অনার্স ১ম বর্ষ মৌলিক গণিত অর্থনীতি বিভাগ সাজেশন ২০২৩ | Basic Mathematics: Economics Department Suggestions

মাহফুজুর রহমান
অনার্স ১ম বর্ষ মৌলিক গণিত অর্থনীতি বিভাগ সাজেশন ২০২৩ | Basic Mathematics: Economics Department Suggestions

আজকের আর্টিকেলে রয়েছে অনার্স ১ম বর্ষ মৌলিক গণিত অর্থনীতি বিভাগ সাজেশন ২০২৩ ( Basic Mathematics: Economics Department Suggestions )। যে সকল শিক্ষার্থী এ ডিপার্টমেন্টে পড়াশোনা করে তাদের জন্য আজকের এই আর্টিকেলে রয়েছে সকল ধরনের সাজেশন এবং প্রশ্ন ব্যাংক। যার বিষয় কোড হচ্ছে২১২২০৫।

অর্থাৎ আজকের এই আর্টিকেলের মাধ্যমে একজন শিক্ষার্থী উক্ত বিষয় পরিপূর্ণ সাজেশন এবং গাইডলাইন পেয়ে যাচ্ছে। মৌলিক গণিত অর্থনীতি এ বইটি অনেকের কাছে বেশ জটিল মনে হয়ে থাকে। কারণ এতে রয়েছে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল সলিউশন করার ধাপ। যা একজন প্রথম বর্ষের শিক্ষার্থীর কাছে অনেকটা জটিল মনে হয়ে থাকে।

অনার্স ১ম বর্ষ লোকপ্রশাসন পরিচিতি সাজেশন ২০২৩ | Introduce to Public Administration suggestion

তাই অনেক শিক্ষার্থী বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকের কাছে টিউশন পড়ে থাকে আবার অনেকে বিভিন্ন গাইডের পরামর্শ নেয়। আপনারা যদি আমাদের এই সাজেশনটি পড়ে থাকেন তাহলে আপনি একসাথে দুটি বিষয় পাচ্ছেন। যে সাজেশন তৈরি করা হয়েছে তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকদের দ্বারা তৈরি করা হয়েছে। আর এখানে রয়েছে বিগত সালের সকল প্রশ্নগুলো। একটি বিষয় খেয়াল করে দেখবেন পূর্বের প্রশ্নগুলো থেকে বেশ ভালো নম্বর কমন পড়ে থাকে পরীক্ষাতে। আপনি এখানেও পেয়ে যাচ্ছেন একটি প্রশ্ন ব্যাংক।

অনার্স ১ম বর্ষ মৌলিক গণিত অর্থনীতি বিভাগ সাজেশন ২০২৩ | Basic Mathematics: Economics Department Suggestions

ক বিভাগ

  • চলক মান কাকে বলা হয়?
  • লেগরেঞ্জ অপেক্ষক কাকে বলে?
  • আংশিক অন্তরক সহগ বলতে কি বুঝায়?
  • অনমনীয় বিন্দু শর্ত গুলো কি কি?
  • ভুজ এবং কোটি কাকে বলে?
  • স্থির অপেক্ষক কাকে বলা হয়?
  • ডোমেইন বলতে কি বুঝেন?
  • বিপরীত অপেক্ষক কাকে বলে?
  • উদ্দেশ্য মূলক অপেক্ষক কাকে বলে?
  • চার সেক্টর ভিত্তিক জাতীয় মডেল বলতে কি বুঝেন?
  • ব্যয় যজ্ঞ আয় কাকে বলা হয়?
  • C = 10 + 0.6y হলে প্রান্তিক সঞ্চয় প্রবণতা MPS বের করুন।
  • A = { 2, 4,6,8 }, A এখানে সেটের কতটি উপ সেট রয়েছে?
  • সেটের আইডেন্টি লিখুন।
  • দেওয়া রয়েছে, A = { 1, 2 }, প্রদত্ত এ সেটের কয়টি সাবজেক্ট রয়েছে?
  • প্রকৃত উপসেট কাকে বলা হয়?
  • অভেদ কাকে বলা হয়ে থাকে?
  • পরামিতি বলতে কি বুঝেন?
  • প্রকৃত বাস্তব সংখ্যা কি?
  • মৌলিক অথবা প্রাইম সংখ্যা কাকে বলা হয়?

মৌলিক গণিত অর্থনীতি বিভাগ সাজেশন পাচ্ছেন শিক্ষার্থীরা সম্পূর্ণ ফ্রিতে। এই ধরনের সাজেশন দিতে কোন ধরনের অর্থ বা লেনদেন করি না। বাজারে থেকে এই ধরনের সাজেশন কিনতে চান তাহলে অবশ্যই ২০০ টাকা থেকে ৫০০ টাকার মত খরচ হয়ে থাকে। শিক্ষার্থীদের অর্থের কথা বিবেচনা করে আমরা সবসময় সকল সাজেশন গুলো ফ্রিতে দিয়ে থাকি।

তাই দেরি না করে আমাদের এই সাজেশন সম্পূর্ণ পড়ে নিন আর অন্যদের থেকে ফলাফলের দিক থেকে এগিয়ে থাকুন। আপনারা এটি প্রিন্ট আউট করে সংরক্ষণ করে রাখতে পারবেন আবার বন্ধুদের সাথে শেয়ার করার সুযোগ রয়েছে। তাই নিজে করুন এবং অন্যদেরকে পড়ার সুযোগ করে দেয়ার জন্য আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারেন। মনে রাখবেন সব সময় সাজেশন একজন শিক্ষার্থীর জীবনের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

খ বিভাগ মৌলিক গণিত অর্থনীতি বিভাগ সাজেশন

  • অপেক্ষকের সর্বোচ্চ সর্বনিম্ন মানের শর্তগুলি লিখুন।
  • অয়লারের উপপাদ্য কি এবং অয়লারের তত্ত্বের অর্থনৈতিক ব্যাখ্যা প্রদান করুন।
  • শর্ত আরোপিত ‌সর্বোচ্চ করন এবং সর্বনিম্ন করনের সংজ্ঞা দিন।
  • আংশিক অন্তরকসহ কাকে বলা হয়?
  • অন্তরকলনের ধারণা প্রদান করুন।
  • নিরঙ্কুশ এবং আপেক্ষিক সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কি?
  • ছেদকের ভিত্তিতে সরলরেখা সমীকরণ নির্ণয় করুন।
  • দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয় করুন।
  • একঘাত এবং দ্বিঘাত সমীকরণের মধ্যে পার্থক্য লিখুন।
  • অর্থনীতিতে সমীকরণের ব্যবহার তুলে ধরুন।
  • অবিচ্ছন্নতার শর্ত কি কি থাকে?
  • অপেক্ষকের অবিচ্ছন্নতা বলতে কি বুঝেন?
  • আংশিক বাজার ভারসাম্য কাকে বলা হয়?
  • আংশিক বাজারের ধরন কত প্রকার এবং কি কি?
  • ভারসাম্য জাতীয় ফি কাকে বলা হয়?
  • আংশিক বাধা ভারসাম্য বলতে কি বুঝেন এবং বাজারের ভারসাম্য প্রক্রিয়া ব্যাখ্যা করুন।
  • সসীম সেট এবং অসীম সেটের মধ্যে পার্থক্য লিখুন।
  • চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য দেখান।

গ বিভাগ মৌলিক গণিত অর্থনীতি বিভাগ সাজেশন

  • অসমতা বলতে কি বুঝেন এবং অসমতার নিয়মাবলী আলোচনা করুন।
  • বাধা যুক্ত সর্বোচ্চ সর্বনিম্ন মানের শর্তগুলো ব্যাখ্যা করুন।
  • এক ব্যক্তি ১২০ টাকা আয় করে X, Y দ্রব্যের উপর সে ব্যয় করে থাকে। যার বাজার মূল্য যথাক্রমে ৩ টাকা এবং ৫ টাকা। তাহলে এর বাজেট সমীকরণ নির্ণয় করুন এবং চিত্রসহ বিভিন্ন সমন্বয় প্রদর্শন।
  • নিম্নোক্ত অপেক্ষাকৃত চলমান বের করুন এবং সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু কিনা তা নির্ণয় করুন।
  • উৎপাদন দ্রব্যের সংখ্যা ৪০০০ থেকে ৬০০০ বৃদ্ধি করলে মোট খরচ হয়ে থাকে ২২ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। যদি উৎপাদন ব্যয় ( Y ) এবং দ্রব্যের ব্যয় ( X ) হয়ে থাকে তাহলে এর মধ্যকার সম্পর্ক প্রতিষ্ঠা করুন।
  • ল্যাগরেঞ্জ গুণক এর অর্থনৈতিক গুরুত্ব লিখুন।
  • শর্ত আরোপিত সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের সংজ্ঞা দিন।
  • স্যাডেল বিন্দু এবং নমনীয় বিন্দুর মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
  • আংশিক বাজার ভারসাম্য কাকে বলা হয়?
  • বাজার ভারসাম্যের উপর কর এবং ভর্তুকি প্রভাব বিস্তারিত আলোচনা করুন।
  • অপেক্ষকের উচ্চতা এবং অবলতার শর্ত শ্যামল লিখুন।
  • সাধারণ অন্তরকলন এবং আংশিক অন্তরকলনের মধ্যে পার্থক্য দেখান।
  • অর্থনীতির আংশিক অন্তরক সহগের ব্যবহার লিখুন।
  • অর্থনীতিতে সম জাতীয় অপক্ষকের ব্যবহার লিখুন।
  • অপেক্ষকের ঢাল এবং ছেদকের সংজ্ঞা দিন।
  • অনমনীয় বিন্দু বলতে কী বোঝেন?

অনার্স ১ম বর্ষ মৌলিক গণিত অর্থনীতি বিভাগ সাজেশন ২০২৩ ছাড়া অর্থনীতি বিভাগের আরো অন্যান্য সাজেশন পেতে আমাদের অনার্স প্রথম বর্ষ ক্যাটাগরি দেখুন।এ ছাড়াও সকল শ্রেণীর পাঠ্যপুস্তক বই পিডিএফ ফাইল পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।

অনার্স ১ম বর্ষ বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা সাজেশন ২০২৩ | History of Bengali Language and Practical Bengali

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।