অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন ২০২৩ | Accounting Policy Suggestion

মাহফুজুর রহমান
অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন ২০২৩ | Accounting Policy Suggestion

প্রতিবারের মতো আজকে আমরা নিয়ে হাজির হয়েছি অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন ২০২৩ ( Accounting Policy Suggestion ) নিয়ে। যারা ব্যবসায় বিভাগে অনার্স প্রথম বর্ষ পড়াশোনা করে তাদের জন্য আজকের আর্টিকেলটি অত্যন্ত সহায়ক। কারণ এ বিষয়ের উপর পরিপূর্ণ সাজেশন পেয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

কিছু দিনের মধ্যে অনুষ্ঠিত হবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা। এর মধ্যে শিক্ষার্থীরা তাদের প্রিপারেশনকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে মেধাবী শিক্ষার্থীরা তাদের প্রিপারেশন কে আরো এগিয়ে নিতে বিভিন্ন ধরনের সাজেশন করে থাকে। এতে করে তারা অন্যদের তুলনায় ফলাফলের দিক থেকে বেশি এগিয়ে থাকে।

অনার্স ১ম বর্ষ ব্যবসায় পরিচিতি ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ | Introduce to Business and Management suggestion

আর যে সকল শিক্ষার্থীরা কম মেধাবী সাজেশন গুলো বেশি খুজে থাকে। আর হ্যাঁ যারা ইতিমধ্যে বইয়ের সিলেবাস শেষ করতে পারেনি তারা আমাদের এই সাজেশনটি শর্ট সিলেবাস আকারে পড়ে নিতে পারেন। কারণ এখানে প্রত্যেক অধ্যায় থেকে সকল কমন কমন প্রশ্ন নিয়ে সাজেশনটি তৈরি করা হয়েছে। যা থেকে একজন শিক্ষার্থীর সহজে নম্বর কমন পাবে এবং পরীক্ষায় পাশ করতে সহজ হবে। তাই দেরি না করে এখনি আমাদের এই সাজেশনটি পড়ে নেন।

অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন ২০২৩ | Accounting Policy Suggestion

ক বিভাগ অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন ২০২৩

  • নগদ কাকে বলা হয়?
  • ডেবিট মেমোর্নডম বলতে কি বুঝেন?
  • নগদ সমতুল্য বলা হয় কাকে?
  • মূলধন সঞ্চিতি কাকে বলা হয় থাকে?
  • পরিচালন খরচ কাকে বলে?
  • পুঞ্জিভূত অপচয় কোন ধরনের হিসাব?
  • নগদ প্রবাহ বিবরণী কাকে বলে?
  • আর্থিক বিবরণী গুলো লিখুন।
  • আর্থিক বিবরণীর হিসাব দেখান।
  • নীট মূল্য পদ্ধতি বলতে কি বুঝেন?
  • ভাউচার কাকে বলে?
  • বিশেষ জাবেদা বলতে কি বুঝানো হয়?
  • হিসাব তথ্য ব্যবস্থা কাকে বলা হয়ে থাকে?
  • অনিশ্চিত হিসাব বলতে কি বুঝেন?
  • রেওয়ামিল বলতে কি বুঝেন?
  • পোস্টিং কাকে বলা হয়?
  • মিশ্র জাবেদা দাখিলা কি?
  • সমাপনী জাবিদা দাখিলা সম্পর্কে লিখুন।
  • খতিয়ান কাকে বলা হয়?
  • হিসাব চক্র বলা হয় কোনটিকে?
  • হিসাব প্রক্রিয়া সম্পর্কে লিখুন।
  • আধুনিক হিসাব সমীকরণ বলতে কি বুঝায়?
  • সত্তা ধারণা কি?
  • আধুনিক হিসাব সমীকরণ কাকে বলে?
  • আর্থিক হিসাববিজ্ঞান কি?
  • হিসাব তথ্য সম্পর্কে আলোচনা করুন।
  • হিসাব কাকে বলা হয়?

অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন ২০২৩ মাত্র অনার্স পড়া শিক্ষার্থীদের জন্য তা নয়। যে কোন বর্ষের শিক্ষার্থীরা অথবা যে কেউ এই সাজেশন পড়তে পারেন। কেননা এই সাজেশনটি পড়লে উক্ত ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে। অনেকগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে। যা পরীক্ষার ইন্টারভিউতে কমন পড়ে থাকে।

অনার্স ১ম বর্ষ কম্পিউটার পরিচিতি সাজেশন | Introduction to Computer suggestion

আর আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে দেশের সুনামধন্য সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা। দীর্ঘ সময় পর্যন্ত যারা শিক্ষার্থীদেরকে এ বিষয়ে পাঠদান করে আসছে। আমাদের এই সাজেশন থেকে অনেক নম্বর অন করে থাকে প্রতিবছর। ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা আমাদের এই সাজেশন নেবেন।‌ হ্যাঁ আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এই বইগুলো। তাই দ্রুত আমাদের আর্টিকেল পড়ে ডাউনলোড করে নিন।

খ বিভাগ অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন ২০২৩

  • অংশীদারি কারবার কাকে বলা হয়?
  • চুক্তি অংশীদারি কারবারের ভিত্তি আলোচনা করুন।
  • চলতি দায় কত প্রকার এবং কি কি?
  • প্রাপ্য বিল এবং প্রাপ্য নোটের পার্থক্য দেখান।
  • সাধারণভাবে স্বীকৃত হিসাব নীতির বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • সহায়ক খতিয়ান কাকে বলা হয়।
  • সহায়ক খতিয়ানের সুবিধাগুলো আলোচনা করুন।
  • হিসাব চক্র কি?
  • আধুনিক হিসাব সমীকরণের সংজ্ঞা দিন।
  • হিসাব সমীকরণের উপাদান গুলো লিখুন।
  • হিসাববিজ্ঞান হতে কি কি তথ্য সংগ্রহ করা হয়ে থাকে?
  • হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা সহায়ক কথাটি ব্যাখ্যা করুন।
  • হিসাব বিজ্ঞানের আধুনিক সংজ্ঞা প্রদান করুন।

গ বিভাগ অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন ২০২৩

  • সুনাম মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন।
  • অংশীদারি কারবারের সুনাম হিসাব মুক্তকরণ পদ্ধতি বর্ণনা করুন।
  • ঋণপত্র এবং শেয়ারের মধ্যে পার্থক্য দেখান।
  • দায়ের প্রকার ভেদ সম্পর্কে আলোচনা করুন।
  • ক্রমালোপন এবং শূন্যকরণের মধ্যে পার্থক্য দেখান।
  • অবচয় ধার্যের পদ্ধতি বর্ণনা করুন।
  • কু ঋণ প্রত্যক্ষ অবলোকন পদ্ধতি কিভাবে হিসাব মুক্ত করা হয় এর অসুবিধা গুলো।
  • অবিরত মজুদ এবং পর্যায় মজুদের পদ্ধতি পার্থক্য দেখান।
  • নগদ এবং বকেয়া ভিত্তিতে হিসাববিজ্ঞানের পার্থক্য দেখান।
  • কালান্তিক মজুদ এবং অবিরত মজুদের মধ্যে তুলনা করুন।
  • ভুলের চেয়ে নিবিভাগ সম্পর্কে আলোচনা করুন।
  • খতিয়ানের উপকারিতা সম্পর্কে আলোচনা করুন।
  • হিসাব চক্রের বিভিন্ন পর্যায়ে গুলো লিখুন।
  • হিসাব চক্রের বিভিন্ন ধাপ আলোচনা করুন।
  • হিসাব রক্ষণ ও হিসাববিজ্ঞানের পার্থক্য দেখান।
  • পাবলিক এবং প্রাইভেট হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখুন।
  • হিসাব বিজ্ঞানের ধারণা এবং নীতি সমূহ বর্ণনা করুন।
  • হিসাববিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী কারা বর্ণনা করুন।

অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন ২০২৩ & Accounting Policy Suggestion ছাড়া আরো অন্যান্য ডিপার্টমেন্টের এবং বর্ষের সাজেশন পেতে আমাদের সঙ্গে থাকুন। আর সকল প্রকার পিডিএফ ফাইল গুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

Honours 1st year Odd to The west wind Bangla Summery suggestion

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।