ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়র ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় ২০২২-২৩ বর্ষের ঢাবি ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল ২০২৩ থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির চারটি ইউনিটের অধীন এই পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মে ২০২৩।
ঢাবি ভর্তি পরীক্ষায় অংশ নিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ২৭ ফেব্রুয়ারি থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ঢাবিতে আবেদন করতে পারবেন ২০ মার্চ পর্যন্ত। এডমিট কার্ড ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়র ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘প্রথম বর্ষ তথা স্নাতক (সম্মান) শ্রেণি’ বদলানো হয়েছে এবং নতুন করে নামকরণ করা হয়েছে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’। অন্যান্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে আন্ডারগ্র্যাজুয়েট নামকরণ করা হয়। ঢাবি ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষে চারটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা ইউনিভার্সিটির ইউনিট চারটি হলো:
ঢাবি ইউনিট সমূহ হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট ও চারুকলা ইউনিট।
এবার থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ঢাবি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন কোটার সঙ্গে ট্রান্সজেন্ডার কোটা রয়েছে। ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে। ঢাবি আবেদন চলবে ২০ মার্চ পর্যন্ত। এবং ১৮ এপ্রিল সকাল থেকে আপনার ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা পৃর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন সকল ইউনিটের পরীক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৩
আজকে ঢাবির ভর্তি কমিটির সভায় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
- ঢাকা ইউনিভার্সিটির ইউনিট কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ভর্তি পরীক্ষা ৬ মে অনুষ্ঠিত হবে।
- ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে অনুষ্ঠিত হবে।
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে।
- ঢাবি বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইউনিভার্সিটির চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়ম এবং ঢাবির ভর্তি পরীক্ষার মানবন্টন সহ বাকি সকল তথ্য দেখতে ভিজিট করুন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩