পরিমিতির সূত্র: সকল শিক্ষার্থী এবং পরিক্ষার্থী ভাই বোনদের সালাম ও অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই পরিমিতির সূত্র এর আর্টিকেলটি। বিসিএস BCS সহ অন্যান্য সকল চাকুরীর নিয়োগ পরীক্ষায় অন্যতম একটি গুরুত্ব পূর্ণ অংশ হল এই গনিতের বিষয়গুলো । আজকের পোস্টটিতে আপনি পরিমিতির সূত্র আপনারা অনেক সহজে পেয়ে যাবেন তাই এই সুযোগে তাড়াতাড়ি মুখস্থ করে নিন অনেক কাজে আসবে আপনাদের সকল পরিক্ষায়। আর যারা চাকরির নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অংশ হল গনিত। আর পরিমিতির সূত্র গনিত বেশি থাকে যেকোনো পরিক্ষায়:
এক নজরে পরিমিতির সূত্রাবলী দেখে নিন
পরিমিতির সূত্র। বিসিএস সহ অন্যান্য সকল চাকুরীর পরীক্ষায় অন্যতম একটি গুরুত্ব পূর্ণ অংশ হল এই পরিমিতি । এক নজরে পরিমিতির সূত্রাবলী দেখে নিন, আমার ব্যক্তিগত সাজেশন হল । আমরা যারা চাকুরীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিই – তারা যদি এই অঙ্কগুলির উপর একটু জোর দিয় তাহলে খুব সহজেই ভালো স্কোর করা সম্ভব ।
পরিমিতির সূত্র
১. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য× প্রস্থ
২. আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
৩. আয়তক্ষেত্রের কর্ণ =√ (দৈর্ঘ্য²+ প্রস্থ²)
৪. বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল = ( একবাহু)²
৫. বর্গ ক্ষেত্রের পরিসীমা = 4 × একবাহুর দৈর্ঘ্য
৬. বর্গ ক্ষেত্রের কর্ণ =√2 × একবাহুর দৈর্ঘ্য
৭. রম্বসের ক্ষেত্রফল = 1/2 × (কর্ণদুইটির গুণফল)
৮. রম্বসের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য
৯. সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
১০. সামান্তরিকের পরিসীমা = 2 × (সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)
১১. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 1/2 ×(সমান্তরাল বাহু দুইটির যোগফল)× উচ্চতা
১২. সমকোণি ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা
১৩. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যa হলে ক্ষেত্রফল = √3 a²/4
১৪. সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্যa এবং ভূমি b হলে ক্ষেত্রফল = b/4 √(4a²-b²)