অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য অনার্স ৩য় বর্ষ ইউরোপ ইতিহাস সাজেশন ২০২৩ & history of europe suggestion নিয়ে এবার আমাদের আলোচনার মূল বিষয়। এ সাজেশনটিতে রয়েছে উক্ত বিষয়ক বিগত সালের সকল প্রশ্ন এবং কমন কমন প্রশ্ন নিয়ে। যেগুলো পড়ে একজন শিক্ষার্থী নিজেকে ভালো ফলাফলের জন্য প্রস্তুত করে নিতে পারবেন।
মূল বইয়ের পাশাপাশি অনেকেই সাজেশন অনুসরণ করে থাকে। তবে আমি তাদেরকে অনুরোধ করব যাদের পাঠ্য বই পড়া শেষ তারাই এ সাজেশনটি পড়তে। কারণ আমাদের সাজেশন রয়েছে শর্ট সিলেবাস এবং শুধুমাত্র কমন প্রশ্নগুলো সম্পর্কে। অর্থাৎ যখন একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করে রিভিশন পর্যায়ে পৌঁছায় তখন তার জন্য সাজেশন এর প্রয়োজন হয়।
যাতে করে নিজের মেধাকে ওই বিষয়ের উপর যাচাই করতে পারে এবং নিজেকে আরো প্রস্তুতি করে তুলতে পারে। আর এ পরামর্শটি তৈরি করা হয়েছে উচ্চ মানের প্রফেসরদের দ্বারা। এজন্য অবশ্যই একবার হলেও শিক্ষার্থীদের সাজেশনটি পড়া উচিত। আর সবচেয়ে সুবিধা হচ্ছে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সম্পূর্ণ বিনামূল্যে সাজেশনটি দেওয়া হচ্ছে।
অনার্স ৩য় বর্ষ ইউরোপ ইতিহাস সাজেশন ২০২৩ | Honours 3rd year history of europe suggestion
ক বিভাগ
- ইউরোপে আধুনিক যুগের সূচনা হয় কত সাল থেকে
- কত খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতন হয়
- The Devine comedy কে রচনা করেন
- রেনেসাঁ শব্দের উৎপত্তি কোথা থেকে
- সনেটের জনক কে
- মার্টিন লুথার কে ছিলেন
- জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনটির জনক কে ছিলেন
- The prince গ্রন্থটি কে রচনা করেছেন
- The last Judgement চিত্রটির কে অঙ্কন করেন
- ইন্ডালজেন্স কি
- কে জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন
- ইনকুইজিশন কি
- ওয়ারমেসের সভা আহবান করেন কে
- আমেরিকা কে আবিষ্কার করেন
- ভাস্কর দা গামা কোন দেশের নাবিক ছিলেন
- বুরবো বড় বংশের প্রতিষ্ঠা কে
- কার্ডিনাল রিশুল্য লোক কে ছিলেন
- Edict of Nantes কে ছিলেন
- কোন দেশকে ইউরোপের সর্বকনিষ্ঠ সন্তান বলা হয়
- চতুর্দশ অর্থমন্ত্রী কে ছিলেন?
- দ্বিতীয় জোসেফ কোন দেশ এর রাজা ছিলেন
- টেইলি কি
- মারিয়া থেরেসা কোন দেশের রানী ছিলেন
- ফরাসি বিপ্লবের সময় বিখ্যাত দুইজন দার্শনিকের নাম লিখুন
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা তখন কে ছিলেন
- গিলোটিন কি
খ বিভাগ অনার্স ৩য় বর্ষ ইউরোপ ইতিহাস সাজেশন ২০২৩
- পবিত্র রোমান সাম্রাজ্য বলতে কি বুঝেন
- ইতালিতে কখন প্রথম রেনেসাঁ শুরু হয়েছিল
- আধুনিক যুগের বৈশিষ্ট্য আলোচনা করুন
- প্রতি সংস্কার আন্দোলন বলতে কি বুঝেন
- রিসুল্য একজন ক্যাথলিক এবং বৈদেশী প্রটেস্ট তুমি কি এ কথা স্বীকার করো?
- স্পেনের উত্তরাধিকার যুদ্ধের কারণগুলো লেখুন
- ধর্মের মূলনীতি কি
- জ্ঞান দীপ্ত স্বৈরাচার বলতে কি বুঝেন
- সপ্ত বর্ষ ব্যাপী যুদ্ধের কারণ আলোচনা করুন
- মার্কেন্টাইল বাদ বলতে কি বুঝেন
- টেনিস কোর্টের শপথ কি
- শিল্প বিপ্লব বলতে কি বুঝেন
- সন্ত্রাসদের রাজত্ব কি
- মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বুঝেন
- নেপোলিয়ান বোনপার্টের পতনের কারণ কি কি ছিল
গ বিভাগ অনার্স ৩য় বর্ষ ইউরোপ ইতিহাস সাজেশন ২০২৩
- মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন
- প্রতি সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল ব্যাখ্যা করুন
- ধর্ম সংস্কার আন্দোলন মার্টিন লুথারের ভূমিকা মূল্যায়ন করুন
- ভৌগলিক আবিষ্কারের কারণসমূহ ব্যাখ্যা করুন
- ডাচ স্বাধীনতার আন্দোলন এর কারণসমূহ বর্ণনা করুন
- ফরাসি রাজতন্ত্র সুদৃঢ় কারণে চতুর্থ হেনরির অবদান মূল্যায়ন করুন
- ৩০ বছরব্যাপী যুদ্ধের ফলাফল এবং কারণ আলোচনা করুন
- আধুনিক রাশিয়ার স্থপতি হিসাবে মহামতি তাদের মূল্যায়ন করুন
- লুইস চতুর্থদশ বৈদেশিক নীতি আলোচনা করুন
- পোল্যান্ড বিচ্ছেদের কারণ বর্ণনা করুন
- অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের ফলাফল এবং কারণ পর্যালোচনা করুন।
- জ্ঞান দীপ্ত স্বৈরাচারক শাসক হিসেবে জোসেফের কৃতিত্ব মূল্যায়ন করুন
- সম্রাট নেপোলিয়ন এর মহাদেশীয় ব্যবস্থা আলোচনা করুন
- সন্ত্রাসের রাজত্বকাল বলতে কি বোঝেন এবং সন্ত্রাসদের কারণ ফলাফল ব্যাখ্যা করুন
অনার্স ৩য় বর্ষ ইউরোপ ইতিহাস সাজেশন ২০২৩ ব্যতীত আরো অন্যান্য বর্ষের সাজেশন এবং বইগুলো পেতে নিচের লিংক গুলো দেখে নিন। আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে খুব দ্রুত আপডেট গুলো পেয়ে যাবেন।
- অনার্স ৪র্থ বর্ষ কৃষক সমাজ সাজেশন ২০২৩ | Honours 4th Year Peasant Society Of Bangladesh
- অনার্স ৩য় বর্ষ নগর সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩ | Honours 3rd year Rural and urban sociology suggestion
- অনার্স ৩য় বর্ষ কৃষি ও গ্রামীণ অর্থনীতি সাজেশন ২০২৩ | Honours 3rd year suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন ২০২৩। Honours 3rd year suggestion 2023
- অনার্স ৩য় বর্ষের বাংলাদেশের করবিধি সাজেশন ২০২৩ | Honours 3rd year suggestion