অনার্স ৩য় বর্ষ গ্রামীণ সমাজবিজ্ঞান ২০২৩ & Rural sociology suggestion নিয়ে এসেছি আজকে আমাদের আর্টিকেলে। আর্টিকেলের মাধ্যমে উক্ত বিষয়ে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য ভালো একটি প্রিপারেশন দিতে পারবে। মনে করি প্রত্যেক শিক্ষার্থীর উচিত তার পরীক্ষার পূর্বে একবার হলেও এর সাজেশনটি অথবা শর্ট সিলেবাস পড়ে নেওয়া।
বর্তমানে চলমান রয়েছে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২৩। আর খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে গ্রামের সমাজবিজ্ঞান বিষয়টির পরীক্ষা। যারা এখনো সম্পূর্ণ বইটি পড়ে শেষ করতে পারেনি তারা এই বইটি শর্ট সিলেবাস আকারে পড়ে নিতে পারেন। আর যারা অলরেডি রিভিশন দিচ্ছেন তারা নিজেকে আরেকটু যাচাই করার জন্য সাজেশন আকারে অথবা প্রশ্ন ব্যাংক আকারে পড়তে পারেন। এর মাধ্যমে তার ফলাফল আরো বেশি ভালো হতে পারে।
দেশের স্বনামধন্য প্রফেসর দ্বারা তৈরি করা হয়েছে এই সাজেশন। এছাড়াও এর মধ্যে রয়েছে বিগত সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার প্রশ্ন গুলো। আর হ্যাঁ এটি শিক্ষার্থীরা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ। তাই দেরি না করে আপনার প্রিপারেশনকে আরো একধাপ এগিয়ে নিতে এখনই পড়ে নিন।
অনার্স ৩য় বর্ষ গ্রামীণ সমাজবিজ্ঞান ২০২৩ | Rural sociology suggestion 2023
ক বিভাগ
- কৃষক সমাজে নৈতিক অর্থনীতির প্রবক্তা কে?
- গ্রামীন পরিবেশ সমাজ জীবনে অধ্যায়নে সামাজিক বিজ্ঞান সংজ্ঞাটি কে দিয়েছেন?
- লেন্সন প্রদ গ্রামীণ সমাজবিজ্ঞানের সংজ্ঞাটি লিখুন।
- যৌতুক কি?
- House Hold বলতে কি বুঝেন?
- ইরফান হাবিবের মতে মুঘল ভারতে কৃষি কাঠামোগত কয়টি শ্রেণি বিভাগে বিভক্ত?
- কৃষক সমাজ কি?
- বাংলাদেশের মাথাপিছু ব্যক্তির জমির পরিমাণ কত?
- ধারনার কৃষক সমাজের বৈশিষ্ট্য গুলো লিখুন।
- কৃষক সমাজ প্রত্যেয় প্রথম কে ব্যবহার করেন?
- কুলাক আবর্তন তত্ত্বটি কে প্রদান করেন?
- সাংস্কৃতিক ব্যাপ্তি বলতে কি বুঝেন।
- ১৯৫০ সালের ভূমি সংস্কারের মূল তন্ত্র কি ছিল?
- গ্রামীন এলিট বলতে কি বুঝেন?
- সালিশ শব্দটি কোথায় থেকে এসেছে?
- কে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন?
- নীল বিদ্রোহ কি কখন নাচলের কৃষক বিদ্রোহ সংঘটিত করে?
- সবুজ বিপ্লব কি?
- সবুজ বিপ্লবের জনক কে?
- Push factor কি?
- অভ্যন্তরীণ স্থানান্তর কত প্রকার?
- DFID পূর্ণরূপ লিখুন।
- পোল্ট্রি খামার কি?
- কোন মডেলকে গ্রামীণ উন্নয়নের পথিকৃৎ বলা হয়?
- BLAST এর পূর্ণরূপ লিখুন।
- IRDP এর পূর্ণরূপ কি?
- কোন মডেলকে গ্রামীণ উন্নয়নের প্রতিকৃত বলা হয়?
খ বিভাগ অনার্স ৩য় বর্ষ গ্রামীণ সমাজবিজ্ঞান
- কৃষি সমাজ কি?
- কৃষি সমাজ এবং কৃষক সমাজের মধ্যে পার্থক্য আলোচনা করুন।
- গ্রামীণ পরিবারের বৈশিষ্ট্যগুলো লিখুন।
- গ্রামীন বসতির বৈশিষ্ট্য গুলো লিখুন।
- কৃষক বহির্ভূত কাজের স্বরূপ ব্যাখ্যা করুন।
- সমবায় কৃষি খামার কি?
- কৃষি কাঠামো বলতে কি বুঝেন?
- গ্রামীণ সমাজে সালিশের প্রকৃতি বর্ণনা করুন।
- বাংলাদেশ ভূমি খন্ডিকরন কারণ গুলো ব্যাখ্যা করুন।
- উপসংস্কৃতি কি?
- গ্রামীণ শ্রেণী কাঠামোর উপাদানগুলো লিখুন?
- গ্রামীণ সংস্কৃতি বলতে কি বুঝেন?
- নাচোল এর কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করুন।
- উপনিবেশিক যুগে বাংলায় কৃষক বিদ্রোহের কারণ ব্যাখ্যা করুন।
- গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকার এর গুরুত্ব লিখুন ।
- বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্য লিখুন।
- গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণসমূহ লিখুন।
- বাংলাদেশ গ্রামীণ দরিদ্রের প্রকৃতি সংক্ষিপ্ত লিখুন।
- নব উদ্ভাবক কি?
গ বিভাগ অনার্স ৩য় বর্ষ গ্রামীণ সমাজবিজ্ঞান
- গ্রামীণ সমাজবিজ্ঞানের পরিধি ও প্রকৃতি আলোচনা করুন।
- বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে এনজিওর ভূমিকা মূল্যায়ন করুন।
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাখ্যা করুন।
- গ্রামের দারিদ্র বিমোচনের জন্য খামার ভিত্তিক কাজের ভূমিকা আলোচনা করুন।
- বর্তমান দেশের প্রেক্ষাপটে আপেক্ষিক দারিদ্র্য এবং চূড়ান্ত দারিদ্র্যের মূল্যায়ন করুন।
- বাংলাদেশের কৃষিতে সবুজ বিপ্লবের বিস্তার আলোচনা করুন।
- তেজ ভাগা আন্দোলনের প্রেক্ষাপটে আলোচনা করুন
- সংস্কৃতি ও গ্রামীণ যোগাযোগ ক্ষেত্রে নব নারায়ন প্রভাব বিশ্লেষণ করুন।
- কৃষক সংস্কৃতির প্রকৃতি বিশ্লেষণ করুন।
- গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদান ব্যাখ্যা করুন।
- বাংলাদেশ ভূমি সংস্কারের ত্রুটিগুলো তুলে ধরুন।
- বাংলাদেশে ভূমি সংস্কারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিশ্লেষণ করুন।
- গ্রামীণ সমাজের কৃষি কার্যক্রম এর পরিবর্তন দেখান।
- অকৃষিজ পেশা গ্রামীন শ্রেণীকরণের নতুন বৈচিত্রতা এনেছে তা ব্যাখ্যা করুন।
- গ্রামীণ বসতির প্রকৃতি আলোচনা করুন। (অনার্স ৩য় বর্ষ গ্রামীণ সমাজবিজ্ঞান 90%)