এইচএসসি সমমানের পরীক্ষা আজ:প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আপনাদের এইচএসসি সমমানের পরীক্ষার ফল আজ । প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা হয়তো সবাই অপেক্ষায় আছেন কখন আমাদের কাঙ্ক্ষিত সাফল্যের খবরটা পাব তবে ১১.৩০- ১২ এর মধ্যে আশা করা যায় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ।
এইচএসসি সমমানের পরীক্ষার ফলাফল আজ :
এবার প্রায় ১২ লাখের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মিলে।এবার মাত্র দু ঘন্টার পরীক্ষা হয়েছে ।এবারের এইচএসসি পরীক্ষা নানা চড়াই উৎরাই পেরিয়ে কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আমাদের প্রানপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা।
করোনা এবং বণ্যা এই দুই পরিস্থিতির মধ্যে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাই আমাদের আশা এই পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনেক ভালো রেজাল্ট করবেন।
এইচএসসি সমমানের পরীক্ষা আজ :
সিলেট শিক্ষা বোর্ডে প্রায় সাড়ে ৬৭ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ।
- প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট হস্তান্তর করলেন শিক্ষা মন্ত্রী ড দিপু মনি।
- দুপুর সাড়ে বারোটায় সেগুনবাগিচায় মাতৃভাষা মিলনায়তন ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রী ড দিপু মনি আনুষ্ঠানিক ভাবে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন।
- এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ….১ ,৮৯,১৬৯ শিক্ষার্থী।
- এবার এইচএসসি সমমান পরীক্ষায় পাশের হার ….৯৫.২৬%।
- পাশের হারে সবচেয়ে বেশি এবার যশোর বোর্ড শতকরা …..98.11 ।
- জিপি এ 5 এ এবার এগিয়ে ঢাকা বোর্ড।মোট 5 পেয়েছেন 59 হাজার দুইশত 33 জন।
এইচএসসি পরীক্ষার ফলাফল 2023 :
ঢাকা বোর্ড জিপিএ ৫ পেয়েছেন…৫৯.২৩ জন এবং পাশের হার…৯৬.২০।
ময়মনসিংহ বোর্ড জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন , পাশের হার ….৯৫.৭১%।
চট্টগ্ৰাম বোর্ড জিপিএ ৫ পেয়েছেন ১৩৭২০ জন এবং পাশের হার….৮৯.৩৯ %।
রাজশাহী বিভাগে জিপিএ 5 পেয়েছেন ৩২৮০০ জন এবং পাশের হার….৯৭.২৯%।
দিনাজপুর বিভাগে জিপিএ 5 পেয়েছেন ১৫৩৪৯ জন এবং জিপিএ ফাইভ পেয়েছেন…৯২.৪৩ %।
মাদ্রাসা বোর্ডের জিপিএ ফাইভ পেয়েছেন…4872 জন এবং পাশের হার….95.49%।
কারিগরি শিক্ষা বোর্ড এ জিপিএ ফাইভ পেয়েছেন 5775 জন এবং পাশের হার… 92.85%।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের এইচএসসি রেজাল্ট আপনাদের সবার জন্য শুভ কামনা রইল এবং আপনাদের আগামী পথ চলা যেন সুগম হয় অনেক অনেক বড় হয়ে আপনারা যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন এই কামনা।
সকল বোর্ডের শিক্ষার্থীদের এইচএসসি রেজাল্ট ২০২৩
ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
কুমিল্লা বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম HSC Result Cumilla Board
সিলেট বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম HSC Result Sylhet Board