মোটরসাইকেল রাইডার ভাই ও বোনদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন চেক করবেন কিভাবে। কারণ যারা বাইক ব্যবহার করে তারাই জানে এই বিষয়টি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলুন নিচে থেকে এ সম্পর্কিত সকল তথ্য বিস্তারিত জেনে নেই।
বর্তমানে আমাদের দেশে বাইকারের সংখ্যা অনেক বেশি। নতুন বাইক কিংবা পুরাতন বাইক যেটাই হোক না কেন মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয়। যখন নতুন কেনা হয় তখন অবশ্যই এটি রেজিস্ট্রেশন করতে হয়। পুরাতন কিনে থাকে তাদের স্টেশন নাম্বার সহ সকল কাগজপত্র যাচাই বাছাই করে নিতে হবে অবশ্যই। তা তাহলে বিভিন্ন ধরনের আইনে ঝামেলায় পড়তে হয়। মনে করি প্রত্যেক বাইকারদের এ বিষয়টি অবশ্যই জানা দরকার।
অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
বহু পূর্বে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারে চেক করা অনেক ঝামেলা ছিল। অফিসে দৌড়াদৌড়ি করা হতো। অনেক সময় কয়েক দিন ঘোরাফেরার পরও সিরিয়াল পাওয়া যেত না। কিন্তু পদ্ধতিতে এখন বাসায় বসে অনলাইনে বিআরটিএ গাড়ির কাগজ চেক করার সুযোগ পাচ্ছেন। এতে করে সময় এবং অর্থ উভয় বেঁচে যাচ্ছে। বাইকারদের আরো এই জিনিসটা সহজ হয়ে গেছে।
বিশেষ করে যারা পুরাতন মোটরসাইকেল বেচাকেনা বিজনেস করে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের প্রতিনিয়ত মোটরসাইকেল কিনতে হয় এবং গ্রাহকদেরকে মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর চেক করে দিতে হয়। সকল তথ্যগুলো গ্রাহকদের অনলাইনে গাড়ির স্মার্ট কার্ড চেক করাসহ সকল তথ্যগুলো মুহূর্তেই দেখে দিতে পারে।
মোবাইলে মোটরসাইকেল রেজিস্ট্রেশন চেক করবেন যেভাবে
প্রথমে একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইস দিতে হবে। তারপর গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য থাকতে হবে। ধাপে ধাপে দেখার নিয়মগুলো তুলে ধরা হলো।
- প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। সবচেয়ে ভালো হয় যদি গুগল ক্রোম কিংবা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করেন।
- তারপর এই লিংকে ক্লিক করুন। তারপর সেখানে লগইন অপশন দেখতে পারবেন। যদি পূর্বে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করে নিন। আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে নিবন্ধন অপশনে ক্লিক করতে হবে।
- এরপর নিবন্ধনকৃত ফ্রম ওপেন হবে। ভোটার আইডি কার্ড নম্বর, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং অন্যান্য তথ্য দিয়ে একাউন্ট সাকসেস পাবে তৈরি করতে হবে।
- একাউন্ট তৈরি হয়ে গেলে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। সেখানে অনেকগুলো অপশন দেখতে পাওয়া যাবে। মোটরসাইকেল রেজিস্ট্রেশন চেক নামের একটি অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করুন।
- মোটরসাইকেলের নম্বর, নম্বরসহ সকল তথ্য দিয়ে সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন তথ্য সকল কিছু পেয়ে যাবেন। এ সকল ইনফরমেশন মোটরসাইকেলের কাগজপত্র দেখে পূরণ করতে হবে।
এভাবেই মোটরসাইকেল রেজিস্ট্রেশন চেক করা হয়ে থাকে। পদ্ধতিতে যেকোনো গাড়ির নাম্বার দিয়ে কাগজ চেক বাংলাদেশে করতে পারবেন।
বাইক রেজিস্ট্রেশন কি কি কাগজপত্র লাগে
মোটরসাইকেলের মালিক কিংবা ডিলার করতে যথাযথ পূরণকৃত এবং স্বাক্ষর করা একটি নির্ধারিত আবেদন পত্র। একই সঙ্গে বিআরটিএ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে।
- বাইকের বর্তমান মালিকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে।
- বিল অফ এন্ট্রি অথবা ইন ভয়েস, এলসিএ কপি লাগবে।
- প্যাকিং, ডেলিভারি চালান এবং গেট পাশ লাগবে।
- আয়কর দেওয়ার অনুমতি পত্র
- ব্যক্তির মালিকাধীন আবেদন পত্রের ক্ষেত্রে ওই ব্যক্তির জাতীয় পরিচয় পত্র কিংবা পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স সহ যেকোনো একটি ফটোকপি সত্যায়িত করে জমা দিতে হবে।
অনলাইনে দেখার পাশাপাশি এসএমএসের মাধ্যমে ও ডিজিটাল নাম্বার প্লেট এসেছে কিনা তা দেখতে পারবেন। অথবা নাম্বার প্লেটটি কোন পর্যায়ে রয়েছে সেটিও জানতে পারা যায়। মোবাইলে এসএমএস এর মাধ্যমে নাম্বার প্লেট দেখার নিয়ম নিচে দেওয়া হল।
প্রথমে টাইপ করতে হবে NP এবং পাঠিয়ে দিন 26969 নাম্বারে।
মোটরসাইকেল রেজিস্ট্রেশন চেক মেসেজের মাধ্যমে যেভাবে করা হয়:
NP DRC and send 26969
যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে অবশ্যই ওই মোবাইল দিয়ে এসএমএস পাঠাতে হবে। তবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য আলাদা দুটি জোন রয়েছে।
মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি
প্রথমে বাইকের রেজিস্ট্রেশন ফিরিয়েছিল অনেক। পরবর্তী সময়ে তা কমিয়ে করা হয় ১০১৫২ টাকা। তারপর ২০২৩ সালে পুনরায় বৃদ্ধি পেয়ে সর্বমোট ফি ১২০৬৭ টাকা।
মোটরসাইকেল চালানোর কিছু করণীয়
মোটরসাইকেল রেজিস্ট্রেশন করলেই হবে না শুধু। পাশাপাশি নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলে মোটরসাইকেল চালাতে হবে। যেমন হেলমেট ব্যবহার, সু জুতা ব্যবহার, প্রতিনিয়ত ইঞ্জিন চেক, ওভারটেকিং না করা, ট্রাফিক আইন মেনে চলা ইত্যাদি করতে হবে। তাহলে ব্যক্তিগতভাবে যেমন সুরক্ষিত থাকবেন। ঠিক তেমনভাবে রাস্তার পথচারী এবং অন্যান্য জনগণ সুরক্ষিত থাকবে।
যারা মোটরসাইকেল রেজিস্ট্রেশন চেক উপরে একটি অনুসারে করতে পারবেন না তারা youtube এর ভিডিও দেখে নিতে পারেন। এছাড়া যে কোন কম্পিউটার দোকান থেকে রেজিস্ট্রেশন চেক করে নিতে পারবেন।
বর্তমানে মোটরসাইকেল রেজিস্ট্রেশন আবেদন ফি ২০২৩ কত?
বর্তমানে ২০২৩ সালে আবেদন ফি হচ্ছে মাত্র ১২০৬৭ টাকা।
গাড়ির কাগজ চেক করার সফটওয়্যার কি?
এর নির্দিষ্ট কোন সফটওয়্যার নেই তবে বিআরটিএ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন।