অনার্স ১ম বর্ষ বাংলা কবিতা ১ সাজেশন | Bengali Poetry 1 suggestion

মাহফুজুর রহমান
অনার্স ১ম বর্ষ বাংলা কবিতা ১ সাজেশন | Bengali Poetry 1 suggestion

আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে অনার্স ১ম বর্ষ বাংলা কবিতা ১ সাজেশন ( Bengali Poetry 1 suggestion ) সম্পর্কে। যে সকল শিক্ষার্থীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবারের প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কেননা এ আর্টিকেল জুড়ে আলোচনা করা হচ্ছে উক্ত বিষয়ের সাজেশন নিয়ে।

বাংলা বিষয় বলে অনেকে এটি অবহেলা করে থাকে। একটু খেয়াল করে দেখবেন যে সকল শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে তাদের অধিকাংশই বাংলা পরীক্ষায় কোন নম্বর। কারণ এ বিষয়টি অবহেলা করে থাকে এবং পড়াশোনা কম করে। দেখা গেছে ইংরেজি বিষয়ের তুলনায় বাংলা ভাষা অনেকের কাছে অনেকটা জটিল মনে হয়। যার কারণে পরীক্ষার সময় তারা একদম কম নম্বর পেয়ে থাকে।

অনার্স ২য় বর্ষ প্রারম্ভিক নৃবিজ্ঞান সাজেশন ২০২৩ | Introductory Anthropology suggestion

যদি একজন শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে পড়াশোনা ভালোভাবে না করে এবং প্রথম বছর ফলাফল যদি খারাপ করে থাকে তাহলে তার মোট ফলাফলের পয়েন্ট কমে যাবে। এ বিষয়ে শিক্ষার্থীদেরকে অবশ্যই প্রথম থেকে সতর্ক থাকতে হবে যাতে মোট ফলাফল ভালো হয়। আর দেরি নয় এখনই এ সাজেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিন।

অনার্স ১ম বর্ষ বাংলা কবিতা ১ সাজেশন | Bengali Poetry 1 suggestion

  • ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটি কোন অধ্যায়ের মহররমের জারি সংযোজন করা হয়েছিল?
  • দুখাই কে ছিল?
  • বদনা বিয়েতে কয়জন মেয়ে অংশগ্রহণ করেছিল?
  • নৈলা গান কাকে বলে?
  • সাজুকে গায়ের সবাই কেমন মেয়ে বলে ডাকতো?
  • নকশী কাঁথার মাঠ কাব্যের উল্লেখিত বিলের নাম কি ছিল?
  • কবি জসীমউদ্দীন কত সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান?
  • বৈশিষ্ট্য বিচারের দিক থেকে নকশী কাঁথার মাঠ কোন জাতীয় কাব্যগ্রন্থ?
  • একদিন যদি আমি কবিতা নাটক ফল কিসে করে তুলে নিয়ে যাওয়া হয়?
  • ধানসিড়ি বলতে কি বুঝ?
  • চাল ধোয়া স্নিগ্ধ হাত ধান মাখা চুল, হাতে তার শাড়িটির বস্তা পাড়। এখানে কবি কার কথা বলেছিলেন?
  • কবহুলা কখন বাংলার রূপ দেখেছিলেন?
  • বেহুলা কোন নদীর তীর থেকে ভেলা ভাসিয়েছিলেন?
  • বাংলার মুখ আমি কবিতায় কবি কোন পৃথিবীর রূপ খুঁজতে চেয়েছিলেন?
  • নারী কবিতা কোন ছন্দে রচিত?
  • এ দুনিয়া পাপশালা। এ চরণটি কোন কবিতার অংশ।
  • তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়। এই অংশটুকু কোন কবিতার?
  • মানুষ কবিতায় উচ্চারিত মহামানবের নাম কি?
  • সাম্যবাদী কাব্যগ্রন্থে কয়টি কবিতার স্থান পেয়েছিল?
  • সাম্যবাদী কত সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ হিসেবে?
  • খেপার এর তরণী কবিতার শেষ পর্যন্ত কার খ্যায়া পার হয়?
  • আতা তুর্ক শব্দের অর্থ কি?
  • কামাল পাশা কোন দেশের নাগরিক ছিলেন?
  • ধুমকেতু কাকে বিষধুম নিক্ষেপ করেছিল?
  • অগ্নিবীণা কাব্যগ্রন্থের ১ম কবিতার নাম কি?
  • কাজী নজরুল ইসলাম এর বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

অনার্স ১ম বর্ষ বাংলা কবিতা ১ সাজেশন বাংলা ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইটিতে রয়েছে বিভিন্ন ধরনের কবির কবিতা এবং কবি পরিচিতি। যা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে পরীক্ষাগুলোতে। শুধুমাত্র যারা অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্যই নয়। কারণ এই কবি পরিচিতি এবং কবিতা থেকে অনেক প্রশ্নগুলো সরকারি চাকরি থেকে বিসিএস পর্যন্ত এসে থাকে।

আমাদের আর্টিকেলটি যারা অনার্স বাংলা ভাষা ব্যতীত অন্য যারা দেখছেন সবাই পুরোটা পড়ে নিবেন। থেকে অনেক প্রশ্ন সরকারি চাকরির সহ বিভিন্ন ক্ষেত্রে কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এই সাজেশনটিতে রয়েছে বিগত সালের সকল প্রশ্ন এবং প্রত্যেক অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো। যা কমেন্ট করা সম্ভব না প্রায় ৮০ শতাংশ। আর সাজেশন নিজে পূরণ এবং অন্যদেরকে পড়ার সুযোগ করে দিন।

খ বিভাগ বাংলা কবিতা ১ সাজেশন

  • সাজুর বিরহ বেদনায় স্বরূপ সংক্ষেপে লিখুন।
  • নকশী কাঁথার মাঠ কাব্যগ্রন্থ অবলম্বনে বদনা বিয়ের গানের বর্ণনা দিন।
  • সাজু এবং রুপাই এর প্রথম সাক্ষাতের বর্ণনা দিন।
  • নকশী কাঁথার মাঠ কাব্যে সাজুর গৌড়ের পরিচয় দিন।
  • নকশী কাঁথার মাঠ কাঁদবে কোন সমাজের পরিচয় মিলে ছিল?
  • শুকতারা নিভে গেলে কাদে কি আকাশ? ব্যাখ্যা করুন।
  • জীবন অথবা মৃত্যু কবিতা আলোকে জীবনানন্দ দাশের অভিব্যক্তি আলোচনা করুন।
  • চিনো ফোনজনার মত ইন্দ্রের সবাই কে এবং কেন নেচেছিল?
  • জীবনানন্দ দাশের মৃত্যুর সম্পর্কে উপলব্ধি ব্যাখ্যা করুন।
  • জ্ঞানের লক্ষী, গানের লক্ষ্মী শস্য লক্ষী নারী। কথাটি ব্যাখ্যা করুন।
  • মূর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন। এ উক্তিটি ব্যাখ্যা করুন।
  • মানুষ কবিতার অবলম্বনে কাজী নজরুল ইসলামের মানবিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে লিখুন।
  • হত্যা নয় আজ সত্যাগ্রহ, শক্তির উদ্বোধন।
  • ধ্বংসের বুকে হাসুক মা, তোর সৃষ্ট নব্য পূর্ণিমা। এই পদটি ব্যাখ্যা করুন।
  • অগ্নিবীণা কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের বিদ্রোহ চেতনার স্বরূপ বিশ্লেষণ করুন।
  • ধ্বংস থেকে ভয় কেন তোর। পদটি ব্যাখ্যা করুন।

গ বিভাগ বাংলা কবিতা ১ সাজেশন

জসীমউদ্দীনের নকশী কাঁথার মাঠ কাব্য অনুসারে রূপাই চরিত্র বিশ্লেষণ করুন।
ট্রাজেডি কাব্য হিসেবে নকশি কাঁথার মাঠ কাব্যের সাফল্য আলোচনা করুন।
জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যে আবহমান বাংলার অন্তরঙ্গ রূপ ধরা পড়েছে। আলোচনা করুন।
রূপসী বাংলা কাব্য অবলম্বনে জীবনানন্দ দাশের দেশ প্রেমের স্বরূপ তুলে ধরুন।
রূপসী বাংলা কাব্য বাংলার ইতিহাসের কতটা প্রভাব পড়েছে তার তাৎপর্য ব্যাখ্যা করুন।
সাম্যবাদী কবিতার আলোকে কাজী নজরুল ইসলামের নারী চেতনার বিচার করুন।
প্রলয়োল্লাস কবিতার মূল বক্তব্য আলোচনা করুন।
অগ্নিবীণা কাব্য বলা মানে কাজী নজরুল ইসলামের দেশ প্রেমের স্বরূপ ব্যাখ্যা করুন।
অগ্নিবীণা কাব্য ভাঙ্গনের আড়ালে সৃষ্টির আকাঙ্খাই মুখের। কথাটি আলোচনা করুন।

অনার্স ১ম বর্ষ বাংলা কবিতা ১ সাজেশন আরো অন্যান্য বর্ষ এবং ডিপার্টমেন্টের সকল সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন। আর হ্যাঁ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পাচ্ছেন সকল ধরনের সকল শ্রেণীর পিডিএফ বই গুলো।

অনার্স ২য় বর্ষ বাংলাদেশের অর্থনীতি সাজেশন | Bangladesh Economy suggestion

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।