আবারো শিক্ষককে অবমাননা, গলায় জুতার মালা!

আবারো শিক্ষককে অবমাননা, গলায় জুতার মালা, বলা হয়ে থাকে শিক্ষা ই জাতির মেরুদণ্ড । সত্যি তো শিক্ষা ই জাতির মেরুদণ্ড , শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে আরোহণ করতে পারে না। কিন্তু বর্তমানে কেন এই শিক্ষার মধ্যে এত বৈচিত্র্য কেন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আন্তরিকতার এত অভাব।

শিক্ষাগুরুর মর্যাদা কি বইয়ের মধ্য ? তবে কি শিক্ষাগুরুর মর্যাদা কেবল বইয়ে এর মধ্যে থাকবে, শিক্ষকরাই জাতি গঠনে অসাধারণ ভূমিকা পালন করে , কেন তাদের অবমাননা ।

কে তৈরি করবে আগামী প্রজন্মের মূল্য বোধ?
শিক্ষাই আমাদের কে মূল্যবোধ গঠন করে।শিক্ষা ছাড়া মূল্য বোধ অর্জিত হবে না।জন্মের পর শিশুর শিক্ষা গ্রহণ হয় পরিবার থেকে তারপর ধীরে ধীরে সামাজিকীকরণ এর মাধ্যমে শিশুদের বিকাশ লাভ হয়। তারপর একটা শিশু সামাজিক মূল্যবোধের মাধ্যমে একটি আদর্শ জাতিতে পরিণত হয়।আর এই মূল্যবোধ অর্জন করতে হলে শিক্ষার প্রয়োজন ,শিক্ষা অর্জন করতে হলে শিক্ষক এর প্রয়োজন , সুতরাং শিক্ষা, শিক্ষক , শিক্ষার্থী অতপ্রোতভাবে জড়িত। আগামী প্রজন্মের মূল্য বোধ কে তৈরি করবে, জাতিকে কে আলোকিত করবে,যদি থাকে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বৈষম্য। আমাদেরকে এসব থেকে বেরিয়ে আসতে হবে। গড়তে হবে আর্দশ জাতি।

মাহফুজুর রহমান

মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button