এশিয়া কাপ সময়সূচি ২০২৫

ক্রিকেট প্রেমিকদের জন্য আজকে রয়েছে এশিয়া কাপ সময়সূচি। যারা ক্রিকেট খেলা পছন্দ করেন তাদের অবশ্যই এশিয়া কাপের সিডিউল প্রয়োজন রয়েছে। তাই দেরি না করে আমাদের আর্টিকেলটি পূরণ এবং এর সময়সূচি সম্পর্কে দেখে নিন।
ক্রিকেট মানেই উত্তেজনা আর ক্রিকেট মানেই উন্মাদনা। সেটি যদি হয় বিশ্বকাপ তাহলে বলতে আর বাকি নয়। ক্রিকেট যারা পছন্দ করে তাদের কাছে সকল ধরনের টুর্নামেন্ট জনপ্রিয়। কিন্তু বিশ্বকাপগুলো সাধারণত সবচেয়ে বেশি জনপ্রিয়তা হয়ে থাকে। কারণ এ খেলা হয় আন্তর্জাতিকভাবে এবং সকল দেশ মিলিয়ে। মোট কথা হচ্ছে ক্রিকেট হচ্ছে একপ্রকার বিনোদনের মূল কেন্দ্র।
এশিয়া কাপ ২০২৫
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং
প্রথম পর্বের সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
---|---|---|---|
১০ সেপ্টেম্বর | আফগানিস্তান-হংকং | আবুধাবি | রাত ৮:০০ মি. |
১০ সেপ্টেম্বর | ভারত-সংযুক্ত আরব আমিরাত | দুবাই | রাত ৮:০০ মি. |
১১ সেপ্টেম্বর | বাংলাদেশ-হংকং | আবুধাবি | রাত ৮:০০ মি. |
১২ সেপ্টেম্বর | পাকিস্তান-ওমান | দুবাই | রাত ৮:০০ মি. |
১৩ সেপ্টেম্বর | বাংলাদেশ-শ্রীলঙ্কা | আবুধাবি | রাত ৮:০০ মি. |
১৪ সেপ্টেম্বর | ভারত-পাকিস্তান | দুবাই | রাত ৮:০০ মি. |
১৪ সেপ্টেম্বর | সংযুক্ত আরব আমিরাত-ওমান | আবুধাবি | সন্ধ্যা ৬টা |
১৫ সেপ্টেম্বর | শ্রীলঙ্কা-হংকং | দুবাই | রাত ৮:০০ মি. |
১৬ সেপ্টেম্বর | বাংলাদেশ-আফগানিস্তান | আবুধাবি | রাত ৮:০০ মি. |
১৭ সেপ্টেম্বর | পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত | দুবাই | রাত ৮:০০ মি. |
১৮ সেপ্টেম্বর | শ্রীলঙ্কা-আফগানিস্তান | আবুধাবি | রাত ৮:০০ মি. |
১৮ সেপ্টেম্বর | ভারত-ওমান | দুবাই | রাত ৮:০০ মি. |
সুপার ফোর ও ফাইনালের সূচি | |||
তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
— | — | — | — |
২০ সেপ্টেম্বর | এ১-বি১ | দুবাই | রাত ৮:০০ মি. |
২১ সেপ্টেম্বর | এ২-বি২ | দুবাই | রাত ৮:০০ মি. |
২২ সেপ্টেম্বর | এ১-বি২ | আবুধাবি | রাত ৮:০০ মি. |
২৩ সেপ্টেম্বর | বি১-এ২ | দুবাই | রাত ৮:০০ মি. |
২৪ সেপ্টেম্বর | এ২-বি১ | দুবাই | রাত ৮:০০ মি. |
২৫ সেপ্টেম্বর | বি২-এ১ | দুবাই | রাত ৮:০০ মি. |
২৭ সেপ্টেম্বর | ফাইনাল | দুবাই | রাত ৮:০০ মি. |
যা আমরা শারীরিক মানসিকভাবে উপভোগ করতে পারি। আমাদের দেশেও সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার তালিকায় রয়েছে ক্রিকেট। যখন কোন ক্রিকেটের লাইভ দেখানো হয় প্রায় কয়েক মিলিয়ন মানুষ সেটি উপভোগ করে। আর ক্রিকেট খেলার মাধ্যমেই আমাদের দেশ আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। অর্থাৎ বাংলাদেশের পরিচিতি অনেকটা বেড়ে গেছে এই ক্রিকেট খেলার জন্য। তাই এশিয়া কাপ সময়সূচি ২০২৩ জানার পাশাপাশি আমরা এ বিষয়গুলো জানবো। কারণ নিজের দেশের ক্রিকেট সম্পর্কেও জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এশিয়া কাপ ২০২৩ সময়সূচী & Asia Cup 2023 Schedule
আন্তর্জাতিক বিশ্বকাপ ক্রিকেট, টি-টোয়েন্টি ক্রিকেট ইত্যাদি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে থাকে নির্দিষ্ট সময় পর পর। এরকম আরেকটি টুর্নামেন্ট আয়োজন হয় সেটা হচ্ছে এশিয়া কাপ। এই এশিয়া কাপ অনুষ্ঠিত হয় এশিয়া মহাদেশের ক্রিকেট টিমগুলো নিয়ে। এই দলে সাধারণত অংশগ্রহণ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা সহ আরো বেশ কয়েকটি দেশ। তবে যে সকল দেশ ভালো ক্রিকেট খেলে এবং কোয়ালিফাইড হয় তারাই কেবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে।
অন্যান্য দেশের মতো এশিয়া মহাদেশেও এই টুর্নামেন্টের বেশি জনপ্রিয়তা রয়েছে। তবে এবারের টিমে রয়েছে বেশ শক্তিশালী দলগুলো যেগুলোর প্রতিযোগিতা অনেক বেশি। সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিম এখানে অংশগ্রহণ করছে। আসুন দেখে নেই
কোন কোন দেশে এবার এশিয়া বিশ্বকাপে অংশগ্রহণ করছে?
- বাংলাদেশ
- ভারত
- পাকিস্তান
- শ্রীলংকা
- আফগানিস্তান
- নেপাল
এশিয়া কাপ সময়সূচি
এখন আমরা জানবো কোন দল কবে এবং কোন টিমের সাথে খেলবে সে সময়সূচী সম্পর্কে। কারণ এই ম্যাচগুলো অনুষ্ঠিত হয়ে থাকে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে। তবে খেলা কখন শেষ হবে সেটি নিশ্চিত হওয়া যায় না। আসুন নিচে থেকে দেখে নেই কোন টিমের কখন খেলা সেটি।

এশিয়া কাপ এর নিয়ম।
এবারের এই টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করবে। আর এই ছয়টি দল নিয়ে মোট ১৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি দল দুটি করে ম্যাচ খেলবে প্রথম পর্যায়ে। এইভাবে খেলা অনুষ্ঠিত হওয়ার পর একটি পয়েন্ট টেবিল তৈরি করা হবে। পয়েন্ট টেবিল তৈরি করার পর দুইটি গ্রুপ থেকে শীর্ষ দুইটি দল করে মোট চারটি দলের একটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এরপর সেমিফাইনালে জয়ী দুটি দল মিলে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত করা হবে। এটিও হচ্ছে এশিয়া কাপ সময়সূচি। আর এবারের টুর্নামেন্ট ও অনুষ্ঠিত হয়েছে পয়েন্ট টেবিল এর মাধ্যমে।
কোন গ্রুপে কোন টিম রয়েছে এশিয়া কাপে
গ্রুপ এ
- পাকিস্তান
- নেপাল
- ভারত ভারত
গ্রুপ বি
- আফগানিস্তান
- বাংলাদেশ
- শ্রীলংকা
এশিয়া কাপে বাংলাদেশের টিম স্কোয়াড
বাংলাদেশ দীর্ঘসময় ধরে এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করে আসছে। আমাদের দেশের মেয়েরা আশা করছে এবারে বিশ্বকাপ বাংলাদেশ জিতে নিবে। কতটুকু দিতে পারবে সেটা এখনো বলা যাচ্ছে না তবে এবারের দল শক্তিশালী অনেক। দেখে নেই এবারের এশিয়া কাপ খেলাতে বাংলাদেশের কোন কোন খেলোয়াড় স্কোয়াডে রয়েছে।
এশিয়া কাপ ক্রিকেট কোন কোন দেশে অনুষ্ঠিত হবে?
এবারের এশিয়া কাপ খেলা অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। এএশিয়া কাপ সময়সূচি এ এই আর্টিকেলে দেওয়া হচ্ছে সকল বিষয়।
কোন কোন চ্যানেলে এশিয়া কাপ লাইভ দেখানো হবে?
খেলাটি বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত হওয়ার কারণে আমরা অনেকেই সরাসরি লাইভ খেলা দেখতে চাই। কিন্তু কোন কোন চ্যানেলে খেলা দেখানো হবে তা আমরা অনেকেই জানিনা। এখন আপনাদের বলব কোন কোন চ্যানেলে আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন। চ্যানেলগুলো হচ্ছে জি টিভি, নাগরিক টিভি, স্টার স্পোর্টস, হটস্টার ইত্যাদি। এছাড়া চাইলে আপনারা গুগলে সার্চ করেও লাইভ স্কোর গুলো দেখতে পারবেন।
আপনারা এই আর্টিকেলে এশিয়া কাপ সময়সূচি সম্পর্কে জানলেন। নিয়মিত এশিয়া কাপ লাইভ স্কোর দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। এখানে প্রতিদিন আপডেট দেওয়া হবে এশিয়া বিশ্বকাপের লাইভ দেখার নিয়ম সম্পর্কে। সকল খবর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।
Read More: আইপিএল লাইভ খেলা দেখার নিয়ম