এইচএসসি পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশাবলী ২০২২ 

সাহেদা জান্নাত

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশাবলী :আসন্ন ২০২২ এর এইচএসসি পরীক্ষা ৬ নভেম্বর থেকে শুরু হবে শিক্ষার্থীদের কয়েকটি বিষয় গুরুত্বের সহিত খেয়াল রাখতে হবে তা আমি আজ শেয়ার করলাম।

  • পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার হলে নিজ নিজ আসনে বসতে হবে।
  • প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • বহু নির্বাচনী MCQ ,,এর জন্য ২০ মিনিট এবং সৃজনশীল CQ পরীক্ষার জন্য ১ ঘন্টা ৪০ মিনিট রয়েছে।
  • পরীক্ষা বিরতি হীন ভাবে প্রশ্নপত্রের উল্লেখিত সময় অনুযায়ী চলবে।
  • MCQ এবং CQ পরীক্ষা কোনটার মাঝে বিরতি নেই।

এইচএসসি পরীক্ষার্থীদের নির্দেশাবলীর মধ্যে সকাল বেলা এর পরীক্ষার ক্ষেত্রে:

  • সকাল বেলার পরীক্ষা সকাল ১১.০০ থেকে শুরু হবে।
  • সকাল ১০.৩০ মিনিট এ অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী OMR শীট বিতরণ।
  • সকাল ১১ .০০ টায় বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ।
  • সকাল ১১.২০ মিনিট এ বহু নির্বাচনী উত্তরপত্র OMR শীট সংগ্ৰহ এবং সৃজনশীল প্রশ্নপত্র বিতরন।

এইচএসসি আসন বিন্যাস কীভাবে হবে

দুপুর ২.০০ টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে:

  • দুপুর ১ .৩০ মিনিট এ অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনী OMR শীট বিতরণ।
  • দুপুর ২.০০ টায় বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ।
  • দুপুর ২.২০ মিনিট এ বহু নির্বাচনী উত্তরপত্র OMR শীট সংগ্ৰহ এবং সৃজনশীল প্রশ্নপত্র বিতরন।

এইচএসসি পরীক্ষা ক্ষেত্রে আরও কয়েকটি নির্দেশাবলী হচ্ছে যা every পরীক্ষার্থীদের জানা দরকার।

  • প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্ৰহন করতে হবে।
  • পরীক্ষার্থীরা তাদের প্রবেশ পত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে সংগ্রহ করবে।
  • প্রতি পরীক্ষার্থী তাদের উত্তরপত্রে নিজ নিজ রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড OMR ফরমে তুলে সুন্দর ভাবে বৃত্ত ভরাট করতে হবে ।
  • কোন অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা যাবেনা বা উত্তরপত্র ভাঁজ করা যাবেনা।
  • পরীক্ষার্থীদের পৃথক ভাবে তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পাস করতে হবে।
  • প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লেখিত বিষয় ও বিষয়সমূহে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
  • কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস হবে।
  • পরীক্ষার্থীরা সাধারণ সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন,প্রোগ্ৰামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবেনা।
  • কোন পরীক্ষার্থী মোবাইল ফোন নিতে পারবেনা।

এইছিল এইচএসসি পরীক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশাবলী যা অবশ্যই পরীক্ষার্থীদের জানা হয়ে যাবে ,আশা এবং প্রার্থনা করি সবার যেন পরীক্ষা ভালো হয়।

এইচএসসি পাসে ইউএস বাংলায় চাকরির খবর ২০২২

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।