আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | Alim Result 2023 Madrasah Board

মাহফুজুর রহমান
Alim Result 2023 Madrasah Board

আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম, আজ ৮ই ফেব্রুয়ারি ২০২৩ রোজ মঙ্গলবার আলিম পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ‌ অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানার জন্য Alim Result 2023 মাদ্রাসা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা Education Board result ‌ সাইট থেকে দেখে নিতে পারবেন। ‌ এছাড়াও মাদ্রাসা কলেজ হতেও জেনে নিতে পারবেন আপনার ফলাফল। ‌ তবে কিভাবে অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে আলিম পরীক্ষার ফলাফল জানবেন সে পদ্ধতি আমরা জানিয়ে দিচ্ছি।

২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি এবং আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে ১২ লক্ষ ৩ হাজার ৪০৭ জন। এবছরের পাশের হার তুলনামূলকভাবে অন্য বছরের তুলনায় বেশি এবং শিক্ষার্থী অভিভাবকরা সন্তুষ্ট রয়েছে। ‌ সকাল দশটায় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর হাত দিয়ে সর্বপ্রথম ফলাফল ঘোষিত হয়েছে। তারপর সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফলাফল ঘোষণা করা শুরু করেছে। ‌ কর্মক্ষেত্রের কাজে কিংবা ভর্তি প্রস্তুতির কারণে অনেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে অবস্থান করছে। যার ফলে আলিম পরীক্ষার ফলাফল ২০২৩ Alim Result 2023 অনেকেই জানতে পারে না। আজকে কিভাবে আলিম ফলাফল এসএমএস Alim Result by Sms এবং অনলাইনে জানবেন আর পুরো প্রচেষ্টা চালিয়ে দিচ্ছে।

  • আলিম পরীক্ষার ফলাফল ২০২৩
  • আলিম পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে দেখুন
  • এইচ এস সি পরীক্ষার ফলাফল ২০২৩
  • এইচএসসি পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করা হবে

আলিম পরীক্ষার ফলাফল ২০২৩ Alim Result 2023

অনলাইনের মাধ্যমে যারা আলেম পরীক্ষার ফলাফল ২০২৩ জানতে চাচ্ছেন তাদের জন্য এ প্রসেসটি। কিভাবে রেজাল্ট জানবেন সেটা বের করার জন্য আপনাদের অবশ্যই একটি মোবাইল অথবা কম্পিউটার লাগবে। সেই সঙ্গে ইন্টারনেট কানেকশন যুক্ত থাকতে হবে। ইন্টারনেট কানেকশন ছাড়া পরীক্ষার ফলাফল অনলাইনে দেখা সম্ভব হয় না। এ দুইটা প্রস্তুত থাকলে নিচের স্টেপ গুলো ফলো করুন।

১. মোবাইল ডিভাইস এবং ইন্টারনেট কানেকশন করার পর গুগল ক্রমে প্রবেশ করুন। ‌

২. গুগল ক্রোমে প্রবেশ করার পর educationboardresult.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

৩. ওয়েব সাইটটিতে প্রবেশ করার পর আলিম পরীক্ষার্থীদের বেশ কয়েকটি তথ্য বসাতে হবে।‌ যেমন পরীক্ষার নাম ও পাশকৃত সাল,‌ বোর্ডের নাম, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে। নিচের ছবির মত ফরম আসবে একটি।

৪. সকল তথ্য ভালোভাবে পূরণের পর একটি ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচাটি হয় সাধারণ যোগ-বিয়োগের। ক্যাপচা পূরণ করে তারপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সামনে রেজাল্ট চলে আসবে।

আলিম পরীক্ষার ফলাফল মার্কশিট সহ

এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে একটি অংশ রয়েছে আলিম। যার বোর্ড হচ্ছে মাদ্রাসা বোর্ড। এইচএসসি পরীক্ষার ফলাফল অনেকে খুব সহজে জানতে পারলেও আলিম পরীক্ষার ফলাফল সম্পর্কে বেশিরভাগই রয়েছে অজানা। আলিম পরীক্ষার ফলাফল মার্কশিট সহ অনেকে বের করতে পারেন না। যারা পারেন না তারা নিচের স্টেপ গুলো ফলো করে খুব সহজেই তার সিট বের করতে পারবেন।

১. মোবাইল ওপেন করার পর গুগল ক্রমে প্রবেশ করুন। এরপর eboardresult.com এই অ্যাড্রেসটিতে ঢুকুন।

২. অ্যাড্রেসটিতে প্রবেশ করার পর সেখানে ছবির মত একটি পেজ ওপেন হবে। সে পেইজে প্রয়োজনীয় পরীক্ষার্থীর তথ্য দিতে বলবে। যেমন পরীক্ষার নাম, পরীক্ষার সাল, বোর্ডের নাম, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। ‌ যেহেতু আলিম পরীক্ষার ফলাফল দেখা হবে সে তো এখানে বোর্ডের নাম মাদ্রাসার নির্বাচন করতে হবে।

৩. এরপর ক্যাপচাপ পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করলে সাথে সাথে মার্কশিট সহ আলিম পরীক্ষার ফলাফল ২০২৩ Alim result with Marksheet চলে আসবে।

আলিম পরীক্ষার ফলাফল ২০২৩ এসএমএসের মাধ্যমে

অনলাইনে আলিম পরীক্ষার ফলাফল দেখার পাশাপাশি এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফলাফল দেখা যায়। শুধুমাত্র মোবাইল চার্জ হিসাবে ২ টাকা ৬০ পয়সা কেটে নেবে। যেকোনো ধরনের মোবাইল অপারেটর এবং ডিভাইস থেকে এই এসএমএস পাঠানো যায়। কোন ধরনের ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন হয় না। চলুন দেখি কিভাবে আলিম পরীক্ষার ফলাফল ২০২৩ এসএমএসের মাধ্যমে চেক করবেন।

১. প্রথমে আপনার ফোনটি হাতে নিন এবং মেসেজ অপশনে চলে যান।

২. সেখান থেকে Write Message এ ক্লিক করুন এবং লিখুন ALIM MAD 1234 2022

৩. এবং‌ ১৬২২২ এ নাম্বারে এসএমএসটি পাঠিয়ে দিন।

এরপর ফিরতি মেসেজে আপনার ফলাফল পেয়ে যাবেন। সার্ভার ব্যস্ত থাকার কারণে অনেক সময় ফিরতে মেসেজ আসতে সময় লাগতে পারে। যদি একবার মেসেজ সাকসেসফুল ভাবে সেন্ড হয় তাহলে পুনরায় আর মেসেজ পাঠানোর দরকার নেই। সার্ভার ঠিক হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে এসএমএস চলে আসবে।

এইচএসসি পরীক্ষার ফলাফল কবে দিবে
এইচ এস সি পরীক্ষার ফলাফল দিয়ে শিক্ষার্থীরা বেশি চিন্তিত থাকে। কারণ এরপরে তাদের ভর্তি যুদ্ধ শুরু হয়ে যায় আবার অনেকে কর্মক্ষেত্রে জড়িয়ে যায়। মোটকথা শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে এইচএসসি পরীক্ষার ফলাফল। সেই সঙ্গে মাদ্রাসার আলিম ফলাফল অনেক গুরুত্বপূর্ণ। এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ ঘোষণা করা হচ্ছে ৮ই ফেব্রুয়ারি ২০২৩ সালে। সকাল দশটার মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল পাঠিয়ে দেওয়া হয় এবং এর পরে এসএমএস এর মাধ্যমে ফলাফল শিক্ষার্থীরা জানতে পারবে। তাছাড়া আলিম পরীক্ষার ফলাফল ২০২৩ অনলাইনে দুপুর ১২ টার পর থেকেই পাওয়া যাবে। এ সময় সার্ভার অত্যন্ত ব্যস্ত থাকার কারণে কয়েকবার হয়তো প্রবেশ করতে নাও পারেন। হতাশ না হয়ে বারবার চেষ্টা করে দেখলে এক সময় পাবেন।

এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখুন | HSC Result 2023 with Marksheet

এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ এসএমএসের মাধ্যমে যেভাবে দেখবেন

Dhaka Education Board = DHA
HSC Dha 123445 2022 and send to 16222

Comilla Education Board = COM
HSC COM 123445 2022 and send to 16222

Chittagong Education Board = CHI
HSC CHI 123445 2022 and send to 16222

Jessor Education Board = JES
HSC JES 123445 2022 and send to 16222

Sylhet Board = SYL
HSC SYL 123445 2022 and send to 16222

Dinajpur Education Board = DIN
HSC DIN 123445 2022 and send to 16222

Rajshahi Education Board = RAJ
HSC RAJ 123445 2022 and send to 16222

Barisal Education Board – Bar
HSC BAR 123445 2022 and send to 16222

Madrasa Education Board = MAD
HSC MAD 123445 2022 and send to 16222

Technical Education Board = TEC
HSC TEC 123445 2022 and send to 16222

ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

কুমিল্লা বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম HSC Result Cumilla Board

সিলেট বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম HSC Result Sylhet Board

যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

দিনাজপুর বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

এভাবেই আলেম পরীক্ষার ফলাফল ২০২৩ সহ এইচএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। ‌ অনলাইনে কিভাবে এইচএসসি পরীক্ষার ফলাফল মার্কশিট সহ দেখবেন তা জানতে এখানে প্রবেশ করুন।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।