ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩ | e-Passport Fee Bangladesh 2023

মাহফুজুর রহমান

ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে? পাসপোর্ট বানাতে কত টাকা লাগে? পাসপোর্ট করতে কত দিন লাগে? পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাসপোর্ট আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমর অনেকেই পাসপোর্ট বানাতে চাই। কারো এ ব্যাপারে একেবারে দক্ষতা নেই। জানেন না, কিভাবে পাসপোর্ট বানাতে হয়। পাসপোর্ট করতে কত টাকা লাগে তাও জানেন না।

ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩? অনেকে দালাল চক্রের ধোকার শিকার হন। দালালকে দিতে হয় প্রচুর টাকা। আমার এখন দেখাব কিভাবে পাসপোর্ট বানাতে হয়, দালালকে টাকা না দিয়ে। এখন অনেকেই দালালকে টাকা না দিয়ে পাসপোর্ট করতে পারেন।

ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে
ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে

পাসপোর্ট করতে কত টাকা লাগে?

পাসপোর্ট passport করতে হলে কয়েকটি ধাপ রয়েছে। প্রত্যেক ধাপের আলাদা আলাদা খরচ।

  1. সাধারণ পাসপোর্টে।
  2. জরুরী পাসপোর্ট।

সাধারণ পাসপোর্টে। Passport কেউ যদি সাধরণ পাসপোর্ট বানাতে চায় তাহলে ৩৪৫০ টাকা লাগবে।

আর যদি জরুরি পসপোর্ট passport করতে চাই তাহলে ৬৯০০ টাকা লাগবে।

Passport পাসপোর্টের জন্য টাকা কিভাবে জমা দিবেন।

Passport করতে হলে টাকা দুই রকম জমা দেওয়া যায়।

Passport পাসপোর্ট করতে হলে আপনি অনলাইনে টাকা জমা দিতে পারেন। আবার ব্যাংকে গিয়েও পাসপোর্টের জন্য টাকা জমা দিতে পারেন।

আপনি যেকোন সারকারি ব্যাংকে passport করার টাকা জমা দিলেই হয়ে যাবে।

ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে?

ই- পাসপোর্ট করতে কত টাকা লাগে? বর্তমানে সবাই পাসপোর্ট তৈরি করতে চাই। পাসপোর্টের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ই-পাসপোর্ট। আজ আমরা দেখাবে ই-পাসপোর্ট বানাতে কত টাকা লাগে।

ই- পাসপোর্ট বানাতে যত টাকা লাগে?

ই-পাসপোর্টের কয়েকটি ধাপ রয়েছে।

  1. নিয়মিত।
  2. জরুরী।
  3. অতি জরুরী।

পাঁচ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্ট বানাতে যত টাকা খরচ আসবে। এই তিন ধাপের ই-পাসপোর্টে খরচেও ব্যাতিক্রম আছে।

  • নিয়মিত ই-পাসপোর্ট বানাতে হলে খরচ আসবে ৬,৩২৫ টাকা।
  • জরুরী পাসপোর্টের জন্য ৮,৩২৫ টাকা
  • অতি জরুরী পাসপোর্টের জন্য ১২,০৭৫ টাকা।

১০ বছরের ৪৮ পাতার ই-পাসপোর্ট

১০ বছরের ই- পাসপোর্ট করতে কত টাকা লাগবে?
এখানেও পাসপোর্টের জন্য তিনটি ধাপ রয়েছে।

  • নিয়মিত।
  • জরুরী।
  • অতি জরুরী।
  1. নিয়মিত ই-পাসপোর্টের জন্য ৫,৭৫০ টাকা লাগে।
  2. আর জরুরী পাসপোর্টের জন্য ৮,০৫০টাকা লাগে।
  3. অতি জরুরী পাসপোর্টের জন্য ১০,৩৫০ টাকা লাগে।

ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ২০২৩?

পাসপোর্ট ও ই-পাসপোর্ট পেতে কতদিন লাগে। অনেকে জানতে চান পাসপোর্ট করতে কতদিন লাগে। আজ আমার আলোচনা করব পাসপোর্ট করতে কতদিন লাগে, তা নিয়ে।

  • নিয়মিত পাসপোর্ট পেতে সময় লাগবে ১৫ কার্যদিবস,
  • জরুরী পাসপোর্ট পেতে সময় লাগবে ৭ কার্যদিবস
  • অতি জরুরী পাসপোর্ট পেতে সময় লাগে ২ কার্যদিবস।

ই-পাসপোর্ট চেক বা পাসপোর্ট চেক করার নিয়ম

আপনি যদি অলরেডি পাসপোর্ট করে থাকেন বা কিছু দিন আগে করেছেন, অথবা আপনার পাসপোর্ট এর মেয়াদ চেক রয়েছে কিনা বিভিন্ন কারণে আপনার পাসপোর্ট চেক করার প্রয়োজন হলে আপনি খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে পাসপোর্ট চেক করতে পারবেন, তবে এর জন্য আপনাকে দেখতে হবে কিভাবে পাসপোর্ট চেক করে নিতে হয় পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পাসপোর্ট চেক এই পোস্টটিতে ভিজিট করুন।

নতুন ই-পাসপোর্ট করার নিয়ম ২০২৩

নতুন ই-পাসপোর্ট করার জন্য আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে কিভাবে নতুন পাসপোর্ট করতে হয় ট্রাভেল এজেন্সি এর মাধ্যমে করলে ভালো হবে না নিজে নিজে করলে ভালো হবে এই সব কিছুর উওর পেতে ভিজিট করুন।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।