১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার আগস্ট মাসে | 18th NTRCA New Circular 2023

সাহেদা জান্নাত

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার ২০২৩: চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর আগষ্ট মাসেই আপনাদের ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হবে চাকরি প্রত্যাশী সবার একটা আশা একটি সুন্দর একটা চাকরি । তাই আপনারা যারা ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করবেন তাদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার আগষ্ট মাসে :

বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক একটি সুন্দর আয়োজন শিক্ষক নিবন্ধন পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দ্বারা অনেকেই চাকরি পেয়ে থাকেন দেশের বেকারত্ব দূর করতে একটি সুন্দর মাধ্যম। ১৭তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল এর পরপরই কিন্তু ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হবে । নিবন্ধন পরীক্ষায় সাধারত ১০০ মার্কের MCQ থাকে ।

১০০ মার্কের ১০০ টি প্রশ্নের মান থাকে ১০০ প্রতিটি প্রশ্নের জন্য ০১ মার্ক:

  • বাংলা বিষয়ের উপর প্রশ্ন থাকবে ….২৫ টি ।
  • ইংরেজি বিষয়ের উপর প্রশ্ন থাকবে ……২৫ টি ।
  • গনিত বিষয়ের উপর প্রশ্ন থাকবে…….২৫ টি ।

এবং সাধারণ জ্ঞান এর মধ্যে থাকবে সাম্প্রতিক , খেলাধুলা বিষয়ক, বিভিন্ন দেশের মুদ্রার তথা সংস্থার নাম মার্ক থাকবে …..২৫ ।

আমাদের ব্লগে ইতোমধ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার উপর প্রতিটি বিষয়ের সাজেশন শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন এবং সবগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই সব প্রস্তুতি মূলক পোস্ট থেকে ৯৯% কমন পড়ে তাই অবহেলা না করে পোষ্ট গুলো শেয়ার করবেন এবং বেশি বেশি করে পড়বেন।

18 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার আগষ্ট মাসে বেশি সময় হাতে পারবেননা তাই বাংলা বিষয়ের উপর , ইংরেজি বিষয়ের উপর ,গনিতের উপর এবং সাধারণ জ্ঞান গুলো ভালো করে পড়বেন মনে রাখবেন হিজিবিজি করে পড়লে চলবেনা মযে topics হাতে নিবেন ভালোকরে সেই topics গুলো পড়বেন ঝড়ঝড়া করে পড়বেন যে বিষয়ের উপর পড়বেন সে বিষয়ে ভালো করে লিখবেন দেখবেন লিখলে যেকোন পড়া অতি সহজেই শিখা যায় ।

প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যেহেতু 18 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার আগষ্ট মাসে তাই সময়গুলো সময় কাজে লাগান সময় গুলো কাজে লাগালে অবশ্যই মনের আশা পূরণ হবে ।আমরা ও চাই সকলের আশা পূরণ হোক সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য রইল শুভ কামনা। আমাদের ব্লগে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সকল নতুন নতুন আপডেট শেয়ার করা হয়েছে আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে।

আমাদের ব্লগে ইতোমধ্যে অনেক বিষয়ের উপর রয়েছে যেমন:

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।