এশিয়া কাপের সময়সূচি ২০২৫ | Asia Cup Cricket Schedule

এশিয়া কাপ ক্রিকেট সময়সূচি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন আমাদের এশিয়া কাপের সময়সূচি এই আর্টিকেলে। এছাড়া আপনি এশিয়া কাপ নিয়ে বিস্তারিত সকল তথ্য পাবেন এই লেখাটিতে। পাশাপাশি এই আর্টিকেলের শেষে আপনাদের সাথে এশিয়া কাপ সময়সূচি ছবি শেয়ার করা হবে।

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো রয়েছেন। সম্প্রতি এশিয়া কাপের সময়সূচি প্রকাশ পেয়েছে। প্রতিবছরের মতো এবারও জাঁকজমকভাবে এশিয়া কাপ খেলা অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ খেলা অনুষ্ঠিত হলে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার মতো দেশগুলোতে যেন আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। কেননা, এশিয়া মহাদেশ এশিয়া কাপ যেন এক স্বপ্নের ক্রিকেট অনুষ্ঠান। এই ক্রিকেট অনুষ্ঠান আপনি যদি ঠিকমতো দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এশিয়া কাপ সময়সূচী জানতে হবে।

এশিয়া কাপের সময়সূচি ২০২৫

এশিয়া কাপ সময়সূচী জানার পাশাপাশি আমাদের আরও বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। যেমনঃ- কয়টি দল নিয়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে? পাশাপাশি এশিয়া কাপ কবে থেকে অনুষ্ঠিত হবে?এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এশিয়া কাপ কয়দিন চলবে? ইত্যাদি বিষয়গুলো।আর এই সকল বিষয় গুলো আপনি আমাদের এই আর্টিকেলে সাজানো গোছানো ভাবে পাবেন।তাই এই আর্টিকেল টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

এশিয়া বিশ্বকাপ সময়সূচি ২০২৫
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং
প্রথম পর্বের সূচি

তারিখম্যাচভেন্যুবাংলাদেশ সময়
১০ সেপ্টেম্বরআফগানিস্তান-হংকংআবুধাবিরাত ৮:০০ মি.
১০ সেপ্টেম্বরভারত-সংযুক্ত আরব আমিরাতদুবাইরাত ৮:০০ মি.
১১ সেপ্টেম্বরবাংলাদেশ-হংকংআবুধাবিরাত ৮:০০ মি.
১২ সেপ্টেম্বরপাকিস্তান-ওমানদুবাইরাত ৮:০০ মি.
১৩ সেপ্টেম্বরবাংলাদেশ-শ্রীলঙ্কাআবুধাবিরাত ৮:০০ মি.
১৪ সেপ্টেম্বরভারত-পাকিস্তানদুবাইরাত ৮:০০ মি.
১৪ সেপ্টেম্বরসংযুক্ত আরব আমিরাত-ওমানআবুধাবিসন্ধ্যা ৬টা
১৫ সেপ্টেম্বরশ্রীলঙ্কা-হংকংদুবাইরাত ৮:০০ মি.
১৬ সেপ্টেম্বরবাংলাদেশ-আফগানিস্তানআবুধাবিরাত ৮:০০ মি.
১৭ সেপ্টেম্বরপাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতদুবাইরাত ৮:০০ মি.
১৮ সেপ্টেম্বরশ্রীলঙ্কা-আফগানিস্তানআবুধাবিরাত ৮:০০ মি.
১৮ সেপ্টেম্বরভারত-ওমানদুবাইরাত ৮:০০ মি.
সুপার ফোর ও ফাইনালের সূচি
তারিখম্যাচভেন্যুবাংলাদেশ সময়
২০ সেপ্টেম্বরএ১-বি১দুবাইরাত ৮:০০ মি.
২১ সেপ্টেম্বরএ২-বি২দুবাইরাত ৮:০০ মি.
২২ সেপ্টেম্বরএ১-বি২আবুধাবিরাত ৮:০০ মি.
২৩ সেপ্টেম্বরবি১-এ২দুবাইরাত ৮:০০ মি.
২৪ সেপ্টেম্বরএ২-বি১দুবাইরাত ৮:০০ মি.
২৫ সেপ্টেম্বরবি২-এ১দুবাইরাত ৮:০০ মি.
২৭ সেপ্টেম্বরফাইনালদুবাইরাত ৮:০০ মি.

বাংলাদেশের স্থানীয় সময় এশিয়া কাপ ম্যাচ কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে?

এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বাংলাদেশ ক্রিকেট টিম অন্যতম একটি দল যেহেতু এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে না সেহেতু আমাদের কে এটা জানতে হবে বাংলাদেশের স্থানীয় সময় ঠিক কতটা এশিয়া কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে পাশাপাশি এশিয়া কাপ ম্যাচ কোন দেশে বা কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো জানা জরুরী চলুন তাহলে জানা যাক বাংলাদেশ সময় এশিয়া কাপের ম্যাচ শুরু হবে রাত আট ঘটিকায়। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুইটি দেশে। দুইটি দেশ হলো যথাক্রমেঃ- আমিরাত আমিরাত ও দুবাই। এই দুইদেশের জনপ্রিয় দুই স্টেডিয়ামে (শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট) খেলা অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপ ক্রিকেটে অংশগ্রহণকারী দল কতোটি?

এশিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টে মোট দুইটি পর্বে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে বা প্রথম পর্বে চারটি দল অংশগ্রহণ করবে। চারটি  দল হলো যথাক্রমেঃ-বাংলাদেশ, ভারত,শ্রীলংকা,আফগানিস্তান। দ্বিতীয় ধাপে আরও চারটি দল অংশগ্রহণ করবে এশিয়া কাপ ক্রিকেটে। চারটি দল হল যথাক্রমেঃ- সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, হংকং, কুয়েত।

এশিয়া কাপ ক্রিকেট সময়সূচি ডাউনলোড করুন

এবার তাহলে জানা যাক এশিয়া কাপ সময়সূচী সম্পর্কে জানা যাক। এশিয়া কাপ সময়সূচি সম্পর্কে জানার আগে আপনাদেরকে ছোট একটু তথ্য জানিয়ে রাখতে চাই। এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো শ্রীলঙ্কায়।  কিন্তু আপনারা তো সবাই জানেন বর্তমান সময়ে শ্রীলংকার অর্থনৈতিক অবস্থা ভয়াবহ রকমের খারাপ। যার ফলে এশিয়া কাপ শ্রীলংকার অনুষ্ঠিত হয়নি। কিন্তু তাই বলে তো আর থেমে থাকবে না এশিয়া কাপ। এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এশিয়া কাপ ক্রিকেট সময়সূচি নিচে উল্লেখ করা হলো।

এশিয়া কাপ সময়সূচি ছবি যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা সহজেই এশিয়া কাপ এর ম্যাচ গুলো সহজেই দেখতে পারবো। নিচে এশিয়া কাপ সময়সূচি ছবি দেওয়া হলো।

আশা করি আপনারা এশিয়া কাপ সময়সূচী সম্পর্কে জানতে পেরেছেন। পাশাপাশি Asia Cup Cricket Somoy Suchi, এশিয়া কাপ সময়সূচী,বাংলাদেশের স্থানীয় সময় এশিয়া কাপ ম্যাচ কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে,এশিয়া কাপ ক্রিকেটে অংশগ্রহণকারী দল কতোটি, এশিয়া কাপ এই বিষয়গুলো আপনার জানতে পেরেছেন।

আমরা বিশ্বাসী এই আর্টিকেলটি আপনাদের অনেক কাজে এসেছে।  যদি আর্টিকেলটা আপনাদের আসলে কাজে এসে থাকে তাহলে আপনি আমাদের আর্টিকেলটি শেয়ার করতে পারেন। যাতে আরো মানুষ এশিয়া কাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে। এছাড়াও এশিয়া কাপ নিয়ে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এশিয়া কাপ নিয়ে আমাদের আর্টিকেল এই পর্যন্তই।

মাহফুজুর রহমান

মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছেন। যেকোনো বিষয়ে ডীপ রিসার্চ করে ব্লগ পোস্ট লিখে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button