বাংলাদেশের জাতীয় বাজেট অর্থবছর ২০২৩-২৪ | Budget 2023-24 Bangladesh

মাহফুজুর রহমান
Budget 2023-24 Bangladesh

বর্তমানে আমাদের দেশের হট নিউজ হচ্ছে বাংলাদেশের বাজেট অর্থবছর ২০২৩ -২৪ ( Budget 2022-23 Bangladesh )। এই নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কারণ এ বাজেট নাকি পূর্ববর্তী বছর থেকে অনেক বেশি এবং যা বাংলাদেশের মানুষের জন্য অনেকটা ব্যবহার ব্যয় বহুল।‌ আর আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো বাজেটে কোন কোন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং কোন কোন পণ্যের দাম কমবে।

জাতীয় বাজেট ২০২৩-২০২৪ বাংলাদেশের জাতীয় বাজেট:

প্রতিটি দেশের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বাজেট। একটি বাজেটের মাধ্যমে একটি দেশের ওই অর্থনৈতিক বছরের সকল আয় ব্যয় হয়ে থাকে। ‌অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এমন আপনি আগামী এক মাস কিভাবে চলবেন এবং কত টাকা ব্যয় হবে এর হিসাব নিকাশ করে একটি অর্থের পরিমাণ নির্ধারণ করা। ঠিক এমনটাই হচ্ছে একটি দেশের অর্থবছরের বাজেট। বাংলাদেশে প্রতিবছর এর বাজেট নির্ধারণ করা হয়ে থাকে।

তবে এই বাজেটের পরিমাণ ক্রমশ শুধু বেড়েই যাচ্ছে। ‌ ঠিক তেমনভাবে এবারও ভিত্তি পেয়েছে অনেক টাকা। তবে এখনো সঠিক বাজেট নির্ধারণ করা হয়নি। ‌অর্থমন্ত্রী একটি অর্থের পরিমাণ সরকারের কাছে প্রস্তাবিত রাখবেন এবং তারপর আজকে ঘোষণা করা হবে এই অর্থবছরের বাজেট।

Budget 2023-24 Bangladesh
Budget 2023-24 Bangladesh

বাংলাদেশের বাজেট অর্থবছর ২০২৩-২: Budget 2022-23 Bangladesh

বর্তমানে বাংলাদেশের অর্থমন্ত্রী হচ্ছে আ হ ম মুস্তফা কামাল। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে তিনি আজকে অর্থাৎ পহেলা জুন ২০৩৩ মাননীয় সরকারের কাছে এই অর্থ প্রস্তাবিত করবেন। ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের পরিমাণ হচ্ছে ৭ লক্ষ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এ বাজেটের বৃদ্ধির হার ৭.৫%. তারা জানিয়েছে এই বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি এবং বিভিন্ন পণ্য বৃদ্ধির কারণ। ‌আর নতুন এই অর্থ বছর বাজেটের মূল চ্যালেঞ্জ করছে মুদ্রাস্ফীতি কমানো। অন্যদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন এটি অবশ্যই গরিবদের জন্য সহনীয় হবে এমন বাজেট নির্ধারণ করতে এবং সেই সেই বিষয় নিয়ে কাজ করবে। ‌

২০২৩-২৪ বাজেটে কোন কোন পণ্যের দাম বৃদ্ধি পাবে?

বাজেটে পরিমান যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই অনেক পণ্য এবং দ্রব্য সামগ্রিক দাম বৃদ্ধি পাবে। ‌কেননা একটি অপরটির সাথে পরিপূরক। প্রতি বছর যে বাজেট নির্ধারণ করা হয় এটি বিভিন্ন পণ্য এবং সেবার ওপর কর এবং ভ্যাট আরোপ করে তা তুলে নেওয়া হয়। যার কারণে ঐ অর্থবছরে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দাম বেড়ে যায়। আসুন দেখে নেই বাংলাদেশের বাজেট অর্থবছর ২০২৩-২৪ কোন কোন পণ্যের দাম বৃদ্ধি পেতে যাচ্ছে। ‌

জমি ও ফ্ল্যাটের দাম: যদি উপরের প্রস্তাবিত বাজেটটি রাখা হয় তাহলে এ বছর ফ্ল্যাট এবং জমির দাম বৃদ্ধি পেয়ে যাবে। ‌কেননা এসবের ওপর ভ্যাটের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। যেমন ঢাকা এবং চট্টগ্রামের অঞ্চলে ৪ থেকে ৮ শতাংশ এবং অন্যান্য অঞ্চলের ৩ থেকে ৬ শতাংশ বৃদ্ধির হার ‌

মাদকদ্রব্য সামগ্রী বৃদ্ধি: প্রতিবছর বাজেটের সময় সবচেয়ে মাদকদ্রব্য সামগ্রীর দাম বেশি বৃদ্ধি পায়। এবার আর বাজেট অনুসারে বিশালাকার সিগারেটের দাম ৯০ টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত হতে পারে।

খাবার পণ্য: কাজুবাদাম, বাসমতি চাল, শুকনা খেজুর ইত্যাদি খাদ্য পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হচ্ছে। ‌এ ভ্যাট বাড়ানোর পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত। যা একজন সাধারণ মানুষের কিন্তু হবে আগের থেকে কয়েকশো টাকা বেশি ‌

নির্মাণ সামগ্রী: একটি পাকা ঘর তৈরি করতে যে সকল নির্মাণ সামগ্রী লাগে সে সকল অন্যের ওপর ভ্যাট এর পরিমাণ বৃদ্ধি করা হতে পারে। যেমন প্রতিটি সিমেন্টের ব্যাগ প্রতি ২০ টাকা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ‌এছাড়াও বাড়বে ইট এবং ভালোর দাম।

বিলাস বহুল পণ্যের দাম বৃদ্ধি?

বাংলাদেশের বাজেট অর্থবছর ২০২৩ -২৪ এ সকল বিলাসবহুল পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ‌যেমন দামি গাড়ি, এসি, ফ্রিজ এবং হ্যান্ডসেট ফোন। প্রতিবছর এই ধরনের পণ্যের দাম স্বল্প হারা বৃদ্ধি পায়। তবে তা সহনীয় মাত্রায়। ‌ এছাড়াও বৃদ্ধি পাবে বিভিন্ন ধরনের আমদানিকৃত সামগ্রী।

গ্যাসের দাম কি বৃদ্ধি পাবে?

হ্যাঁ এই অর্থ বছরে অবশ্যই গ্যাসের দাম বৃদ্ধি পেতে যাচ্ছে। বিশেষ করে যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে তাদের জন্য এটি একটি সংখ্যা। ‌ কারণ পূর্বের তুলনায় এখন তিন থেকে পাঁচ শতাংশ বেশি ভ্যাট নেওয়া হবে। তাই এ বিষয়ে সাধারণ জনগণকে বেশি জানা দরকার।

আরো অন্যান্য পণ্য:

যেমন কোমল পানীয়, অ্যালুমিনিয়াম দ্রব্য, চশমা সানগ্লাস, ভ্রমণ খরচ ইত্যাদি খাতে ৫ থেকে ২০ শতাংশ বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বাজেটে কোন কোন পণ্যের দাম কমবে?

অনেকে মনে করে বাজেট বাড়লে শুধুমাত্র পণ্যের দাম এবং জিনিসপত্রের দামগুলো বৃদ্ধি পায়। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। ‌ অনেক পণ্যের দাম এখানে কমে যায় যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। ‌ আসুন তাহলে দেখি কোন কোন পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে।

  • মাংস
  • বৈদ্যুতিক সরঞ্জাম ( যেগুলো দেশে উৎপন্ন হয় )
  • অনলাইন ডেলিভারি চার্জ
  • মিষ্টি জাতীয় খাবার
  • এছাড়াও কমতে পারে বিভিন্ন ধরনের ঔষধ সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ‌

বাংলাদেশের বাজেট অর্থবছর ২০২৩-২৪ সম্পর্কে জানলেন। ‌ যখন পরিপূর্ণ বাজেট পাস হবে তখন আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।

Also Read: জাতীয় শিক্ষানীতি সংশোধন হবে বললেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেল

বর্তমান অর্থ বছরের বাজেট কত নির্ধারণ করা হয়েছে?

৭ লক্ষ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

এবারের বাজেটের ঘাটতি কত টাকা? ( Budget 2022-23 Bangladesh )

এ বছরের বাজেটে ঘাটতি রয়েছে ২ লক্ষ ৬২ হাজার কোটি টাকা।

২০২৩ সালে বাজেটের বৃদ্ধির হার কত?

২০২৩ সালে বাজেটের বৃদ্ধির হার হচ্ছে ৭.৫ শতাংশ।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।