সপ্তম শ্রেণী গণিত সমাধান পিডিএফ | Class 7 Math solution pdf Download

প্রতিদিনের মতো আমরা এবার নিয়ে হাজির হয়েছি সপ্তম শ্রেণী গণিত সমাধান এবং Class 7 Math solution pdf Download নিয়ে।‌ যারা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য এ আজকের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‌ কারণ প্রতিটি অধ্যায়ের সকল সমস্যার সমাধান সুন্দরভাবে বুঝিয়ে দেয়া হচ্ছে আমাদের এই পিডিএফ ফাইলে (Class 7 Math book pdf Download )।

মাধ্যমিক স্কুলে গুরুত্বপূর্ণ একটি শ্রেণী হচ্ছে সপ্তম শ্রেণী। প্রতি বছরের সপ্তম শ্রেণীতে কয়েক লাখ শিক্ষার্থীর ভর্তি হয় বাংলাদেশ জুড়ে। ‌সপ্তম শ্রেণীতে প্রায় ছয়টি বিষয় রয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে গণিত।‌ বরাবর এই শিক্ষার্থীদের কাছে এই গণিত বিষয়টি অত্যন্ত জটিল লাগে। ‌তারা এজন্য বিভিন্ন ধরনের গাইড কিনে থাকে এবং টিউশন টিচার এর কাছে প্রাইভেট পড়ে থাকে।‌ বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকাশনীর গণিত গাইড পাওয়া যায়। ‌তবে সেগুলো হতে পারে বিভিন্ন ধরনের জটিলভাবে সমাধান।

সপ্তম শ্রেণী গণিত সমাধান পিডিএফ | Class 7 Math solution pdf Download

কিন্তু আমাদের এই পিডিএফ ফাইলে পাচ্ছেন খুব সহজে সমাধান করা সকল অধ্যায়ের গণিতের সমাধান। আর আমাদের সমাধানের পাশাপাশি রয়েছে ছোট ছোট মডেল টেস্ট যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে পড়া শেষে যাচাই করার সুযোগ পাবে। ‌সপ্তম শ্রেণীর‌ গণিত বইয়ের মোট ১৫ টি অধ্যায় রয়েছে। ‌প্রতিটি অধ্যায়ের সকল সমাধান গুলো সুন্দর করে দেওয়া রয়েছে।

এখন আমরা অধ্যায়ভিত্তিক বিভিন্ন আলোচনা পর্যালোচনা করব। ‌ যার মাধ্যমে একজন শিক্ষার্থী গণিত পড়ার পূর্বে সেই অধ্যায় সম্পর্কে ধারণা পাবে।

১ম অধ্যায়
এই অধ্যায়টিতে মূলদ এবং অমূলদ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ‌আর অনুশীলনীতে রয়েছে এই ধরনের গণিত। ‌ এই অধ্যায় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। ‌ তাই এ অধ্যায়ের সকল প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে এবং সবকিছু জানতে হবে। ‌তাহলে পরবর্তী অধ্যায়গুলো পড়তে অত্যন্ত সহজ হবে।

২য় অধ্যায়
এই অধ্যায়ে শিক্ষার্থীদেরকে শেখানো হচ্ছে সমানুপাত ও লাভ ক্ষতি। ‌দৈনিন্দ্য জীবনের সমানুপাত এবং লাভ ক্ষতি জানার প্রয়োজন রয়েছে। বাংলাদেশ শিক্ষা বোর্ড সপ্তম শ্রেণী থেকেই শেখানোর চেষ্টা করে যাচ্ছে। ‌অর্থাৎ বাস্তব জীবনের গণিতের ব্যবহার গুলো এই অধ্যায়ে তুলে ধরা হয়েছে। এই লাভ ক্ষতির গণিত গুলো আরও উপরে শ্রেণী পর্যন্ত রয়েছে। তাই Class 7 Math solution pdf ডাউনলোড করুন।

অনার্স ৪র্থ বর্ষ সামাজিক পরিবর্তন সাজেশন ২০২৩ | Social Change suggestion 2023

৩য় অধ্যায়
এই অধ্যায়ের পরিমাপ নিয়ে আলোচনা করা হচ্ছে। যেমন আমরা দৈনিন্দ্য জীবনে বিভিন্ন ধরনের জিনিসপত্র ওজন করি, দৈর্ঘ্য মেপে থাকি, ‌তুলনা করি ইত্যাদি। এ সকল কিছুই যে হিসাব অনুযায়ী করা হয় সে সকল বিষয় নিয়েই অধ্যায় আলোচনা করা হচ্ছে। পরীক্ষা এই অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে।

৪র্থ অধ্যায়
বীজগণিতীয় রাশি এবং গুণ ভাগ নিয়ে হচ্ছে এই অধ্যায়ের আলোচনার বিষয়। বিভিন্ন ধরনের যোগ বিয়োগ এবং গুণ ভাগ বীজগণিত পদ্ধতিতে কিভাবে করা হয় এ অধ্যায় থেকেই শেখানো হয়। ‌আর এই অধ্যায়ের সকল অনুশীলনের প্রশ্নগুলো খুব সহজভাবেই আমরা আমাদের সাজেশনে দিয়েছি।

৫ম অধ্যায়
এই অধ্যায় রয়েছে বীজগণিত সূত্রাবলী এবং প্রয়োগ। ‌৬ষ্ঠ অধ্যায় রয়েছে বীজগণিতীয় অংক গুলো।‌ এ অধ্যায় থেকে বীজগণিতের সূত্র শিখে এবং প্রয়োগ গুলো শিখলে পরবর্তী অধ্যায়ে গণিতগুলো বুঝতে অনেক সুবিধা হবে।

৬ষ্ঠ অধ্যায়
বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে অনুশীলনী তৈরি হয়েছে পঞ্চম অধ্যায়ের। এই বীজগণিতীয় ভগ্নাংশ যারা গণিত বিষয় নিয়ে পড়াশোনা করবে তাদের শেষ পর্যন্তই থেকে যায়। ‌সুতরাং এই ধরনের গণিতগুলো অবশ্যই সবার মনোযোগ দিয়ে শিখতে হবে প্রথম থেকেই। তাহলে তাহলে পরবর্তী শ্রেণীগুলোতে গণিতে ভালো ফলাফলো করতে পারবে শিক্ষার্থীরা।

৭ম অধ্যায়
Class 7 Math solution pdf Download এর সপ্তম অধ্যায় রয়েছে সরল সমীকরণ। তবে সরল সমীকরণের পাশাপাশি এখানে রয়েছে লেখচিত্র। ‌যার মাধ্যমে পেপারে লেখচিত্র অংকন করতে হবে।

এছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি অধ্যায়। এগুলোতে রয়েছে জ্যামিতি সহ আরো নানা ধরনের গণিত অনুশীলনী। যাদের সপ্তম শ্রেণীর সাজেশন দরকার তারা নিচের লিংক থেকে‌ সরাসরি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নিন।

Class 7 Math solution pdf Download & Class 7 Math solution pdf Download

ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে ষষ্ঠ শ্রেণী এবং অন্যান্য শ্রেণীর গণিত সমাধান বইয়ের পিডিএফ শেয়ার করা হয়েছে। সকল বইয়ের পিডিএফ ফাইল পেতে আমাদের সঙ্গে থাকুন।

Unmesh GK Update pdf Download

অনার্স ৪র্থ বর্ষ সোভিয়েত ইউনিয়নের ইতিহাস সাজেশন ২০২৩ | History of Soviet Union suggestion 2023

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button