহলে উপরের ড্রোন গুলো নিতে পারেন। ‌নিচে এর মডেল এবং দাম দেওয়া হল।

Best drone for kids

  • Baoniu aerobat 702 mini aircraft drone price 1980 Tk
  • Aerobat rc mini aircraft drone price 2000 tk
  • Coreless motor with propeller (4set) 350 tk
  • Flying angry bird toy 720 tk
  • Sensor helicopter 400 tk
  • Rechargeable mini helicopter remote control 2000 tk

ড্রোন ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ দারাজ
অনেকে উপরের এই কিওয়ার্ড লিখে সার্চ করে দারাজ থেকে ড্রোন কিনতে আগ্রহী হন। ‌মূলত ড্রোন ক্যামেরা দাম কত তুলনামূলকভাবে একটু কম থাকে এখানে। “ড্রোনের ক্যামেরার দাম কত” কমে নিতে চান তারা এই ওয়েবসাইট থেকে নিতে পারেন। তবে কেনার পূর্বে অবশ্যই রিভিউ দেখে কিনে নেবেন। ‌তাহলে ভালো পণ্যটি পেয়ে যাবেন। ‌

ড্রোন ক্যামেরা ব্যবহারের সুবিধা:

  • সামরিক কাজে এখন ড্রোন সবচেয়ে বেশি ব্যবহার করা। এতে করে মৃত্যুর হার অনেক কমে গেছে। ‌
  • দুর্গম এলাকায় যেখানে পরিদর্শনের জন্য মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় সেখানে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও ফুটেজ আনা যায়।
  • প্রাকৃতিক দুর্যোগ বা কৃত্রিম দুর্যোগের কারণে কোথাও আটকে পড়লে সেখানে ড্রোনের সাহায্যে তৎক্ষণাৎ প্রাথমিক সেবা এবং খাবার পাঠানো যায়।
  • খুব সহজেই ভিডিও শুট এবং অন্য ডেলিভারি করা যায়।

আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে এই ড্রোন বিষয়। আমরা আপনাদের এ প্রশ্নোত্তরগুলো নিচে দিয়ে দিচ্ছি।

ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশ?

বাংলাদেশের ড্রোন ক্যামেরার দাম সাধারণত ১০০ টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত রয়েছে।

কত পাখার ড্রোন সবচেয়ে ভালো?

এটি মূলত নির্ভর করে ড্রোনের কোয়ালিটির উপর পাখার উপর নয়। তবে পাখা যত বেশি হবে তত ব্যালেন্স ক্ষমতা ভালো হবে।

বাচ্চাদের ড্রোনের দাম কত?

বাচ্চাদের ড্রোনের দাম সাধারণত ১০০ টাকা থেকে শুরু করে ২০০০ হাজার টাকা পর্যন্ত রয়েছে।

কোথায় ড্রোন কিনতে পারবো?

আপনি যে কোন মার্কেট থেকে এ ড্রোন কিনতে পারবেন। তবে অনলাইনের ই-কমার্স সাইট গুলো থেকেও কিনতে পারবেন যেগুলো আপনাকে হোম ডেলিভারি দিয়ে থাকবে। ‌

আজকের সয়াবিন তেলের দাম কত ২০২৩

আজকের চিনির দাম কত ২০২৩ | Sugar price in bd

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button