মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকের আর্টিকেলে আপনাদের জন্য রয়েছে মাগরিবের নামাজ পড়ার নিয়ম এবং মাগরিবের নামাজ পড়ার সময়সূচী ( Magrib Namaz Time Today ) সম্পর্কে। এই আর্টিকেলের মাধ্যমে আরো জানতে পারবেন মাগরিবের নামাজ পড়ার ফজিলত সম্পর্কে। চলুন এখন দেখে নেই এই সকল তথ্য গুলো বিস্তারিতভাবে।
আল্লাহতালা মানব জাতির ওপর কয়েকটি ইবাদাত বাধ্যতামূলক এবং ফরজ করে দিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সালাত বা নামাজ। নির্দিষ্ট সময়ের পর থেকে প্রত্যেক ব্যক্তির ওপর আল্লাহ তায়ালা নামাজ পড়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ মৃত্যুর শয্যায়ও তার উম্মতকে নামাজ পড়ার জন্য বলে গেছেন। তাহলে বুঝতে পেরেছেন নামাজের কতটা গুরুত্ব আমাদের জন্য। এজন্য নামাজকে বলা হয় জান্নাতের চাবি। অর্থাৎ নামাজ ব্যতীত মুসলমানদের কোন উপায় নেই। নামাজ না পড়ার শাস্তি ভয়াবহ মানব জাতির জন্য। সুতরাং যারা নামাজ পড়ে না তারা দ্রুত আল্লাহ তায়ালার এবাদত বন্দেগীতে মুশগুল হন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন।
আর একমাত্র নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পেয়ে যান। মাঝের পরে আল্লাহ তায়ালার কাছে যা চাওয়া হয়ে থাকে তা তিনি ফিরিয়ে দেন না। তবে এই ইবাদত হতে হবে অবশ্যই আল্লাহর ভয়ে এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য। আর নামাজ আদায় করতে হবে সঠিক নিয়মে এবং নির্দিষ্ট সময়ে। তা না হলে মামা চালু হতে হলে নিকট কবুল হবে না।
মাগরিবের নামাজের সময়সূচী
আমরা এখন মাগরিবের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জানার পূর্বে এর সময়সূচি সম্পর্কে জেনে নিব। কারণ নির্দিষ্ট সময়ে যদি সালাত আদায় না করা হয় তাহলে ঐ সালাত আদায় হবে না। তবে যদি কোন জরুরী কাজে নামাজ পড়তে দেরি হয়ে যায় তাহলে সে নামাজ ঠিক কাজা আদায় করে নিতে হবে। আর সব সময় চেষ্টা করতে হবে নির্দিষ্ট ওয়াক্তের প্রতি খেয়াল রেখে নামাজ আদায় করা। বর্তমানে বিভিন্ন ধরনের ঘড়ি এবং অ্যালার্ম সিস্টেমের কারণে এখন খুব সহজেই নামাজের ওয়াক্ত প্রতিনিয়ত আপডেট পাওয়া যায়। কিন্তু এই নামাজ শুরু হয় মূলত ভৌগোলিক অবস্থানের সূর্য উদয় এবং অস্তের উপর নির্ভর করে।
Read More: তারাবির নামাজের নিয়ম
মাগরিবের ওয়াক্ত শুরু হয় সূর্যাস্তের পর থেকে এশারের নামাজের পূর্ব পর্যন্ত। তবে এই সময়ের ব্যবধান খুবই অল্প। তাই যতটা সম্ভব ওয়াক্ত শুরুর সাথে সাথে মাগরিবের নামাজ পড়ে নেওয়া। তাহলে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা সম্ভব হবে। এখন ঘরে এবং ক্যালকুলেটর থাকার কারণে পূর্বে থেকে মাগরিবের নামাজের সময়সূচী জানা যায়। পূর্বের মতো সূর্যাস্ত গণনার ক্ষেত্রে তেমন ভুল হয় না।
মাগরিবের নামাজ পড়ার নিয়ম | Magrib Namaz Time Today
উপরে আপনারা জানলেন মাগরিবের নামাজ পড়ার সময় সূচি। এখন আপনাদের জানাবো কিভাবে মাগরিবের নামাজ পড়তে হয় সে বিষয় সম্পর্কে। মাগরিবের নামাজ প্রথমে তিন রাকাত ফরজ এবং দুই রাকাত সুন্নত। ইতিপূর্বে ফজর যোহর আসর নামাজ সম্পর্কে জেনেছি। সকল নামাজ ছিল হয়তো দুই রাকাত অথবা চার রাকাত। কিন্তু মাগরিবের নামাজ হচ্ছে তিন রাকাত এই তিন রাকাত নামাজ কিভাবে পড়বেন সে বিষয় সম্পর্কে এখন আলোচনা করব।
মাগরিবের নামাজ পড়ার জন্য প্রথমে অবশ্যই অজু করে নিতে হবে এবং তারপর জায়নামাজে দাঁড়িয়ে নিতে হবে। জায়নামাজে দাঁড়িয়ে প্রথমে মাগরিবে ফরজ নামাজের নিয়ত পড়তে হবে। ফরজ নামাজের নিয়ত হচ্ছে “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহিতায়ালা সালাসা রাকাতাই সালাতি মাগরিব ফারদুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল ক্বাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।” এরপর ছানা পড়তে হবে এবং সুরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা পড়ে নিতে হবে। এরপর রুকুতে যেতে হবে এবং তারপর সোজা হয়ে দাঁড়িয়ে সিজদা করতে হবে দুইবার তারপর আবার সোজা হয়ে দাঁড়াতে হবে। পুনরায় আবার একইভাবে সূরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা পড়ে নিতে হবে এবং রুকুতে যেতে হবে। রুকু করার পর সোজা হয়ে দাঁড়িয়ে আবার দুটি সেজদা করতে হবে। দুইটি সিজদা শেষে বৈঠকে বসতে হবে। বৈঠকে আত্তাহিয়াতু, দরুদ এবং দোয়া মাসুরা পড়তে হবে। এগুলো পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে আবার সোজা হয়ে দাঁড়াতে হবে এবং সুরা ফাতেহা ও অন্য সূরা পড়ে নিতে হবে। এরপর আবার রুকুতে যেতে হবে এবং সোজা হয়ে দাঁড়িয়ে দুটি সেজদা করে আবার বৈঠকে বসতে হবে তৃতীয় রাকাতে। এখনো আবার আত্তাহিয়াতু, দরুদ এবং দোয়া মাসুরা পাঠ করতে হবে। এগুলো পাঠ শেষে তারপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।
উপরের এটিই মাগরিবের নামাজ পড়ার নিয়ম। সুন্নত নামাজের ক্ষেত্রে সুন্নত নামাজের দোয়া হচ্ছে “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহিতায়ালা রাকাতাই সালাতি মাগরিব সুন্নাতু রাসুলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল ক্বাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।” এরপর সাধারণভাবে যেমন দুই রাকাত নামাজ পড়তে হয় ঠিক ওইভাবেই নামাজ আদায় করতে হবে।
Also Read: এশার নামাজ কয় রাকাত