বাংলাদেশ বনাম আফগানিস্তান একাদশ এশিয়া কাপ ২০২২ | Bangladesh vs Afghanistan Squad in Asia Cup

মাহফুজুর রহমান
Bangladesh vs Afghanistan Squad

বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে একাদশ কে কে থাকবে আপনি জানতে পারবেন এই লেখাটিতে। কোনো ক্রিকেট ম্যাচে অংশগ্রহণকারী দুটি দলের যদি প্লেয়ার সম্পর্কে আমরা আগে থেকেই যদি জানতে পারি তাহলে খেলা দেখতে আরো বেশি উপভোগ্য মনে হয়। তার জন্য এই লেখাটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছুক্ষণের মধ্যেই উপর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে একাদশে কে কে থাকবে।

আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ টি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় কয়টায়? অথবা বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ টি কোন জায়গায় অনুষ্ঠিত হবে? বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে  রাত আটটায়।

এবং যেই জায়গায় অনুষ্ঠিত হবে সেই জায়গাটির নাম হল আরব আমিরাত। এছাড়া আপনারা যদি জানতে চান কিভাবে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ সরাসরি লাইভ দেখবেন তাহলে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত পূর্বের আর্টিকেল টি পড়ে আসতে পারেন।

বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে একাদশ কে কে থাকবে?

চলুন তাহলে জানা যাক বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচে বাংলাদেশ দলের মধ্যে কে কে থাকবে। বাংলাদেশ দলে যারা যারা থাকবে তাদের নাম নিচে উল্লেখ করে দেওয়া হলো। এই নামের মধ্যে যেকোনো 11 জন প্লেয়ার মাঠে নামবে খেলায় অংশগ্রহণ করার জন্য।

• সাকিব আল হাসান (অধিনায়ক)
• এনামুল হক বিজয়
• মুশফিকুর রহিম
• আফিফ হোসেন
• মোসাদ্দেক হোসেন
• মাহমুদউল্লাহ রিয়াদ
• শেখ মেহেদী
• মোহাম্মদ সাইফউদ্দিন
• মুস্তাফিজুর রহমান
• নাসুম আহমেদ
• সাব্বির রহমান
• মেহেদী হাসান মিরাজ
• এবাদত হোসেন
• পারভেজ ইমন
• নাঈম শেখ
• তাসকিন আহমেদ

এশিয়া কাপ ২০২২ সময়সূচি

আফগানিস্তান একাদশে কে কে থাকবে?

এবার চলুন তাহলে জানা যাক বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচে আফগানিস্তানের দলের মধ্যে কে কে থাকবে। আফগানিস্তানের দলে যারা যারা থাকবে তাদের নাম নিচে উল্লেখ করে দেওয়া হলো। এই নামের মধ্যে যেকোনো 11 জন প্লেয়ার মাঠে নামবে খেলায় অংশগ্রহণ করার জন্য।

• মোহাম্মদ নবী 
• রশিদ খান
• সামিউল্লাহ শিনওয়ারি
• ফরিদ আহমেদ মালিক
• নাজিবুল্লাহ জাদরান
• ইব্রাহিম জাদরান
• আজমতুল্লাহ ওমরজা
•হযরতুল্লাহ জাজাই
• রহমানুল্লাহ গুরবাজ
• আফসার জাজাই
•হাশমতুল্লাহ শাহিদি
• উসমান গনি
•করিম জানাত
•ফজল হক ফারুকী
• মুজিবুর রহমান
• নবীন উল হক
• নূর আহমেদ

এশিয়া কাপ লাইভ খেলা দেখার নিয়ম

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।