এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশাবলী :আসন্ন ২০২২ এর এইচএসসি পরীক্ষা ৬ নভেম্বর থেকে শুরু হবে শিক্ষার্থীদের কয়েকটি বিষয় গুরুত্বের সহিত খেয়াল রাখতে হবে তা আমি আজ শেয়ার করলাম।
- পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার হলে নিজ নিজ আসনে বসতে হবে।
- প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- বহু নির্বাচনী MCQ ,,এর জন্য ২০ মিনিট এবং সৃজনশীল CQ পরীক্ষার জন্য ১ ঘন্টা ৪০ মিনিট রয়েছে।
- পরীক্ষা বিরতি হীন ভাবে প্রশ্নপত্রের উল্লেখিত সময় অনুযায়ী চলবে।
- MCQ এবং CQ পরীক্ষা কোনটার মাঝে বিরতি নেই।
এইচএসসি পরীক্ষার্থীদের নির্দেশাবলীর মধ্যে সকাল বেলা এর পরীক্ষার ক্ষেত্রে:
- সকাল বেলার পরীক্ষা সকাল ১১.০০ থেকে শুরু হবে।
- সকাল ১০.৩০ মিনিট এ অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী OMR শীট বিতরণ।
- সকাল ১১ .০০ টায় বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ।
- সকাল ১১.২০ মিনিট এ বহু নির্বাচনী উত্তরপত্র OMR শীট সংগ্ৰহ এবং সৃজনশীল প্রশ্নপত্র বিতরন।
এইচএসসি আসন বিন্যাস কীভাবে হবে
দুপুর ২.০০ টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে:
- দুপুর ১ .৩০ মিনিট এ অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনী OMR শীট বিতরণ।
- দুপুর ২.০০ টায় বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ।
- দুপুর ২.২০ মিনিট এ বহু নির্বাচনী উত্তরপত্র OMR শীট সংগ্ৰহ এবং সৃজনশীল প্রশ্নপত্র বিতরন।
এইচএসসি পরীক্ষা ক্ষেত্রে আরও কয়েকটি নির্দেশাবলী হচ্ছে যা every পরীক্ষার্থীদের জানা দরকার।
- প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্ৰহন করতে হবে।
- পরীক্ষার্থীরা তাদের প্রবেশ পত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে সংগ্রহ করবে।
- প্রতি পরীক্ষার্থী তাদের উত্তরপত্রে নিজ নিজ রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড OMR ফরমে তুলে সুন্দর ভাবে বৃত্ত ভরাট করতে হবে ।
- কোন অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা যাবেনা বা উত্তরপত্র ভাঁজ করা যাবেনা।
- পরীক্ষার্থীদের পৃথক ভাবে তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পাস করতে হবে।
- প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লেখিত বিষয় ও বিষয়সমূহে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
- কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস হবে।
- পরীক্ষার্থীরা সাধারণ সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন,প্রোগ্ৰামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবেনা।
- কোন পরীক্ষার্থী মোবাইল ফোন নিতে পারবেনা।
এইছিল এইচএসসি পরীক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশাবলী যা অবশ্যই পরীক্ষার্থীদের জানা হয়ে যাবে ,আশা এবং প্রার্থনা করি সবার যেন পরীক্ষা ভালো হয়।