বেলজিয়ামে উচ্চশিক্ষা: বেলজিয়ামে পড়াশোনার সুযোগ

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় আমরা সবাই জানি জীবনে এগিয়ে যেতে হলে পড়ালেখার বিকল্প নেই । কেননা শিক্ষিত জাতি জীবনে এগিয়ে যেতে পারে ।অজ্ঞতা অন্ধকারের শামিল।আর জ্ঞান অর্জন করা ফরজ কাজ ।তাই আমাদের সবাইকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে ।আর জ্ঞান অর্জন এর জন্য অবশ্যই আমাদেরকে পড়াশোনা করতে হবে জানতে হবে ।আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম বেলজিয়ামে পড়াশোনা উচ্চশিক্ষার সুযোগ নিয়ে

উচচশিক্ষার সুযোগ বেলজিয়ামে পড়াশোনা;

বেলজিয়ামে পড়াশোনা খুবই উন্নত এবং ডিগ্ৰী আন্তর্জাতিক ভাবে স্বীকৃত।এখানে পড়াশোনার খরচ তুলনামূলক ভাবে কম।সব মিলিয়ে বছরে সাত – আট লাখ টাকা খরচ হয় ।নন ইউরোপীয়ান দেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীদের প্রতি বছর বিশ্ববিদ্যালয় ও বিষয়ভেদে খরচ হয় তিনহাজার ৩০০ থেকে পাঁচ হাজার ইউরো। তাছাড়া ও বিভিন্ন রকম শিক্ষাবৃত্তির ও সুযোগ রয়েছে দেশটিতে।

বেলজিয়ামে ভাষার দক্ষতা ও আবেদন এর যোগ্যতা:

ভাষার দক্ষতা ও আবেদন এর যোগ্যতা বেলজিয়ামে বেশিরভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ডাচ ও ফ্রেন্চ ভাষায় পড়ানো হয়।

  • অনেক প্রতিষ্ঠানে ইংরেজির মাধ্যমে ও পড়া যায়।
  • ইংরেজীর মাধ্যমে ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালযভেদে আইইএলটিএস এর স্কোর ৬.৫ থেকে ৭.০ থাকতে হয় ।
  • তবে যেসব শিক্ষার্থীর স্নাতকের মাধ্যমে ইংরেজি ছিল তারা আইইএলটিএস স্কোর ছাড়াই মাস্টার্সে আবেদন করতে পারবেন ।
  • আবেদন এর জন্য একাডেমীক পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ মার্কস থাকা ভালো।

আবেদনের প্রক্রিয়া:

বেলজিয়ামে সাধারণত একবার আবেদন করা যায়। বিশ্ব বিদ্যালয়ভেদে সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আবেদন করার সুযোগ থাকে। আবেদন করার জন্য অবশ্যই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের WEBSITE ভর্তির তারিখ দেখতে হবে। আবেদন করার জন্য এসএসসি , এইচএসসি, এবং অনার্সের সার্টিফিকেট , মোটিভেশনাল লেটার,সিভি, রেফারেন্স লেটার দরকার।

আমেরিকায় স্কলারশিপ পাওয়ার উপায়

বেলজিয়াম এর কয়েকটি বিখ্যাত ইউনিভার্সিটি হচ্ছে।

University of Ghent:www.ugent.be/en.

Katholieke Universiteit Leuven.

  • www.kuleuven.be/english

Universite Catholique de Louvain.

  • https://u louvain .be/fr/index.html

Vrije Universiteit Brussel (VUB)

  • www.vub.ac.be/en

Universite Libre de Bruxelles

  • https:// www.ulb.be/ en

এই ছিল বেলজিয়ামে উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য এবং কয়েকটি ইউনিভার্সিটির পরিচিতি ,আমরা অনেকেই আজকাল অনেক দেশে স্কলারশীপ নিতে যাচ্ছি তেমনি বেলজিয়ামে ও এর সুযোগ রয়েছে চাইলে হয়তো সেখান থেকেই স্কলারশীপ এর‌ জন্য নিজেকে তৈরীর করতে পারি

বিদেশে উচ্চশিক্ষা: স্কলারশিপ পেতে যেসব তথ্য জানা জরুরি ও বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button