অনার্স ৪র্থ বর্ষ শিল্পোদ্যোগ সাজেশন ২০২৩ | Enterprenureship suggestion 2023

মাহফুজুর রহমান
অনার্স ৪র্থ বর্ষ শিল্পোদ্যোগ সাজেশন ২০২৩ | Enterprenureship suggestion 2023

অনার্স ৪র্থ বর্ষ শিল্পোদ্যোগ সাজেশন ২০২৩ & Enterprenureship suggestion 2023 হচ্ছে আজকের আর্টিকেলের মূল বিষয়।‌ মাধ্যমে অনার্স চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী তার উক্ত বিষয়ে পরিপূর্ণ একটি সাজেশন এবং গাইডলাইন পেয়ে যাচ্ছে। প্রতিবছর আমাদের এই সাজেশন থেকে প্রায় ৭০ নম্বর কমন পড়ে থাকে। যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা দ্রুত আমাদের এই সাজেশনটি ডাউনলোড করে নিতে পারেন। ‌

শিল্প উদ্যোগ সাজেশনে রয়েছে প্রত্যেক অধ্যায় বৃদ্ধি কমন কমন প্রশ্নগুলো এবং বিগত সালের সকল প্রশ্ন। যার মাধ্যমে একজন শিক্ষার্থী পরিপূর্ণ সাজেশন পাচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে আমাদের এই সাজেশন মাত্রা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। ‌আর প্রয়োজনে এটি বন্ধু বান্ধব অথবা অন্যান্য সহপাঠীর সাথে শেয়ার করে নিতে পারবেন।

অনার্স ৪র্থ বর্ষ শিল্পোদ্যোগ সাজেশন ২০২৩ | Enterprenureship suggestion 2023

ক বিভাগ

  • TIN এর পূর্ণরূপ লিখুন?
  • সম্পূরক কর বলতে কি বুঝেন?
  • বাংলাদেশের প্রথম শিল্পনীতি গৃহীত করা হয়?
  • শ্রম কাকে বলা হয়?
  • কৃতিত্বর্জন চাহিদা তত্ত্বের প্রবক্তা কে?
  • চলতি খরচ কাকে বলা হয়?
  • প্রকল্পের সংজ্ঞা দিন।
  • GDP এর পূর্ণরূপ লিখুন।
  • ক্ষুদ্র ব্যবসা বলতে কি বুঝেন?
  • SWOT analysis এর ধাপ কয়টি?
  • প্রত্যাশা তত্ত্বের জনক কে?
  • খ কালীন উদ্যোক্তা কাকে বলা হয়?
  • বিসিক এর পূর্ণরূপ লিখুন?
  • মাইক্রো ক্রেডিট বলতে কি বুঝায়?
  • শিল্পোদ্যোগ মডেল কি?
  • মূল সংযোজন কর বলতে কি বুঝেন?
  • টিন বলতে কি বুঝেন?
  • জমাতিরিক্ত ঋণ কি?
  • চলতি মূলধন বলতে কি বুঝেন?
  • নারী উদ্যোক্তা কাকে বলা হয়?
  • ক্ষুদ্র ব্যবসা কি?
  • সুযোগ সন্ধানী উদ্যোক্তা কে?
  • প্রকল্প ধারণা বলতে কি বুঝেন?
  • PEST এর পূর্ণরূপ লিখুন।

খ বিভাগ অনার্স ৪র্থ বর্ষ শিল্পোদ্যোগ সাজেশন ২০২৩

  • প্যাটেন্ট এর উদ্দেশ্য আলোচনা করুন।
  • শিল্প উদ্যোক্তাদের নৈতিকতা ও সামাজিক দায়িত্ব কি?
  • ক্ষুদ্রায়তন ব্যবসার অর্থায়নের উৎস সমূহ বর্ণনা করুন।
  • আদর্শ ব্যবসার পরিকল্পনা বৈশিষ্ট্য এবং গুণাবলী কি কি?
  • ক্ষুদ্র ব্যবসার এবং বৃহদায়তন ব্যবসার মধ্যে পার্থক্য দেখান।
  • মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি আলোচনা করুন।
  • ব্যবসা উদ্যোগের তত্ত্ব বলতে কি বুঝেন?
  • শিল্প রুগ্নতা কি এবং বাংলাদেশের ক্ষুদ্র শিল্প রুগ্নতা আক্রান্ত কি?
  • ব্যবসা পরিকল্পনার অপ্রত্যাশিত বাধা সমূহ আলোচনা করুন।
  • ক্ষুদ্র ব্যবসায় সফলতার কারণ সমালোচনা করুন।
  • চলতি মূলধন নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করুন।
  • বৃহদায়তন ব্যবসা এবং ক্ষুদ্র ব্যবসার মধ্যে পার্থক্য দেখান।
  • ব্যবসা পরিবেশের উপাদান সমূহ বর্ণনা করুন।
  • শিল্প উদ্যোক্তারদের বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • SWOT বিশ্লেষণ করুন।

অনার্স ৪র্থ বর্ষ শিল্প সম্পর্ক সাজেশন ২০২৩ | Industrial Relations suggestion 2023

গ বিভাগ

এ বিভাগের প্রশ্নগুলো অত্যন্ত জটিল হয়ে থাকে কারণ এগুলো বর্ণনামূলকভাবে লিখতে হয় শিক্ষার্থীদের। আর এই প্রশ্নগুলো পড়তে শিক্ষার্থীদেরকে প্রচুর সময় ব্যয় করতে হয়। ‌ যদি শিক্ষার্থীরা আমাদের অনার্স ৪র্থ বর্ষ শিল্পোদ্যোগ সাজেশন ২০২৩ টি পড়ে নেয় তাহলে অল্প কিছু প্রশ্ন পরেই সে কমন পেতে পারে।

  • হার্জ বার্গের দি উপাদান তত্ত্বটি বর্ণনা করুন।
  • কেস স্টাডি বলতে কি বুঝেন? কেস স্টাডির উদ্দেশ্য আলোচনা করুন।
  • প্রত্যয়ন পত্র কি এবং প্রত্যয়ন পত্রের প্রকারভেদ আলোচনা করুন।
  • শিল্পনীতি কি এবং ক্ষুদ্র শিল্পোদোক্তা উন্নয়নের সমস্যা বর্ণনা করুন।
  • পণ্য উন্নয়ন কাকে বলা হয় নতুন পণ্য উন্নয়নের প্রক্রিয়া আলোচনা করুন।
  • ক্ষুদ্র ব্যবসার অর্থায়ন বলতে কি বুঝেন? ক্ষুদ্র ব্যবসা অর্থায়নের গুরুত্ব আলোচনা করুন।
  • ব্যবসা পরিকল্পনা উন্নয়ন পদক্ষেপসমূহ আলোচনা করুন।
  • X এবং Y তত্ত্বটি আলোচনা করুন।
  • বাংলাদেশের নারী শিল্প উদ্যোক্তাদের জন্য সুযোগ-সুবিধা বর্ণনা করুন।
  • উত্তম ট্রেডমার্কের গুণাবলী বর্ণনা করুন।
  • কপিরাইট মালিক কে?
  • শিল্প উদ্যোগ প্রশিক্ষণ কর্মসূচি কার্যকর করার উপায় বর্ণনা করুন।
  • অবিরাম এবং সবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য দেখান।
  • ব্যাংক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয় আলোচনা করুন।
  • ব্যবসার পরিকল্পনা উন্নয়নের ক্ষেত্রে পদক্ষেপ আলোচনা করুন।
  • ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • ব্যবসা উদ্যোগের উপর প্রভাব বিস্তারকারী উপাদান আলোচনা করুন।
  • শিল্প উদ্যোক্তা গণ জন্মগতভাবে শিল্পোদোক্তা এবং সৃষ্টিমূলক বটে তা ব্যাখ্যা করুন।

অনার্স ৪র্থ বর্ষ শিল্পোদ্যোগ সাজেশন ২০২৩ ব্যতীত আরো অন্যান্য ডিপার্টমেন্ট এবং ইয়ারের বই এবং সাজেশন পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এখানে সকল বিষয়ক শিক্ষামূলক তথ্যগুলো নিয়মিত আপডেট দেওয়া হয়।

অনার্স ৪র্থ বর্ষ মার্কশীয়দর্শন সাজেশন ২০২৩ | Marks Philosophy suggestion 2023

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।