আল সুমামাহ স্টেডিয়াম বা আল থুমামা স্টেডিয়াম। স্টেডিয়মটির আরবি নাম হলো ملعب الثمامة। আল সুমামাহ বা আল থুমামা হচ্ছে একটি ফুটবল স্টেডিয়াম। অরেকে এটাকে থুমামা স্টেডিয়াম ও বলেন। বর্তমানে কাতারের আল সুমামাহ এলাকায় নির্মাণাধীন। এটি হবে কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের একটি মাঠ।
আল সুমামাহ আল থুমামা পরিচয়
আল সুমামা স্টেডিয়াম। কাতার বিশ্বকাপের একটি ভেনু। আসন্ন কাতার বিশ্বকাপ ২০২২ এর আটটি ভেনুর মধ্যে আল সুমামা স্টেডিয়াম অন্যতম। স্টেডিয়ামটি কাতারের সুমামা এলাকায় অবস্হিত। এলাকার নামে স্টেডিয়ামটিকে সুমামা বলা হয়।
আল সুমামা স্টেডিয়ামের স্হাপতি।
আল সুমামা স্টেডিয়ামকে অনেকে থুমামা স্টেডিয়াম বলেন। আর আল সুমামা স্টেডিয়ামটির স্হপতি হলেন ইব্রাহিম এম. জাইদাহ।
আল থুমামা বা সুমমার অবস্হান।
আল থুমামা বা সুমামা কোথায় অবস্হিত? আল সুমামা স্টেডিয়ামটি কাতারের রাজধানী দোহায় দক্ষিণ দিকে অবস্হিত। স্টেডিয়ামটিকে কাতার বিশ্বকাপকে সামনে রেখে নতুন ভাবে নির্মান করা হয়েছে।
আল সুমামা বা থুামামা টুপির মতো।
আল সুমামা বা থুমামা স্টেডিয়ামটি দেখতে টুপির মতো। কাতারের ঐতিহ্যবাহী ‘গাহফিয়া টুপি’এর আদলে নির্মাণ করা হয়েছে থুৃমামা স্টেডিয়মটিকে। একটু দূর থেকে স্টেডিয়ামটিকে দেখলে কেউ মনে করতে পারে বিশাল আকৃতির একটি টুপি পড়ে আছে। বাস্তবে এটি স্টেডিয়াম। যেখানে কাতর বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে।
আল থুমামা স্টেডিয়ামের ধারণক্ষমতা।
আল সুমামা বা থুমাম স্টেডিয়ামের আসন সংখ্যা ৪০ হাজার।